নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
তারপর-
একদিন সব কবিতারা থেমে গেলে
আমি চোখ খুলে রাখলাম অলকানন্দার চোখে
অন্ধ নাবিকের মতো ছুটে চললাম নিরভিমান এক শহরের দিকে।
অনুভবে জেনে নিলাম কল্পরা এখানে রোজ গল্প হয়ে ভাসে,
ভ্রমর আর মীনফুল খেলা করে জলের বিশ্বাসে।
ভেবে ভেবে অনুভবে
আফসোস আমার ঠোঁটের মাঝখানে এসে ঝুলে রইলো,
অথচ একদিন আমি কৃষ্ণচূড়া হতে চেয়েছিলাম-
সেইসব দিনেরা আজ ক্ষত!
আজ পথ চলে যাচ্ছে পথের দেশে, ধূপ-রুপ, প্রদীপের বেশে
অথচ, একদিন আমি রথ হতে চেয়েছিলাম।
সেইসব দিনেরা আজ ঘুমে গত
আজ অকারণ উন্মাদনা,
অনুযোগ, অভিমান, ক্রন্দনরত গান
আমাকে পরিণত করেছে রঙহীন পাথরের এক অদ্ভুত গাছে
একদিন শ্রীহীন সব শব্দ লুকোতে চেয়েছিলাম,
সবুজ স্বর্গ পাথর আর বালির ভাঁজে একটা শহর এঁকেছিলাম।
এমনি এক যন্ত্রণামুক্ত নিরভিমান শহর!
অথচ-
অনেক অভিমানে অভিমানি হয়ে
সে শহর থেমে আছে আজ অলকানন্দার কাছে।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন।
২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২০
অক্পটে বলেছেন: কবিতায় দারুণ মুগ্ধতা ছড়িয়েছেন।
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫
সকাল রয় বলেছেন:
শুনে খুশি হলাম
অনেক অনেক ধন্যবাদ
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম
হৃদয় ছুঁয়া কথামালা
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন।
৪| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ কবি
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে, ধন্যবাদ জানাচ্ছি,