নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

মুক্তকথা: এপিঠ-ওপিঠ

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৩



:: এপিঠ ::
আকাশ ভর্তি মেঘ কোন তারা নেই, কাচের মতো জোছনা; যেদিকে তাকাই জোছনার থই থই আহ্লাদ, ডুব দিতে ইচ্ছে করে জোছনার সমুদ্রে, আহা! কত রুপ বাংলার আকাশে জমিনে।
জীবন খাতার পাতার ভাজে একটুস করে মনে পড়ে গেল নিশির’ কথা। না জেনে বুঝেই, না দেখেই বলে ফেলেছিল ভালোবাসি.. মেয়ের কত বোকা হয়!
কি এক অদৃশ্য আকর্ষণে ভালোবেসে ফেললো চাল-চুলোহীন ভবঘুরেকে। যদিও সেটা আবেগে ছিল তবুও প্রথম ভালোবাসা তো..
আহা!! সেসব কথা মনে হলে মনটা ক্যামন ক্যামন করে।



:: ও পিঠ ::
আকাশে অনেক জোস্না, জানালার ধারে বসে থেকে সেই কতক্ষণ ধরে দেখছি, ইচ্ছে করে এখন পরি হয়ে যাই উড়ে বেড়াই না জানা নগরীতে আহা! ডানা থাকলে কেমন হতো এখন!
বসে থেকে থেকে হঠাৎ মনে পড়ে গেল নিরবের কথা। সরল বৃক্ষ এক এমন ভাবে কথা বলে একেবারে বেধে ফেলতে ইচ্ছে হয়, পরখ করে দেখবার জন্য ভালোবাসি বলে ফেললাম, যদিও বলবার মতো কিছু নেই তার। ছেলেরা খুব হ্যাংলাটে হয় তাই না!
দেখলাম আবেগ তার কপোল চুইয়ে পড়ছে। আহা! প্রথম ভালোবাসায় প্রথম আঘাত!
সেসব দিনের কথা মনে হলে মনটা ক্যামন জানি করে উঠে।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:১০

সুমন কর বলেছেন: এপিঠ-ওপিঠ-দু'টোই ভালো লাগল।


মেয়ের কত বোকা হয়! < মেয়েরা

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:২১

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
নেট এ
বানান শুদ্ধ করা নিয়ে ঝামেলায় আছি

২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: দুপিঠই চমৎকার হইছে। দারুন মুক্তগদ্য। :)

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৫

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।
ভালো থাকুন

৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: এপিঠ, ওপিঠ দুটোই ভালো লাগল।

পোস্টে দ্বিতীয় ভালো লাগা।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১১

সকাল রয় বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাই

৪| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১২

সকাল রয় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

৫| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: হ্যাংলাটে আর বোকাটে। হয়তো মানাত ভাল!

৬| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

৭| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেকদিন পর লিখলেন, ভালো লেগেছে। আকাশ জুড়ে মেঘ সাথে জোছনা, একটু কেমন হয়ে গেল না?

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৩

সকাল রয় বলেছেন: রাতের বেলায় চাদ-মেঘ-জোছনা

৮| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৮

ইমরান নিলয় বলেছেন: লিখেন লিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.