নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

পুড়ে যাচ্ছে মানচিত্র

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৮




দাউ দাউ করে পুড়ে যাচ্ছে মানচিত্র
লাল রক্তের ছোপ ছাপ দাগে ছেঁয়ে যাচ্ছে হাসপাতালের বেড
চাঁপা কান্নার আগুনে পুড়ে যাচ্ছে স্বপ্ন, একমাত্র অবলম্বন,
দানবিক আগুনে পুড়ে যাচ্ছে মানবতা ও মনুষ্যত্ব
শুধু আগুন লাগছে না পিশাচতন্ত্রের গায়

গণতন্ত্র ধর্ষিতা হয়ে ঘুড়ে বেড়াচ্ছে এখানে-ওখানে
মৃত্যুর সংখ্যা যখন পঞ্চাশে পৌছে গেছে তখনও নির্লিপ্ত ওরা-
তেল টাকমাথায় ভাষণে বলছে, মানুষ পোড়া আজকাল বিচ্ছিন্ন ঘটনা মাত্র
অপরাধবোধের খাতায় রোজকার দিনের মতো গুনে যাচ্ছি মৃতদের সংখ্যা
কোন ভাবান্তর নেই, পিশাচ হয়ে উঠেছে ক্ষমতার রাজপথ

মানুষ পোড়া গন্ধ টিভিস্ক্রিন থেকে লাফিয়ে নামছে...
কফি কাপে চুপচাপ গিলে নিচ্ছে কেউ কেউ,
কেউবা আবার "চলছেই-চলবে" বলে স্লোগানে নিজেকে দানব করে তুলেছে
অবলীলায় পঙ্গুত্ব কিংবা ভৌতিক মুখদর্পন উপহার পেয়ে যাচ্ছে-
নিম্নশ্রেণীর পেটেভাতে থাকা আমার ভাই-বোনেরা।
কোন আপোষ নেই-
খিদে ক্ষমতার লোভে রক্তের ড্রেনে পড়ে কুকুর সাতার কাটছে
উঠে আসবার নাম নেই,

দাউ দাউ করে জ্বলে যাচ্ছে মানচিত্র
গণতন্ত্র ধর্ষিতা হয়ে ঘুড়ে বেড়াচ্ছে এখানে-ওখানে।



:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

নিলু বলেছেন: পুড়তে পুড়তে যা থাকে , লিখে যান

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

সকাল রয় বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
গণতন্ত্র ধর্ষিতা হয়ে ঘুড়ে বেড়াচ্ছে এখানে-ওখানে
মৃত্যুর সংখ্যা যখন পঞ্চাশে পৌছে গেছে তখনও নির্লিপ্ত ওরা



!!!!!!!!!!!!!!

ভালোলাগা জানবেন। ++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। গ্রানমা

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

অন্ধবিন্দু বলেছেন:
হা, সকাল। বিচ্ছিন্ন ঘটনা মাত্র। ছিন্ন-ভিন্ন-রক্তাক্ত ...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

সকাল রয় বলেছেন: কি আর করা?

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: দাউ দাউ করে জ্বলে যাচ্ছে মানচিত্র
গণতন্ত্র ধর্ষিতা হয়ে ঘুড়ে বেড়াচ্ছে এখানে-ওখানে।


যথার্থ চিত্রই এঁকেছেন। এমন গণতন্ত্র থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। মানুষ পুড়ে ছাই হচ্ছে, তবুও তারা বলছে বিচ্ছিন্ন ঘটনা। তাই আপনি যথার্থই বলেছেন পিশাচতন্ত্র। খুব ভালো লাগলো কবিতা। কষ্টের চিত্রে কষ্টে ভরা।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

শায়মা বলেছেন: :(


মানচিত্র পুড়াপুড়ি আর ভালো লাগেনা।:(

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: খুব ভালো লাগলো দাদা। বর্তমান অবস্থার বাস্তব প্রতিচ্ছবি। কবে যে অবস্থার উন্নতি হবে, কবে যে শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে! প্লাস দিলাম।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার কবিতা সকাল দা :)


মানুষ পোড়া গন্ধ টিভিস্ক্রিন থেকে লাফিয়ে নামছে...
কফি কাপে চুপচাপ গিলে নিচ্ছে কেউ কেউ



কবিতায় ভালো লাগা রইল :)


শুভকামনা অগুণিত :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: সমসাময়িক কবিতায় ভালো লাগা রইলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: নিদারুন বাস্তবতা । ভাল লিখেছেন কবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.