নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
কখনো কি আমার চোখে দেখেছ, দীর্ঘ রাত্রির জাগরণ
উত্তাপময় এ দেহের আস্ফালন?
কখনো কি তোমার চোখের কোণে প্রশ্ন জেগেছে
তুমিহীন কীভাবে কাটছে এই সব দিনরাত্রি?
বুকের ভেতর দুমড়ে ওঠা একফালি শব্দ–
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...
সেই কখন থেকে তাড়িয়ে যাচ্ছে আমায়।
তুমি কি জানো না
বড় বেশি ভালোবেসে ডুবে যেতে পারি, একাদশীর চাঁদের মতো
বড় বেশি কাছে এসে মিশে যেতে পারি, রাতের মতো
যদি একটিবার শুধু ছুঁয়ে যাও অজান্তে আমায়।
কখনো কি তুমি বুঝতে পারো, আমার মোমের মতো ঠোঁটের কথা
হাজারটা শব্দ বেড়িয়ে আসতে চায় দুর্দান্ত বেগে
হাজারবার বলতে চায়–ভালোবাসি
আজন্মকাল বুকের মধ্যে রিনিঝিনি সুরে গাইতে চায়–
সূর্যের মতো ভালোবাসি তোমায়...
তুমি কি সত্যিই ভালোবাসো আমায়?
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪
সকাল রয় বলেছেন: হ্যা
সূর্যকন্যার জন্য লিখলাম
২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,
সূর্য্যের মতো ভালোবাসাবাসিতে তো পুড়ে পুড়ে অঙ্গার হতে হবে ! তারচে' রাত্রি জাগরণ ও ভালো ।
সুন্দর কবিতা ।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭
রাবেয়া রাহীম বলেছেন: কবিতা শেষ প্রশ্নটা সত্যিই কঠিন ।
কেউ কাউকে ভালোবাসে কি?
নাকি ভালোবাসা শব্দটাই নিজের প্রয়জন?
কবিতা ভাল লাগলো
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬
সকাল রয় বলেছেন: মানুষের মনের কথা যদি অনুভবে বুঝা যেতো তাহলে সহজ হতো
৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার কবিতা! খুব ভাল লিখেছেন।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন
৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন
৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪
জাহিদ অনিক বলেছেন:
বুকের ভেতর দুমড়ে ওঠা একফালি শব্দ–
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি... -- চমৎকার চমৎকার মিঃ রয়।
এই এত ভালোবাসা যার জন্য নেপথ্য নায়িকা কভু বুঝবে না জানি।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন
তবে এটা কাল্পনিক কল্প নিয়ে লেখা
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
শায়মা বলেছেন: এ দেখি এখ সূর্য্যকন্যার কবিতা !