নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
পরান চক্রবর্তী ত্রিচক্রযান হইতে নামিয়াই দেখিলেন চন্ডিমন্ডপের বারান্দায় এক দঙ্গল মানুষের জটলা। ভাবিলেন আজ হরিবাসরের জন্যই হয়তোবা জটলা জমিয়াছে। কাছাকাছি আসিতেই দেখিলেন শুধু জটলা নয়, রীতিমতো শোরগোল শোনা যাইতেছে। কাহাকে যেন এক হাত ভাজিয়া নেবার আয়োজন চলিতেছে। জটলা ঠেলিয়া একেবার মধ্যিখানে গিয়া উপস্থিত হইলেন তিনি। সকলেই তাহাকে ঘিরিয়া ধরিলো। তিনি কিছু বলিবার পূর্বেই গ্রামের পুরোহিত পার্টির সম্পাদক বলরাম চক্রবর্তী বলিতে লাগিলো, এ গ্রামে তো আর থাকা যাইবে না পরান, ঘোর কলিকালের নরক হইয়া উঠিয়াছে ক্রমশই। তুমি যেহেতু পুরোহিত পার্টির সভাপতি সেহেতু তোমাকেই এই পামরের জন্য কঠিন শাস্তির বিধান করিতে হইবে?
শান্তির কথা শুনিলেই পরানের বুকটা ঢিব ঢিব করিয়া উঠে। সে খানিকটা পড়ালেখা জানা মানুষ। ইহাদের বর্বর শাস্তি ঠিক মানিয়া লইতে পারে না সে কিন্তু কিছু তো একটা করিতে হইবে। অতঃপর পরান হাত উঁচু করিয়া সকলকে থামাইয়া কহিলেন ব্যাপারখানা কি হইয়াছে? আগে আদ্যোপান্ত শুনি, তাহার পর না হয় বিধান একটা করিব। মাঝি অপরামাল যাহা বলিলো তাহা এইরুপ, দাস পাড়ার ‘কালি’ ওবেলা শেখ সাহেবের বাড়ি হইতে নেমনতন্নের ভান করিয়া পেট পুড়িয়া আহার করিয়া আসিয়াছে। শুধু তো মুসলমানের হাতের রান্না নয়, একেবারে গোমাংস ভক্ষণ করিয়া আসিয়াছে। কথা শেষ হইবার আগেই দাস পাড়ার একাংশ বলিয়া উঠিলো, কালি ভুল করিয়া না বুঝিয়া, না জানিয়া এই কার্য করিয়াছে। ইহাতে উহার কোন অপরাধ নাই, তাছাড়া গঙ্গায় স্নান সারিয়া গড়পারে প্রণাম সে করিয়াছে, প্রায়শ্চিত করিবে।
হট্টগোল বাড়িয়া গেলো, ঠাকুরপাড়ার সকলেই সমস্বরে বলিতে লাগিলো, এ ঘোর অন্যায়, মুসলমানের বাড়িতে আহারাদি করাটাই তো অন্যায়, কালির জাত চলিয়া গিয়াছে। কালির আর এ পাড়ায় থাকা যাইবে না। যদি নিতান্তই হিন্দু হইয়া থাকিতে চায় তাহা হইলে অন্য পাড়ায় গিয়া সে থাকুক গে, কিন্তু এ পাড়ায় এই অনাচারির স্থান মিলিবে না।
এদের বক্তব্য শুনিয়া পরান কি বলিবে ঠিক বুঝিয়া উঠিতে পারিল না। কিন্তু কিছু একটা তো বলিতে হইবে। পরান এ গ্রামের প্রথম বি.এ পাশ শিক্ষার্থী এবং গ্রামের ইশকুলের প্রধান শিক্ষক হবার সুবাদে তাহার সিদ্ধান্তের উপর সকলেরই একটা আস্থা রহিয়াছে। তবে কালিকে গ্রামে রাখিলে তাহাকে যে চক্রবর্তীরা এই গ্রাম ছাড়া করিবে এটা সুর্যের ন্যায় সত্যি। কিছুক্ষণ নির্লিপ্ত থাকিয়া পরান কহিলো, কালি যা করিয়াছে সেটা অন্যায় এবং অনাচার এই অপকর্মের জন্য ঈশ্বর কালিকে ছাড়িয়া গিয়াছে। অতএব কালিকে এই গ্রাম ছাড়িতে হইবে কিন্তু তাহার পূর্বে কালিকে আত্মপক্ষ সমর্থনের একখানা সুযোগ দেওয়া হইল। তাহার যদি কিছু বলিবার থাকে সে বলিতে পারে।
কালি এতক্ষণ মাথা নিচু করিয়া নিশ্চুপ বসিয়াছিলো। সকলে যখন তাহাকে কিছু বলিবার জন্য ডাকিতে লাগিলো তখন উঠিয়া দাঁড়াইয়া কাঁপা কাঁপা কন্ঠে বলিল, পাড়া শুদ্ধ লোক এত যে অপকর্ম করিয়া বেড়াইতেছে তাহাতে যখন ঈশ্বর মাথার উপর হইতে চলিয়া যায় নাই।তাহা হইলে এই কালির মাথার উপর হইতেও যাইবে না আর গোভক্ষণ করিবার অপরাধে ঈশ্বর যদি চলিয়া যায়, চলিয়া যাক! অমন ঈশ্বরের আমার দরকার নাই। ঈশ্বর না থাকিলেও কালির জীবন চলিবে।
কথা শেষ হইতেই সকলেই রা-রা করিয়া উঠিল।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৫
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা
২| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৫
শায়মা বলেছেন: একেবারেই শরৎচন্দ্রের মত লেখা।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৬
সকাল রয় বলেছেন: সবাই তো দারুন দারুন সব লিখছে____
আমি পরিশেষে উল্টেরথে উঠে পড়লুম______
কথায় আছে না ওল্ড ইস গোল্ড____
৩| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৮
শায়মা বলেছেন: ঠিক তাই।
সাধুভাষায় লেখার একটা অন্য রকম সৌন্দর্য্য আছে।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫
সকাল রয় বলেছেন: এটাই তো চেষ্টা করছি____
৪| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: গুড গুড!
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫২
সকাল রয় বলেছেন: চেষ্টা চলিতেছে
৫| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,
পাঠ করিতে গিয়া পুরাতন অন্নের সোয়াদ পাইলাম । ব্লগার শায়মার কথা যথার্থ বলিয়াই প্রতীয়মান হইতেছে ।
পাড়া শুদ্ধ লোক এত যে অপকর্ম করিয়া বেড়াইতেছে তাহাতে যখন ঈশ্বর মাথার উপর হইতে চলিয়া যায় নাই।তাহা হইলে এই কালির মাথার উপর হইতেও যাইবে না..........
গল্পের এই কিয়দংশ তুলিয়া ধরিয়া বলিতে চাহি, কালি জীবনের শ্রেষ্ঠতম একটি সত্যোদ্ঘাটন করিয়া ফেলিয়াছে ।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৫
সকাল রয় বলেছেন: প্রথমে ভেবেছিলাম এই গল্পটা দিয়ে একটা উপন্যাস লিখবো। তারপর ভাবলাম সেটা অনেক দুস্কর। ব্যকরণ আর বানান বিষয়টা বেশ ভোগাবে তার পর একটু ভুল হলেই পুরো উপন্যাসটাই বরবাদ হয়ে যাবে। তারচে বড় কথা কোন প্রকাশক তো দুরের কথা কোন অনলাইন পত্রিকাই এই সাধুভাষার উপন্যাস নেবে না। সে কারনে হলো না। তবে ভবিষ্যতে লিখবো সাধু ভাষায় উপন্যাস।
পুরোনোকে তুলে আনবো
৬| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যারা বেশী অন্যায় করে পরের তুচ্ছ অন্যায় নিয়েই তারা বেশী হইচই করে , কথায় আছে চোরের মার বড় গলা।
২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
সকাল রয় বলেছেন: ধন্যবাদ তনিমা ____
দেশটা বর্তমানে এভাবেই যাচ্ছে___
কি আর করা
৭| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১
আরমানউজ্জামান বলেছেন: শুধুমাত্র আপনার পোস্ট এ একখানা মন্তব্য করিবার জন্য বহুদিন পর সামুতে আসা হইল। আপনার লেখাটি পড়িয়া খুব ভালো লাগিয়া গেল। এমন ছোট গল্প বহু দিন পড়া হয় না সকাল দা।
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৬
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গল্পকার____ আগের সেই সময় আর নাই যে কারনে আর লিখিতে পারিনা। তবে মাঝে মাঝে চেষ্টা করি। বড় গল্পটাকে টেনেটুনে ছোট করিয়া লিখিলাম আর কি।
আবার লিখতে চাই এইবার সময় হইলেই হয়।
৮| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৪
এস কাজী বলেছেন: শরৎচন্দ্রের কথা মনে পড়ে গেল। সাধু রীতিতে গল্প লিখা একখানি কঠিনতম কর্ম। সেই কর্মখানি আপনি অত্যন্ত দক্ষতার সহিত সাধন করিয়াছেন
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৪
সকাল রয় বলেছেন: পরবর্তীতে পুনরায় লিখিতে চাই____ দেখা যাক সময় হইলেই হয়
ধন্যবাদ রহিল
৯| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনার গল্পটিতে একেবারে আদ্যিকালের স্বাদ পাইলাম।তবে মনে হইল যেন মনের মধ্যে খানিক কথা অর্থাৎ খানিক গল্প রাখিয়াই সমাপ্তি ঘটাইয়াছেন।তারপর কালির ভাগ্যে কি ঘটিল তাহা জানিতে বড় ইচ্ছা করিতেছে।
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২২
সকাল রয় বলেছেন: কালির ভাগ্যে কি হইলো তা নিয়া যেন আগামীতে লিখিতে পারি সেই জন্যই তো এই ব্যবস্থা। তা যাহাই হউক পরবর্তীতে লিখিবার আশা রাখিলাম যদি কিনা একটু সুস্থ্য হইয়া ফিরিয়া আসিতে পারি।
১০| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৮
আহসানের ব্লগ বলেছেন: সুন্দর ।
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২১
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
১১| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৩
আমি মিন্টু বলেছেন: ভাল হয়ছে
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০
সকাল রয় বলেছেন: ধন্যবাদ ___ ভালো থাকুন
১২| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬
জুন বলেছেন: ভালোলাগলো সকাল । শরৎ বাবুর পল্লী সমাজের কথা মনে পড়লো । তখন কার দিনে চন্ডী মন্ডপে বসিয়া তাহাদিগের আর কিইবা করার ছিল কউ ?
+
২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
সকাল রয় বলেছেন: তা ঠিকই বলিয়াছেন আপনি। এখনো কিন্তু এইরূপে আলোচনাই চলে তবে আগের চেয়ে উগ্রতা কিছুটা কমিয়াছে।
অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে এখানে পেয়ে ভালো লাগলো।
১৩| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫
দৃষ্টিসীমানা বলেছেন: পড়তে পড়তে মনে হল শরৎ সময়ে চলে গেলাম । মূলকথাটির উপস্থাপণ অসাধারন ।
২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা___
মাঝে মাঝে লিখিয়া ফেলিবো, মাঝে সাঝে পড়িবেন
১৪| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮
ভিটামিন সি বলেছেন: পড়লে তো দেখি মজাই লাগে। আর আপনি লিখে যান না কেরে? লেখুইন। সাধু ভাষা হলেও শব্দ চয়ন ও বাক্য গঠনের রীতিতো ভালোই মেনে চলেছেন।
২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
সকাল রয় বলেছেন: মাঝে মাঝে লিখি তবে লিখিতে হেভি পরিশ্রম হইতো সেই জন্যই কম কম লিখি____
অনেক অনেক ধন্যবাদ_____
১৫| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৯
সুমন কর বলেছেন: পুরনো ধাঁচের লেখা। চমৎকার লাগিল।
ভালো লাগা জানাইয়া গেলুম।
২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
সকাল রয় বলেছেন: ধন্যবাদ কবি___
আবার আসিবেন। আবার লিখিব।
১৬| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: সাধু ভাষায় কেন?
গল্পও বেশ সাধু হয়েছে।
সাধু সাধু
২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৪
সকাল রয় বলেছেন: মাঝে মাঝে পুরোনো ভাষা থেকে ঘুরে আসতে ভালো লাগে____
অনেক অনেক ধন্যবাদ______
১৭| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: শরৎবাবুর সময়কালে ব্লগি বলিয়া কোন জিনিষ ছিল বলিয়াতো মনে করিতে পারিতেছিনা! আমি কি সময় যন্ত্রে চড়িয়ে ভ্রম বশত..পিছনে চলিয়া আসিলাম! এইরকম বোধ করার হেতু খুজিযা না পাইলেও অনুভবে তাহাই বোধ করিলাম
ভাল ভাল ওল্ড ইজ গোল্ড! তবে আশংকা হয় ডিজিটাল জেনারেশনা না আপনাকে যাদুঘরে সংরক্ষনের নিমিত্তে উদৌগ গ্রহন করে!!
২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৭
সকাল রয় বলেছেন: শরৎ বাবুর সময় ব্লগিং ছিলো না ভাবিয়া দেখিলাম সেই সাধুভাষাটাই ব্যবহার করিয়াই লেখা যাক____দেখিইনা কেমন হয়
যাদুঘরে অনেক ভালো ভালো জিনিস থাকে___আমাদের সাধুভাষাটাও তেমনি রহিবে_____
১৮| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪২
মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগল।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৮
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৯| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৯
জেন রসি বলেছেন: গল্প পড়ে লালনের কথাই বলতে ইচ্ছে করছে,
সত্য কাজে কেউ নয় রাজী
সবই দেখি.......
গল্প ভালো লেগেছে।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯
সকাল রয় বলেছেন: সবি দেখি তা না না না____
তারপরও সমাজ এইসব কাজে থেমে নেই____ ধন্যবাদ
২০| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৪
হাসান মাহবুব বলেছেন: অন্যরকম স্বাদ পেলাম। ভালো লাগলো।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০০
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই____
২১| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭
সোমহেপি বলেছেন: এতটুকুন আমি ফেবুতেই পড়েছিলাম । এর শেষ কোখায় ?
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০১
সকাল রয় বলেছেন: এর শেষ লেখিতে গেলে তো উপন্যাস হইয়া যাইবে
তাই আপাতত এটুকুই
পরে উপন্যাস লিখিবো
২২| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৮
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: থটটা বেশ ।
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৪
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ