নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
কখনো কি ভেবেছো?
নিরুদ্দেশ যাত্রীর মতো কীভাবে কাটে আমার নিঃসঙ্গ দিন
কখনো কি জানতে চেয়েছো?
আমার সূর্যপ্রদীপ দিন, কমলারঙা বিকেল,
ধোঁয়াশা সন্ধ্যেফুল
আঁচল ভরে কেন জমিয়ে রেখেছি?
তোমার ভাবনায় আমার হয়তো সামান্য কিছু স্থিতি
অথচ দেখো, আমি ভেবেই যাচ্ছি নিশিদিন-দুপুরকাল
এই যে এখন,
দূরের নাম না জানা গলি থেকে
উত্তাল সুরের প্রজাপতি উড়ে উড়ে ঘুরে ঘুরে
ঢেকে দিচ্ছে সমস্ত নগ্নপথ।
পথ পেরিয়ে সিঁড়ি বেয়ে উঠছে ডানা মেলে
ভেসে আসা সে সুর, ভাসছে ঘরময়
উড়ছে প্রজাপতিফুল, উড়ছে স্বপ্নকল্পদুল
চক্রকারে আমার চারপাশে।
অথচ দেখো, আমি ভেবে ভেবে
ভাবনার ঝিলে ভেসে যাচ্ছি- ভালোলাগার স্রোতে...
দেয়ালটা চুপি চুপি ছুড়ে দিচ্ছে শিস
আচ্ছা,
তুমি কি এ সময় ভাবছো আমায়?
০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪
জাহিদ অনিক বলেছেন:
দেয়ালটা চুপি চুপি ছুঁড়ে দিচ্ছে শিস ভালো লাগলো মিঃ রয়