নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
আমার সকল ইচ্ছের জলে
তুমি ঢেলে দাও বিষ—
আমি হাসি মুখে বিষ করি পান।
অমরত্বের জন্য করি না কোনো প্রার্থনা,
সকল অঞ্জলি থাকে জমা।
কান্নাকে ফড়িঙ করে উড়িয়ে দেই
তোমার চলার পথে,
অভিমান জমে থাকে তার ডানায়।
আমার সকল ইচ্ছের জলে—
তোমার ছায়া ভাসে
তুমি হাসো,
________পৃথিবী দুলে ওঠে
___________দুলে ওঠে কলমিদুল।
মাঝদুপুরে ডুবে যাবার জন্য নদীতে নেমে যাই
___________তারপর নেমে যাই ইচ্ছের জলে—
________তুমি ঢেলে দাও বিষ
আমি হাসি মুখে বিষ পান করি।
২০ শে মে, ২০১৮ রাত ১০:৪৫
সকাল রয় বলেছেন: ধন্যবাদ সনেট কবি
২| ২০ শে মে, ২০১৮ রাত ১০:২৭
কাইকর বলেছেন: আহা.....অতি সুন্দর। এতো সুন্দর করে লিখেন কিভাবে ভাই?প্রেমে পড়ে গেলাম।লাইক দিলাম।
আমি ব্লগার হিসেবে নতুন।সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন।আমি ছোটখাটো একজন গল্পকার। ধন্যবাদ ও ভালবাসা রইলো
২০ শে মে, ২০১৮ রাত ১০:৪৬
সকাল রয় বলেছেন: সময় করে আপনার লেখা পড়বো।
অনেক অনেক ধন্যবাদ
৩| ২০ শে মে, ২০১৮ রাত ১০:২৭
সফেদ বিহঙ্গ বলেছেন: ভাল লেগেেছে।ভাল লিখেছেন।
২০ শে মে, ২০১৮ রাত ১০:৪৭
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ২০ শে মে, ২০১৮ রাত ১০:২৮
অনুতপ্ত হৃদয় বলেছেন: খুবই সুন্দর হয়েছে ভালো লাগলো
২০ শে মে, ২০১৮ রাত ১০:৫৫
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ
__________________
৫| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২০ শে মে, ২০১৮ রাত ১০:৫৫
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ কবি
৬| ২১ শে মে, ২০১৮ সকাল ৮:৪২
উম্মে সায়মা বলেছেন: ভালো লেগেছে.....
০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৪২
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
৮| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৫
জাহিদ অনিক বলেছেন: আমার সকল ইচ্ছের জলে—
তোমার ছায়া ভাসে
________তুমি ঢেলে দাও বিষ
আমি হাসি মুখে বিষ পান করি।
দারুণ মিঃরয়
০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
৯| ২২ শে মে, ২০১৮ ভোর ৪:৩০
সামু পাগলা০০৭ বলেছেন: লাস্ট লাইনগুলো মন ছুঁয়ে যাবার মতো। কবিতায় লাইক!
০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৮ রাত ১০:২৪
সনেট কবি বলেছেন: খুব সুন্দর হয়েছে।