নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

অসভ্য শহরের দানবী

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০২




বিশাখা, ঘুমিয়ে আছো?
রোজকার চিন্তা-ভাবনা শিখায় তুলে
বোধিবৃক্ষের গায়ে হেলান দিয়ে চোখ বুঝে
ভ্রু-যুগলে ভুজঙ্গ সমাজকে দূর্দান্ত যন্ত্রণায় চেপে রেখে,
নিশ্বাসে নিশ্বাসে কান্না ছড়িয়ে দিচ্ছো।
সম্ভ্রম হারানোর যে অসভ্য শহর তোমার
লজ্জা হরণ করছে, সে শহরে কেঁদেকেটে কী লাভ বলো?
তার'চে গর্জে উঠো!
ত্রিনয়নে পুড়িয়ে দাও সেই সব জঞ্জালকে
যারা নারী বলতে শুধু রক্তমাংসের একটা শরীরকে বুঝে,
যাদের চোখে জননী আর কন্যার কোন তফাৎ নেই
তাদের চোখটাই উপড়ে ফেলে দাও।
তোমার দানবী হয়ে উঠার অপেক্ষায় রয়েছে
________আগমনী সন্ধে-সকাল থেকে সমস্ত দিনরাজ।
বোধিবৃক্ষের নীচে একটা নতুন বোধন হোক তোমার,
মানবী থেকে দানবী হয়ে উঠুক অগ্নিকান্ত এই চোখ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: ''বিশাখার জন্ম দিন'' এই নামে সুনীলের একটা বই পড়েছিলাম।

আপনার কবিতা সহজ সরল সুন্দর। গভীর আবেগ না থাকলে এরকম লেখা সম্ভব নয়।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০

নীল মনি বলেছেন: পড়তে পড়তে মনে হল শেষ হয়ে গেল! খুব ভালো হয়েছে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুনে ভালোলাগলো।
ভালো থাকুন।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:


ত্রিনয়নে পুড়িয়ে দাও সেই সব জঞ্জালকে
যারা নারী বলতে শুধু রক্তমাংসের একটি শরীরকে বুঝে.........

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

সকাল রয় বলেছেন: হুম
ভালো থাকুন।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভাল আবেগ আছে।সত্যিই দরকার প্রতিশোধ স্পৃহা যেখানে মানবী থেকে দানবী হওয়া ছাড়া উপায় নেই।

শুভ কামনা রইল।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
:)
ভালো থাকুন।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুনে ভালোলাগলো।
ভালো থাকুন।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: মানবী থেকে দানবী হয়ে উঠুক অগ্নিকান্ত এই চোখ - ভাল বলেছেন।
তৃতীয় লাইনের শেষ শব্দ দুটো "চোখ বুঝে" এর বদলে বোধ হয় চোখ বুঁজে হবে।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৩

সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ
শব্দটা চোখ বুজেঁই হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.