নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

♦ কলরবহীন কোবেতে ♦

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪




একটি ফুলের জন্য যুদ্ধ করিনা,
একটি মিথ্যের জন্য যুদ্ধ করি;
শত মিথ্যের জন্য যুদ্ধ করি।
দেয়াল বেয়ে উঠিনা
দেয়ালটাই পিঠের সাথে-
বেঁধে নিয়ে ঘুরি...

যুদ্ধ করি একটি পাশবালিশের জন্য
কিংবা একটা শরীরের জন্য
যুদ্ধ করি পাপ কিনে নেবার জন্য, যুদ্ধ করি আরেকটা যুদ্ধের জন্য।


পুকুর কিংবা নদী সমুদ্র চুরি করিনা
পুরো মহাসাগর চুরি করি, পাহাড়-পর্বত চুরি করি
কিংবা পুরো পৃথিবীটাই...

ক্ষত শরীর বেয়ে উঠেনা, শরীরে ক্ষত নিয়ে ঘুরি
চুরি করি মানুষ কিংবা পুরো মনুষ্যত্ব
চুরি করি অভ্যেস, চুরি করি মহত্ব।


যুদ্ধ হোক মানবতার পথে সত্যের দূর্বাঘাসের জন্য
চুরি হোক সকল মিথ্যে, সংঘাত ও প্রতারণার অরণ্য



♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦
রচনাকাল:
জানুয়ারী
সুসং নগর, নর্থিস্ট্রট

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৮

বিজন রয় বলেছেন: যুদ্ধ হোক মানবতার পথে সত্যের দূর্বাঘাসের জন্য
চুরি হোক সকল মিথ্যে, সংঘাত ও প্রতারণার অরন্য

ইহা একটি সকালীয় দর্শন।
অসাম।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৬

সকাল রয় বলেছেন: অনেক ধন্যারণ্য রইলো
কবি বিজয় বাবুর জন্য।

থাকুন ভালো
করে জগৎ আলো
__________
শুভযোগ

২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৮

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

সকাল রয় বলেছেন: কবিতা বলার একটা চেষ্টা আগে করতাম কিন্তু এখন করিনা
কলম-কাগজ সামনে থাকলে একটা বিজ্ঞাপন আঁকি...
এই লেখাটা তেমনি একটা বিজ্ঞাপন। মানে কোবেতে.... :)

অনেক অনেক ধন্যমুগ্ধতা রইলো

৩| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৯

কাজী মেহেদী হাসান। বলেছেন: দেয়াল বেয়ে উঠিনা
দেয়ালটাই পিঠের সাথে-
বেঁধে নিয়ে ঘুরি...

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

সকাল রয় বলেছেন: মাঝে মাঝে পুরো দুনিয়াটাই পিঠে নিয়ে ঘুরতে ইচ্ছে হয়, তবে সেটার ওজন সামলানো সম্ভব নয় বলেই হয় না।

অনেক অনেক ধন্যযোগ রইলো।

৪| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: চুরি হোক সকল মিথ্যে, সংঘাত ও প্রতারণার অরণ্য -- সুন্দর।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৭

সকাল রয় বলেছেন: একটা ক্ষীণ প্রতিবাদ করি বা সেটার একটা কল্পরুপ আঁকি
তবে সেটা হয় না।
মিথ্যে গুলো থেকেই যায় কিছুতেই দূর করা যায় না। আর সংঘাত সে-তো দুধভাত!

অনেক অনেক ধন্যযোগ সুমন কবি
থাকুন ভালো করে জগৎ আলো

৫| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: পুকুর কিংবা নদী সমুদ্র চুরি করিনা
পুরো মহাসাগর চুরি করি, পাড়ার-পর্বত চুরি করি
কিংবা পুরো পৃথিবীটাই...


এক কথায় চমৎকার।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

সকাল রয় বলেছেন: চুরি করতে করতেই তো দেশের এই হাল...
অনেক অনেক ধন্যারন্য রইলো

ভালো থাকুন

৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:
যুদ্ধ হোক মানবতার পথে সত্যের দূর্বাঘাসের জন্য
চুরি হোক সকল মিথ্যে, সংঘাত ও প্রতারণার অরণ্য

খুবই আশাবাদী কথা।

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

সকাল রয় বলেছেন: আশাবাদী হতে হতে এখন আর জীবন চলেনা :(

অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন

৭| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবিতার দর্শন অসাধারণ মনে হয়েছে। মুগ্ধতা।
পাড়ার-পর্বত=পাহাড়-পর্বত হবে কি?
ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭

সকাল রয় বলেছেন: উপকৃত হলাম। আপনার দৃষ্টিতে আমার বানান গুলো...

অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন।

৮| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫

এস বি সুমন বলেছেন: অনেক ভাল লিখেছেন

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮

সকাল রয় বলেছেন: ধন্যযোগ রহিলো..

ভালো থাকিবেন

৯| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

নাজমুস সাকিব রহমান বলেছেন: দেয়ালটাই পিঠের সাথে-
বেঁধে নিয়ে ঘুরি...

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯

সকাল রয় বলেছেন: মাঝে মাঝেই এমন হয়...

অনেক অনেক ধন্যবাদ

১০| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই

১১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৫

আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,



অনেক সুন্দর বক্তব্য ।

১২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার লিখেছেন ভালো লাগলো ধন্যবাদ অনেক..।।

১৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই আপনি কি রেসলার? নাকি ভারোত্তলক? দেয়াল পিঠে নিয়ে ঘুরে বেড়ান!!! ;) :P

১৫| ২২ শে জুন, ২০১৬ ভোর ৬:৫০

কালনী নদী বলেছেন: যুদ্ধ হোক মানবতার পথে সত্যের দূর্বাঘাসের জন্য
চুরি হোক সকল মিথ্যে, সংঘাত ও প্রতারণার অরণ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.