নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

ভাবনাক্রান্ত

৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২




কী হতো একসাথে ঘর বাঁধলে?
বাড়ত যন্ত্রণার উত্তাপ!
আমার অভাব তোমার স্বভাবে আঘাত করতো, তুমি সইতে পারতে না
কথার কাটাকাটি হতো।
'আবেগ' সকালের রোদ্দুরের মতো উড়ে যেত
তুমি ক্ষ্যাপা চোখে আমাকে পুড়িয়ে দিতে চাইতে।

কী হতো একসাথে জীবনের নতুন অধ্যায় শুরু করলে?
দুটো দিন ঠোঁট চেপে অক্ষমতা সইতে,
তৃতীয় দিনে মুখের উঠোনে মন খারাপের জল ঢেলে নিজের ভাগ্যকে শাসাতে
আমি নিজেকে অপদার্থ ভাবতাম
তুমি নিজেকে হতভাগী মেয়ে ভেবে বসতে।

কী হতো বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলে?
বাসরের আমেজের বদলে আমার ভাঙা খাট দেখে তোমার কান্না পেত!
চোখ লুকোবার হাত পেতে না
কার মুখে কালি পড়ল! এ কথা আমি ভাববার আগেই,
তুমি বলতে ‘আমি আমার জীবনের অভিশাপ’।

হাতের ওপর ঘর উঠেনি। অভিশাপ তোমাকে নিতে হয়নি
তুমি এখন রাজরানী, দীর্ঘশ্বাস তোমায় ধাওয়া করেনি।
ভালো থাকার জন্যই শুধু নয়,
আজকাল সত্যিই ভালো আছ তুমি,
কেননা ভুল তো তুমি করোইনি।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

শাহ আজিজ বলেছেন: একি আনন্দময় কোন দীর্ঘশ্বাস ??

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সকাল রয় বলেছেন: গভীর দীর্ঘশ্বাসকে স্বল্প করে প্রকাশ

_____________
ধন্যবাদ কবি

২| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

শায়মা বলেছেন: আসলেই এমন ভুল করার মানে নেই।

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

সকাল রয় বলেছেন: তবুও ভুল হয়ে যায়। ভুল থেকেই তো শেখা।

৩| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা পড়ে দীর্ঘশ্বাস। অনেকের জীবনের প্রতিচ্ছবি। অনেক ভালো লিখেছেন।

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


সামুর বেশীর ভাগ কবিতা একই বিষয়ের উপর।

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সকাল রয় বলেছেন: সহি বলিয়াছেন ভ্রাতা
তবে শুধু সামু না দুনিয়ায় এই একই বিষয়ের উপর

৫| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

কথাকথিকেথিকথন বলেছেন:


কবিতার শুরুটা ব্যাতিক্রম, শেষ দিয়ে শুরু, অতঃপর শুরু দিয়ে শেষ !
প্রেম কবু নীরবে চলে কারো প্রতি অভিমান না রেখে, হৃদয়ের অভিমানে তার কী আসে যায় !

কবিতা ভাল লেগেছে ।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

সকাল রয় বলেছেন: স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে

অনেক অনেক ধন্যবাদ।

৬| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: এহন উনি আক্ষেপ করুক।
আপনি চিল(CHILL) করেন।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫

সকাল রয় বলেছেন: হু লাইফটা জাস্ট চিল...চিইল..,,

৭| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৮

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। কেমন আছেন?

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

সকাল রয় বলেছেন: ধন্যবাদ,
আপনি কেমন আছেন?

৮| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৬

কানিজ রিনা বলেছেন: প্রেম চীর শাসতো, প্রেম তো একটাই,
নিজের প্রান একটা আকাশ চন্দ্র সূর্য
পৃথিবী একটি করেই। ঠিক প্রেমও একটি।
আল্লাহ্ একজন চীর শাসতো। আল্লাহর
আরএক নাম পরম ওই একই প্রেম।
তবে ভালবাসা অনেক অসীম সেই অসীমতা
দিয়েই টিকে রাখার নাম প্রেম। যত নদীতে
ভাসো জীবনতো একটাই। প্রতি নতুন সকালের
সুর্য উঠে সেতো একটাই। নিত্য নতুন মনের
ভাবনা, মনতো একটাই জীবন শেষে সেইত
একা,একা এসেছি যেতে হবেও একা ধন্যবাদ
সুন্দর কবিতার উপস্থাপন।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

সকাল রয় বলেছেন: বানান ভুলের জীবন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.