নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
তিনি কবি,
দেয়ালে টাঙ্গিয়ে সাদাকাগজ-
তাতে এঁকেছেন কিছু ছবি
শব্দকে জব্দ করে প্লেটে তুলে দিচ্ছেন
প্রায় কিছু খাবার।
ভালো চেনা-জানা আছে, ব্যাস এটুকুই
তারকাঁটাকে তার বানাতে মিস্ত্রির প্রয়োজন নেই
শুধু একটা হাঁতুড়ি হলেই হবে
চারদিকে এতো ভালোর জয়জয়কার যে,
বোঝাই যাচ্ছেনা মলাটে মলাটে কতো কারচুপি।
তিনি কবি,
সব কিছুতেই ম্যাজিকের মতো রেখে মিল,
গগণের ওপাড়ে ছুঁড়ে দেন কল্পনার ঢিল
দুটো লাইন জেগে থাকে আজীবন-
বাকী সব শূন্যস্থান পূরণ মাত্র!
আকাঙ্খা গুলো, মেখেছে ধূলো,
ওরাও ক্লান্ত!
যাচ্ছে দিন, বাজিয়ে অনর্থবীন
পেইড রাইটারের তকমায় সব সাময়ীকির পাতাই আজ শান্ত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
পথে-ঘাটে বলেছেন: ভাল লাগা রইল কবি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ
বসন্ত শুভেচ্ছা
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: চারদিকে এতো ভালোর জয়জয়কার যে,
বোঝাই যাচ্ছেনা মলাটে মলাটে কতো কারচুপি।
চমৎকার হয়েছে। +।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি
বসন্ত শুভেচ্ছা
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তিনি কবি,
সব কিছুতেই ম্যাজিকের মতো রেখে মিল,
গগণের ওপাড়ে ছুঁড়ে দেন কল্পনার ঢিল।
ভালো লাগলো কবি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
সকাল রয় বলেছেন: হুম
তিনি
কবি
____
ভালো থাকুন
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
আরণ্যক রাখাল বলেছেন: তবুও পেইড রাইটার প্রয়োজন। সখের সাহিত্যিক দিয়ে কি সাহিত্য ক্ষুধা মিটে?
যেমনই হোক, ওরা লেখালেখিকেই জীবন হিসেবে নিয়েছেন।
কবিতাটা ভাল লেগেছে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
সকাল রয় বলেছেন: তবে সাহিত্যিক হয়েই অনেক ভালো লেখক বানিজ্যিক হয়েছেন সেগুলো কিন্তু পড়তে ভালো লাগে। বারবার পড়া যায়। মনে থাকে। কিন্তু বানিজ্যিক হবার উদ্দেশ্যে সাহিত্যিক যারা হয়ে যায় তাদের বই কিন্তু একবার পড়ে আর পড়া হয় না। টানে না। যেমন বইমেলায় অনেক বই ই পরের বছর খুজে পাওয়া যায়না। কারন পাঠক সেটা আর খুজেই না। মনে হয় যেন পড়া হয়ে গিয়েছ...
লেখালেখিই জীবন তবে সেটা লেখনির গুনে। শুধু দৈনিকে লিখলাম আর ঝালমুড়িওয়ালা তা মুড়ির মতো ব্যবহার করলো সেটা সাহিত্য জীবন হয় না।
অনেক অনেক ধন্যবাদ। কিছু বলে ফেললাম। কিছু মনে করবেন না। ভালো থাকুন।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
গেম চেঞ্জার বলেছেন: পেইড রাইটার হলেও ভাল ভাল আইডিয়া তো লিখন শক্তিতে ফুটিয়ে তুলতে তাঁরা পারছেন। এটাই স্বার্থকতা। আপনার কবিতাও ভাল। (+)
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
সকাল রয় বলেছেন: হ্যা অনেকেই ভালো লিখছেন আজকাল
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
আবু শাকিল বলেছেন: কবির অনেক আক্ষেপ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
সকাল রয় বলেছেন: হা হা হা
একসময় এর জন্য
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার কবিতা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
আলোরিকা বলেছেন: পেইড রাইটারের আদ্যপান্ত ভাল লেগেছে
' পেইড রাইটারের তকমায় সব সাময়ীকির পাতাই আজ শান্ত।' - ভালই তো
০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭
অগ্নি সারথি বলেছেন: তিনি কবি,
সব কিছুতেই ম্যাজিকের মতো রেখে মিল,
গগণের ওপাড়ে ছুঁড়ে দেন কল্পনার ঢিল
দুটো লাইন জেগে থাকে আজীবন-
বাকী সব শূন্যস্থান পূরণ মাত্র!
আকাঙ্খা গুলো, মেখেছে ধূলো,
ওরাও ক্লান্ত! - তবু তিনি কবি। ভাললাগা।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬
সকাল রয় বলেছেন:
তবুও তিনি কবি
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
হাসান মাহবুব বলেছেন: প্রচ্ছন্ন খোঁচামাত্রিকতা। ভালো লাগলো।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৭
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই । ভালো থাকুন
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: আক্ষেপ কবিতার শরীরজুড়ে। চমৎকার।
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৮
সকাল রয় বলেছেন: আমার এইরকম কবি মার্কা কবিতা অনেকগুলো...
শুধুই আক্ষেপে ভরা
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
বিজন রয় বলেছেন: কবিত্বের শূণ্যস্থান পূরণ করেছেন।
ভাল লাগল। +++++।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৭
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪০
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
হামিদ আহসান বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ........
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন
১৬| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
আহমাদ মাগফুর বলেছেন: একটা বস্তিারিত পোস্ট হউক সকালদা!
কবি কত প্রকার ও কি কি?
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬
সকাল রয় বলেছেন: লিখবো অচিরেই একদিন___
১৭| ২২ শে জুন, ২০১৬ সকাল ৭:০৪
কালনী নদী বলেছেন: বদমায়েস না হইলেই হইছে, তবুওতো তিনি কবি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩
সকাল রয় বলেছেন: হুম সেটাই
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কবিতা । ভাল লেগেছে । তিনি কবি !!