নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

অনিলা-১২

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:০১



অনিলা, এই অভিমানি শহরে-
“কেমন আছো এখন তুমি” তা’ আমি জানি না
তোমাদের রঙধোয়া বাড়ির দেয়ালে কত্তোদিন ছবি আঁকিনি
ও-পথে আর যাওয়া হয় না,
অথচ-
বিশ্বকাপ ফুটবল শুরু হলেই আমরা দেয়াল রাঙাতে বসে যেতাম
তুমি ব্রাজিল আর আমি আর্জেন্টিনা।
একসাথে খেলা দেখতে বসে-
কতোবার যে আমাদের ঝগড়া হয়েছে তার ইয়াত্তা নেই।
আমার দল হেরে গলে তুমি আমার চুল টেনে দিতে
সেই ঝাকড়া লম্বা চুল!
এখন তো চুলেরা সব অভিমান করে রোজ ঝরে যাচ্ছে।

তোমাদের বড় আমগাছে আমাদের ডবল পতাকার ঘুড়ি উড়তো
আমরা রোজ একবার করে তর্ক করতাম।
তুমি চলে যাবার পর আমরা এখন পর্যন্ত-
একটাও বিশ্বকাপ নিতে পারিনি!
কেন জানি শেষ পর্যন্ত তোমার কাছে হেরে যাবার মতো
খেলাতেও হেরে যাই।
তোমাদের ঘরে এখন ‘টিভি’ একলা পড়ে কাঁদে
দেখবার কেউ নেই, টিভিতে কারও এখন মন বসে না
দূরালাপনীর নামে মানুষকে দূরে ঠেলে দিতে এসে গেছে মোবাইল ফোন
তুমি-আমি-আমরা সবাই এখন দূরের মুখ!
অনিলা, এখন তুমি কেমন আছো?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লেগেছে অনিলা কে নিয়ে আপনার স্মৃতি চারন কবিতা, সাথে বিশ্বকাপ ফুটবল।
মানুষ দূরে চলে গেলেও আমাদের চারপাশে পরে থাকে ক্ষণে ক্ষণে তাঁকে মনে করিয়ে দেবার মত হাজারো উপকরন।

৩০ শে মে, ২০১৮ রাত ১০:১১

সকাল রয় বলেছেন: এই মনে করিয়ে দেয়াটাই আকুলতা
তা
থেকে
লেখা

২| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন:

৩০ শে মে, ২০১৮ রাত ১০:০৮

সকাল রয় বলেছেন: ধন্যবাদ

ভাই

৩| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: অনিলা ভালো নেই, ব্রাজিল এবার upper 10 খাবে কিনা! 7 up এ মন ভরেনি। একটু মজা করলাম :#)

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:২২

সকাল রয় বলেছেন: হা হা হা
জিক্স!
ব্যাপার না

৪| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:২৪

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৫| ৩০ শে মে, ২০১৮ রাত ২:১৫

নিশাচড় বলেছেন: সুন্দর। ভালোলাগা

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:২৩

সকাল রয় বলেছেন: ধন্যবাদ

৬| ৩১ শে মে, ২০১৮ ভোর ৫:০০

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: ভাল লাগলো, সময় করে আমার পাতায় আসবেন।

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:০৭

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আসবো

৭| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:১৪

শিখা রহমান বলেছেন: সকাল রয় প্রেম আর ফুটবল মিলেমিশে কবিতা। অভিনব কবিতা ভালো লেগেছে।

শুভকামনা। ভালো থাকবেন।

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১২

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আপনিও ভালো থাকবেন

৮| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৯

তামান্না তাবাসসুম বলেছেন: ফুটবল নিয়েও এত সুন্দর প্রেমের কবিতা হয় !!!

আপনার কবিতা বরাবরই ভাল লাগে ,এটিও ব্যতিক্রম না :)

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১৪

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.