নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
কোন এক নির্জন দুপুর কিংবা রোদের মিছিলে
__________উড়ে যাবো ফড়িঙ হয়ে দুজনে
____________ফড়িঙদের কোন বাঁধা নেই,
__________ফড়িঙদের কোন অভিমান নেই
উড়ে যাবো সেইসব পথ যেখানে পা পড়েনি আগে
দূরের রেললাইন পেরিয়ে, সবুজ ধানের ক্ষেতে
পৌছে যাবো মৃতপ্রায় নদীর বালুচর কিংবা লোহার ব্রীজ পেরিয়ে-
করিডোরে দাড়িয়ে থাকা অবুঝ শিশুটির কাছে
আলতো করে ছুঁয়ে দেবো সেই শিশুর কোমল মুখ।
ফড়িঙ হয়ে উড়ে যাবো, শহুরের ভীড়ে ভাসা নাট্যশালার ঘরে
যেখানে রোজ মানুষ সং সেজে অভিনয় করে
ওদের চোখে ঝাপটা দিয়ে দেখিয়ে দেবো
সম্পর্ক কোন পোষাক নয়! চাইলেই যা বদলে ফেলা যায়!
ভালোবাসা কোন অভিনয়ের খাতা নয়, সময়ের সাথে যা ফুরিয়ে যায়!
ফড়িঙ হয়ে এঁকে যাবো প্রেমের সবুজঝিল
ফড়িঙ হয়ে উড়ে যাবো নির্জন দুপুর কিংবা রোদের মিছিলে
______________এখানে ফড়িঙদের কোন বাঁধা নেই
০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২
সকাল রয় বলেছেন: হা হা হা
ঠিক বলেছেন
ধন্যবাদ
২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ফড়িং সহজ জীবন মাঝে মধ্যে কাব্যিক বেদনা জাগায় ।
০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
সকাল রয় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা!
ভালো থাকবেন।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪
জাহিদ অনিক বলেছেন: মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে
শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬
সকাল রয় বলেছেন: হুম সেটাই
৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: ফড়িং/ ফড়িঙ/ ফরিঙ ???
০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪
সকাল রয় বলেছেন: ধন্যবাদ শুদ্ধ বানানের জন্য
৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০০
আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,
ভালো লেখা ।
কিন্তু একটু খটকা এই বোল্ডকরা লাইন দু'টিতে -
" উড়ে যাবো সেইসব পথে যেখানে পা পড়েনি আগে
দূরের রেললাইন পেরিয়ে, সবুজ ধানের ক্ষেতে
পৌছে যাবো মৃতপ্রায় নদীর বালুচর কিংবা লোহার ব্রীজ পেরিয়ে-
করিডোরে দাড়িয়ে থাকে অবুঝ শিশুটির কাছে
আলতো করে ছুঁয়ে দেবে কোমল শিশুর মুখ।"
এখানে "দাড়িয়ে থাকে অবুঝ শিশুটির কাছে" হবে নাকি "দাড়িয়ে থাকা অবুঝ শিশুটির কাছে " হবে ?
পরের লাইনে একই নিয়মে " .......... ছুঁয়ে দেবো কোমল শিশুর মুখ।" হ্ওয়ার কথা ।
০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫
সকাল রয় বলেছেন: হ্যা
আপনি ঠিক ধরেছেন
টাইপের পর আর দেখা হয় নি।
অনেক অনেক ধন্যবাদ
৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কবিতাটি।
০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফড়িংয়ের কাব্য ভাল লাগল। কিছু টাইপো না থাকলে আরও ভাল হত।
০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন: এবার টাইপো ঠিক করে দিয়েছি
অনেক অনেক ধন্যবাদ
৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:০১
সিসৃক্ষু বলেছেন: আসল মন্তব্যটা রাজীব নূর করেছেন। তারপর আহমেদ জী এস। আমারও একটা খেয়াল হয়েছিল। তাদের দেখানো ভুলের কাছে সেটা কিছুই না। তাই আর বললাম না।
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সকাল রয় বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০
শাহিন বিন রফিক বলেছেন: বকের সামনে পড়বেন না তাহলে কিন্তু খেয়ে ফেলবে।