নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

♠ অ ধ রা ♠

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯





অধরা ঘুমিয়ে আছো
অন্ধকার ভবিষ্যত চোখের পাতায় নিয়ে।
রোজকার চাল-ডাল-তেল-নুনের মতো
চলে যাচ্ছে অমূল্য দিন।
সেফটিপিনের মতো ঝুলে গেছে অনেক কিছু
হাশ-ফাশ করা জীবনে অপমানবোধটাও মরে যাচ্ছে
বেড়ে যাচ্ছে সাহস!

বেপারোয়া চালকের মতো প্রতিবাদ,
তোমাকে বেহায়া নামে ভূষিত করেছে।
টুটি চেপে ধরতে ইচ্ছে করা, ইচ্ছেরা না বলেই
ঘুমরে মরছে, ভাষা নেই, এই যন্ত্রনায় পথ চলবার।

নিজেকেই দোষারুপ করছো
আঙ্গুল তুলে
অপরাধ এই যা! তুমি শুধু মেয়ে
চমকে যাচ্ছো মেয়েরা ধর্ষিতা হলে মৃত্যুদন্ডপ্রাপ্ত হয় বলে।

ভয় নেই অধরা!
অমর তো নও, নাগরিক যন্ত্রনার হাওয়া তোমারও প্রাপ্র্য ছিল।
তার বেড়াজালে তুমিই বা বাদ যাবে কেন?
ক’জন্ম সাধনা করলে বলো নারী হওয়া যায়?
তুমি তো আর্শিবাদিনী।
মুঢ় পুরুষের জন্য না হয় থাকুক ক্ষমা

অধরা ঘুমিয়ে আছো?
এভাবেই অমরত্ম আঁধার বুকে জড়িয়ে।




♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
রচনাকাল ।। জানুয়ারী দুই হাজার পনের খ্রি:।।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

স্বদেশ হাসনাইন বলেছেন: রোজকার তেল নুনের মত
কিংবা সেইফটি পিনের মত

প্রতিটি উপমাই যথাযথ

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

সকাল রয় বলেছেন: ধন্যবাদ কবি। রোজকার তেল নুনের মতো চলছে জীবন

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বদেশ হাসনাইন বলেছেন: রোজকার তেল নুনের মত
কিংবা সেইফটি পিনের মত

প্রতিটি উপমাই যথাযথ
একমত :)
ভালো লাগল।
শুভ কামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন দিশেহারা

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

সকাল রয় বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ
হাসান ভাই

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার লেখনী , ভাললাগা +++++++++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ কবি মাসুদ

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

দর্পণ বলেছেন: বাহ

চমৎকার

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ দর্পন ভাই

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন।

৩য় ভাল লাগা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কবি

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা জানবেন কবি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ অভি কবি

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৭

নয়ন কিংবা আসিফ বলেছেন: কবিতা ভালো লেগেছে।

"ঘুমরে" বানানটা মনে হয় "গুমরে" হবে। আমি নিজেও সন্দিহান ছিলাম তাই একটু অভিধান ঘেটে নিলাম।

http://www.ebangladictionary.org/13906

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: একজন নারী বারবার ধর্ষিত হয়, তবুও আমরা চুপ। জেগে উঠার কোন তাড়না আমাদের নেই। এটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে হচ্ছে নাকি আমাদের ধর্ষিত বিবেকের জন্য হচ্ছে জানি না। কবিতা খুব ভালো লাগলো সকাল দা। দারুণ লিখেছেন। কবিতার পঙক্তিমালায় অনুভূতির ছোঁয়াটা বেশ স্পর্শ করে গেলো।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৮

আবুল হায়াত রকি বলেছেন: ভালো লাগলো ।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৭

লাবনী আক্তার বলেছেন: অনেক সুন্দর লিখেছেন দাদা।


অনেক ভালোলাগা রইল।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ লিখেছেন দাদা---- অনেক অনেক মুগ্ধতা রেখে গেলাম

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

ইমিনা বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম। অসাধারন লিখেছেন

শুভকামনা।।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

শাহ আজিজ বলেছেন: ভয় নেই অধরা!-------শেষের লাইনগুলোতে পারম্পরিক যুথবদ্ধতা আছে-----ভাল লাগলো ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আজিজ ভাই

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো। চমৎকার লিখেছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তাহসিনুল

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫

সোহেল মাহমুদ বলেছেন:
চমৎকার++্

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

ডট কম ০০৯ বলেছেন: চমৎকার লিখেছেন দাদা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ

ভাইয়া

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার কবিতা সকাল দা।

কবিতায় ষষ্ঠ ভালো লাগা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

আবু শাকিল বলেছেন: অনেক ভাল লেগেছে কবি ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভাই ভালো থাকবেন

২০| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৪

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লাগলো । +++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.