নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
সেদিন আকাশে মেঘ ছিলোনা। উদভ্রান্ত জোছনাও ছিলোনা। কিন্তু আকাশভরা উত্তাল নক্ষত্র ছিলো। শুক্লাষষ্ঠীর সে রাতে তনয় মজুমদারের বিয়ে হচ্ছিল ব্রজমোহন কমিউনিটি সেন্টারে। আমার জোড়াচোখ উপস্থিত না থাকলেও অদৃশ্যমনা মনচোখ উপস্থিত চিলো। বহুরঙা আলোর ঝরনা ভরা সে মঞ্চে আমার পা’ পড়েনি তবুও আমার বিচরণ ছিলো পাথর ধূলোর সেই ধূসর সমুদ্রবনে।
মানবজমিনের আশ্চর্য বন্ধনের নাম “বিয়ে”। অনেক অচেনার, অভাবনার নতুন পথ কিংবা অনেক চেনার যুগলযাত্রাও বলা যায়। মাথার সিঁথিতে সিঁদূর পড়ে, হাতে শঙ্খবন্ধনী নিয়ে যে নতুন যাত্রাটা শুরু হয় সেটা নিছক কোন খেলার জন্য নয়। আজীবন পাশে থাকার অন্ধ-বিশ্বাসের খেলা। বিয়ে শুধু সাময়িক আনন্দই দেয়না বরং একটা দায়ভারের দারুণ/নিদারুণ ভবিষ্যতও বাতলে দেয়। বাতলে দেয়া পথ তৈরি করে সামনের খুনসুটি আর মানবীয় দানবীয় দিনরাত।
সে রাতে কমলগঞ্জ নিবাসী অরুপ রতনের একমাত্র মেয়ে ‘সুগন্ধা রাই’ এর সাথে তনয়ের শুভ পরিণয় হলো। সে নক্ষত্ররাতে আমি জলহীন আত্রাখালী নদী’র ব্রীজের উপর অনেকক্ষণ অব্দি পায়চারী করেছিলাম। উত্তরাকাশের নিদারুণ নীলম তারাগুলো একটানা মধ্যকর্ণের আঙ্গিনায় সানাই বাজিয়ে যাচ্ছিলো। আমি সেই সুরে উচ্ছল পদযুদ্ধে উড়ছিলাম।
সে রাতে একরাশ অদ্ভুতানন্দ নিয়ে নিজের সাথে নিজেই খেলতে-খেলতে আকাশের পথ পাড়ি দিয়েছিলাম। শূণ্য হবার তিক্ত প্রয়াসের ক্রমবর্ধমান জীবনে আমার অনুপস্থিতি হয়তো ততটুকু ম্লান করবেনা এই চেনা জগৎকে, যতটুকু উপস্থিতিতে হয়।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কথামালা ।+
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
সকাল রয় বলেছেন: ধন্যবাদ কবি
৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০
আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,
অনেক অনেক দিন পরে দেখলুম মনে হয় । এলেন, তাও আবার বিষাদগ্রস্থ মানুষের মতো ...............
রয়কথা কি সামনেও চলবে ? সে রকম ইঙ্গিত নেই কেবল "রয়কথা-১" ছাড়া ।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
সকাল রয় বলেছেন: রয়কথা নিয়মিত লিখবো ভাবছি।
হ্যা অনেকদিন পর লেখার একটু সময় পেলাম। চলে এলাম। আমি জন্মেছিই বিষাদ নিয়ে।
ভালো আছেন তো?
৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১
সুমন কর বলেছেন: অনেক দিন পর, ব্লগে লেখা দিলেন এবং কথামালা ভালো লাগল।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কবি।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রয় কথা১ ভালো লাগল। এর পরের রয় কথার জন্য অপেক্ষমান।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
সকাল রয় বলেছেন: আশাকরছি এবার নিয়মিত হবো। অনেক অনেক ধন্যবাদ।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: বিষাদে সময়-বিষাদ কথন।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
সকাল রয় বলেছেন: বিষাদে বিষাদে বিস্বাদময়...
অনেক অনেক ধন্যবাদ।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
পার্থ তালুকদার বলেছেন: হু.. ভাল লিখেছেন ।
২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১
সকাল রয় বলেছেন: ধন্যবাদ তালুকদার সাহেব
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯
শামচুল হক বলেছেন: ভালো লাগল কথামালা।