নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

অহঙ্কারী ভাইরাস

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫











পরাজয় হয় হোক, তাতে কি এমন কষ্ট আসে;

মনের এই ভাসমান ঘরে-

পরাজয়ের আগুন বুকের ভেতর আজ তরঙ্গাকারে বিদ্রুপের খেলা করে।

এমন আপনজনের ভালোবাসার কথাচ্ছলে-

আমি অবনত মস্তকে তিরস্কার মেখে নিলাম;

হেরে গেলাম অজান্তেই।

প্রিয় সব কথার ফুলঝুড়ি চোখের কোন একেঁ দিল এক নতুন রুপ।



কতটা লোভ গায়ের জমিনে খেলা করলে তবে

বন্ধুকে আপন থেকে দূরের তারা মনে হয়?

জানিনা আর কতবার বিশ্বাসের আয়নায় অবিশ্বাসী বন্ধুর ছায়া ভাসবে-

এই নগরে, এখানে-সেখানে।

হোক পরাজয়, হোক ভরাক্রান্ত সব তোমাদের আলোর নগরে-

আসুক দু’নয়নে না-ভুলবার নোনা জল!

বুকের ভেতর ছুরির ফলা গুড়িয়ে দিক সব-

তবুও বন্ধুর ভালবাসায় আর যেন জন্ম না নেয় অহঙ্কারী ভাইরাস!



আমি চোখ ছুয়েঁ আছি, বিব্রত হবার আর কোন মুখায়ব না ভেসে উঠুক

আমার কোথাও-

আমার সমস্ত অহঙ্কার লুটে যাক;

পরাজিত হই, তবুও বিশ্বাস অটুট থাকুক।







__________________________________________





রচনাকাল:

২৩ এপ্রিল-২০১৪ খ্রিঃ

রাত -১২টা ৩৪মি:

অক্ষর ডিজিটাল ষ্টুডিও, কলেজ রোড।


মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


কতটা লোভ গায়ের জমিনে খেলা করলে তবে
বন্ধুকে আপন থেকে দূরের তারা মনে হয়?


আমিও জানতে চাই।

দারুন একটা কবিতায় মুগ্ধতা ++++++

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২

সকাল রয় বলেছেন:
বন্ধু কখনো পর হয়না' কেননা বন্ধু চিরআপন___তারপরও কেউ কেউ বন্ধু থেকে প্রিয় শত্রু হয়ে যায়।

অনেক অনেক ধন্যবাদ
কান্ডারী

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
হুম। অহঙ্কার বড্ড বাজে আচরণ। আপনার শব্দে হাত রেখে বলতেই যে হয় -
বন্ধুর ভালবাসায় আর যেন জন্ম না নেয় অহঙ্কারী ভাইরাস!

শুভ কামনা, সকাল।

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

সকাল রয় বলেছেন:
আর জন্ম না নিক এমন বন্ধু____


ধন্যবাদ আপনাকেও

৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বিশুদ্ধ বন্ধুত্বের বিশ্বাস অটুট থাকুক ৷




সুন্দর থাকবেন কবি ৷

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

____

কেমন আছেন?

৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৮

ইমিনা বলেছেন: "আমি চোখ ছুঁয়ে আছি, বিব্রত হবার আর কোন মুখায়ব না ভেসে উঠুক"
...
খুব আপন মনে হলো কবিতাটি কে। একরাশ মুগ্ধতা জানিয়ে গেলাম ।।

০১ লা মে, ২০১৪ রাত ১১:১৬

সকাল রয় বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন

৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩

হ্যা সৌরভ বলেছেন: এমন আপনজনের ভালোবাসার কথাচ্ছলে-
আমি অবনত মস্তকে তিরস্কার মেখে নিলাম;

আমার লাইফের সাথে অনেক মিল। ভাল লাগলো,অনেক দিন পর এমন ডীপ এক্তা কবিতা দেখলাম।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি চোখ ছুয়েঁ আছি, বিব্রত হবার আর কোন মুখায়ব না ভেসে উঠুক
আমার কোথাও-
আমার সমস্ত অহঙ্কার লুটে যাক;
পরাজিত হই, তবুও বিশ্বাস অটুট থাকুক।

চমৎকার।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

আমি সাদমান সাদিক বলেছেন: ভাল লেগেছে :)

৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৬

ফা হিম বলেছেন: বুকের ভেতর ছুরির ফলা গুড়িয়ে দিক সব-
তবুও বন্ধুর ভালবাসায় আর যেন জন্ম না নেয় অহঙ্কারী ভাইরাস!


ভালো লেগেছে।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪

মামুন রশিদ বলেছেন: ছবিটা দেখে মন ভরে গেছে । সাথে কবিতাও ভাল লেগেছে ।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মুগ্ধ!

কবিতায় ভালোলাগা জানবেন... :)

১১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি অবনত মস্তকে তিরস্কার মেখে নিলাম;
হেরে গেলাম অজান্তেই।


কবিরা কখনও হারে না !

এত দুঃখ কেন ?

০১ লা মে, ২০১৪ রাত ১১:১২

সকাল রয় বলেছেন: কবির জীবনেও ব্যর্থতা আছে।
কবির জীবনেও পরাজয় হয়। একটি কবিতা লিখতে না পারাই কবির জীবনে ব্যর্থতা

১২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
লেখায় অনেক ভালোলাগা ++

আপনার লিঙ্কের শেষ দুটো নামের বানান ঠিক করে দিন ।

ধন্যবাদ ।

০১ লা মে, ২০১৪ রাত ১১:১৫

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ

আবারো দু:খিত

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০১ লা মে, ২০১৪ রাত ১১:০২

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ মাহবুব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.