নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
বহুদিন বাদে তোমার ফোনকল
ভীড় ব্যস্ততায় মণি মেলায় হাঁটছিলাম
আমার পকেট ছাড়িয়ে সেলফোনটার আর্তনাদ
ভাবিনি আবার কখনো মনে পড়বে আমার কথা
কি এক অবেলায় কাঙ্খিত অবহেলায়-
মনে পড়লো আমায়;
পাশে তখন পঙ্গপালের দল ছুটছে,
তুমি ভেবেছিলে হয়তোবা আমি আছি কোন এক জলসায়
আমার ভাবনায় দেবশিশু কোলে নিয়ে তুমি যে নিরালায়
জানতে চাইলাম ক্যামন আছো?
তুমি শশব্যস্ত! যেন অনেক কাজের তাড়া
জানিনা কি ভেবে আজ আমায় মনে করলে।
আমি তো শুয়ে ছিলাম অজগরের মতো-
কেন হঠাৎ অগ্নিবাণ ছুড়লে?
তোমার তো ছিলনা কোন দায়ভার কিংবা ঘরে ফেরার আকুলতা
তবুও তুমি ছুঁয়ে ছিলে হাত;
আমি নই পরশপাথর তবুও ফলে ছিলো স্বপ্নফসল
ভুলে ছিলাম মন্ত্রমুগ্ধের মতো।
আজ বহুদিন বাদে মনে পড়ছে সব
বহুদিন বাদে তোমার ফোনকল।
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ লিলু
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৮
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় মুগ্ধতা ।+++
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬
সকাল রয় বলেছেন: ধন্যবাদ কলম দা
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা রইলো!
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ অভিকবি
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতা ভালো লাগলো সকাল দা। দেখি না কেন ঠিক মতো?
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
সকাল রয় বলেছেন:
আসলে ঠিক কবিতা নয় কথকথা
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮
হাসান মাহবুব বলেছেন: ভালোই।
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯
তুষার কাব্য বলেছেন: ভালোলাগা কবিতায় ...
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৩
নিলু বলেছেন: লিখে যান