নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

পাঁচটি নদী বিভোর ঘুমে মগ্ন!

০১ লা মে, ২০১৪ রাত ১০:১০









তুমি দেখালে হাতের উল্টো পিঠে সুবর্ণ এক গ্রাম,

যেখানে পাঁচটি নদী বিভোর ঘুমে মগ্ন!

আমি বিশ্বাস করে হাত পেতে দিলাম

একটা বন্ধন হলো।

সম্পর্কের মানচিত্র তৈরি হলো-

দিন বদলের ডানায় ভর করলো বিশ্বাস আর সন্দেহ।



আমাদের দুটো হাত জুড়ে দিলে হয়ে যেত পাহাড়;

তবুও তুমি চোখ দেখালে।

তোমার চোখ যেন আয়নার মতো স্বচ্ছ এক নদী।

তাতে আমি চোখ পেতে রইলাম,

ভেসে গেলাম উত্তপ্ত স্রোতে-

চোখের কোলে ছিল স্বপ্নের ঘরবাড়ি, হাজার ইচ্ছের কলতান,

সেই সাথে অবিশ্বাসের ভাইরাস!



আমি তুলে নিলাম আমার চোখ দুটো।



তুমি চোখ দেখিয়েছিল বলে, আমিও চোখ দিয়েছিলাম।

এরপর....

একদিন তুমি হাত সরিয়ে নিলে;

চোখ ডুবল জলে, আমি চিৎকার করে ডাকলাম-

যাচ্ছো কোথায়?

সম্পর্কের পাহাড় ভেঙে যাচ্ছে যে,

তুমি বললে এমনটাই তো হবার কথা ছিল।







^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



উইলকিংসন রোড, সুসং নগর

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ রাত ১১:১৯

ঢাকাবাসী বলেছেন: ভাল।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩০

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
ঢাকাবাসী

২| ০১ লা মে, ২০১৪ রাত ১১:২৪

মামুন রশিদ বলেছেন: হায়, এমনটাই বুঝি হয় !!

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩৪

সকাল রয় বলেছেন: হয়___জীবনে চলে সব নিয়মের খেলা

৩| ০২ রা মে, ২০১৪ রাত ১২:১৮

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: এমনটাকি কভূ হতে পারে?

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৪০

সকাল রয় বলেছেন:
সম্পকে অনেক কিছই হয়। কখনো বিশ্বাস, কখনো ভয়

৪| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

তুমি চোখ দেখিয়েছিল বলে, আমিও চোখ দিয়েছিলাম।
এরপর....
একদিন তুমি হাত সরিয়ে নিলে;
চোখ ডুবল জলে, আমি চিৎকার করে ডাকলাম-
যাচ্ছো কোথায়?
সম্পর্কের পাহাড় ভেঙে যাচ্ছে যে,
তুমি বললে এমনটাই তো হবার কথা ছিল।


লাইনগুলো ভালো লাগল। প্লাস।

১১ ই মে, ২০১৪ রাত ১১:৪৩

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
মাথায় খেলা করছিল তাই লিখছিলাম।

৫| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর কবিতা। ++++




কবিতার সাথে কোন প্রকার মিল না থাকলেও কবিতাটি পড়তে গিয়ে ভারত ও বাংলাদেশের পানি সমস্যার কথা মনে পড়ে গেল।

১১ ই মে, ২০১৪ রাত ১১:৪৪

সকাল রয় বলেছেন: হুম
সমস্যা আর সমস্যা

৬| ০২ রা মে, ২০১৪ রাত ১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রথম স্তবকটা দুর্দান্ত +++

আমি বিশ্বাস করে হাত পেতে দিলাম
একটা বন্ধন হলো।
সম্পর্কের মানচিত্র তৈরি হলো-

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

সকাল রয় বলেছেন: সম্পর্ক খুব আশ্চর্য জিনিস

যতবার লিখি ততবার ভাবি

ধন্যবাদ

৭| ০২ রা মে, ২০১৪ রাত ২:৩৪

নিশাত তাসনিম বলেছেন: এতো ভালো সম্পর্কটা ভাঙল কেন? না ভাঙলে কি হতোনা ?

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

সকাল রয় বলেছেন:
ভাঙ্গবে বলেই তো এতো প্রেম ছিল।


ধন্যবাদ ভাই

৮| ০২ রা মে, ২০১৪ সকাল ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,



আপনার কবিতার হাত বেশ ভালো । আগেও দেখেছি । "ভাব"কে শব্দের গাঁথুনিতে গেঁথে তোলায় মুন্সীয়ানা আছে ।

এখানেও তেমন করে গেঁথেছেন । কিন্তু ভাবের কথাই যদি আসে তবে একটু খটকা থেকে গেলো । মনে কিছু না করলে অনুমতি নিয়ে বলি --

প্রথম স্তবকে ........আমি বিশ্বাস করে হাত পেতে দিলাম
একটা বন্ধন হলো।
সম্পর্কের মানচিত্র তৈরি হলো-
এই লাইনে যে ভাব ফুঁটে উঠেছে সেখানে এর পরবর্তী লাইনেই লিখেছেন -
দিন বদলের ডানায় ভর করলো বিশ্বাস আর সন্দেহ।

সন্দেহ করাটাকে মেলাতে পারছিনে এখানে । প্রথম স্তবকে তো সম্পূর্ণ সমর্পনের কথাই বলেছেন , একটা বন্ধন হলো বলেছেন,
বিশ্বাসের কথা বলেছেন , সম্পর্কের মানচিত্র তৈরী হয়ে গেছে বলেছেন ।

সেখানে সন্দেহের অবকাশ আছে কি ?

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

সকাল রয় বলেছেন: ১ম বার সমর্পণ পরের লাইনে সন্দেহ।
তবে বিশ্বাস শব্দ বাদ দিলে এমনটা মনে হতো না। সম্পর্কের ভেতর
সন্দেহ সন্দেহ খেলা চলে।

অনেক অনেক ধন্যবাদ। পরে একদিন বিস্তারিত বলবো। তবে একটা কথা না বললেই নয় দেরীতে উত্তর দিলাম বলে দু:খিত।

৯| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

সায়েম মুন বলেছেন: বেশ লাগলো। :)

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
মুন কবি

১০| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তোমার চোখ যেন আয়নার মতো স্বচ্ছ এক নদী।
তাতে আমি চোখ পেতে রইলাম,
ভেসে গেলাম উত্তপ্ত স্রোতে-
চোখের কোলে ছিল স্বপ্নের ঘরবাড়ি, হাজার ইচ্ছের কলতান,
সেই সাথে অবিশ্বাসের ভাইরাস!


এন্টিভাইরাস চাই ! বেশি ব্যস্ততা ?

অনেক ভালোলাগা, ভালো থাকুন ।

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

সকাল রয় বলেছেন:
ব্যাস্ত না থাকলে ____কি আর জবিন চলবে।
কেমন আছেন কবি?

১১| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:২৬

ফা হিম বলেছেন: তোমার চোখ যেন আয়নার মতো স্বচ্ছ এক নদী।
তাতে আমি চোখ পেতে রইলাম,
ভেসে গেলাম উত্তপ্ত স্রোতে-
চোখের কোলে ছিল স্বপ্নের ঘরবাড়ি, হাজার ইচ্ছের কলতান,
সেই সাথে অবিশ্বাসের ভাইরাস!

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ফাহিম

১২| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:০১

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো।

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

সকাল রয় বলেছেন: ধন্যবাদ

হাসান ভাই

১৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
বন্ধু

১৪| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পাঠে তৃপ্তি পেলাম।।

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

সকাল রয় বলেছেন: ধন্যবাদ দুর্জয় কবি

১৫| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখপাঠ!

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.