নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
মাঠজুড়ে কাঁচগল্পের থই-থই
জায়নামাজে থমকে থাকা আমি
__চোখ বুজে যে পৃথিবী আঁকি
______তাতে দুঃখ থাকে না।
স্বার্থবাজ ফুলগুলোও সুবাস ছড়ায়
পথের শিশু শিলালিপি খুঁড়ে দেখে
________অর্থের ব্যঞ্জনা সমুখে।
ফুলহাতা শার্টের হাতা গুটিয়ে
নুনচোখে ঈদ নিয়ে বাড়ি ফিরি।
জন্মান্ধ বালিকা স্বর্গের রথ থেকে নেমে এসে
_________________বাঁশিতে দেয় টান
__________তাতে কোনো দুঃখ থাকে না
নৈঃশব্দ্য ভেঙে মহাকাশ জেগে উঠে।
১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৫৫
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পাঠের জন্য। কবিতা পাঠ মূলত বারংবার হলে উঠে আসে বক্তব্য।
মূলবক্তব্য হলো:
ঈদের দিনে পথশিশুদের চোখে আনন্দ দেখি না। তারা রোজকার মতই ময়লাটে জামা গায়ে দিয়ে অর্থের সন্ধানে পথে পথে ঘুরে বেড়ায়।
২| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:২৫
ওমেরা বলেছেন: কবিতা এমনিতেই বুঝি না , এত কঠিন করে লিখলে তো আরো বুঝি না ।
১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৫৭
সকাল রয় বলেছেন: এটা সহজ কবিতা
আমি সহজ করেই লিখি
তারপরও যদি কঠিন মনে হয় তাহলে
৩| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৩৫
আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,
যে চোখ বুজে থেকে স্বপ্ন দেখে তাতে দুঃখ থাকার কথা নয় ।
এই কবিতায় দুঃখ নেই সত্য তবে দুঃখটা হলো, মূল বক্তব্যটা জন্মান্ধ রয়ে গেলো মনে হয় !
১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন: মূল বক্তব্য নিয়ে কাল বিস্তারিত বলবো।
একটু অপেক্ষা...
৪| ১৯ শে জুন, ২০১৮ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
৫| ২০ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
নাস্তিকদের কাছে আস্তিকদের পরাজয় মেনে নেয়া যায় না। তাও খেলা বলে মেনে নিলাম। কারণ হাটুর ওপরে প্যান্ট পড়ে খেলাটা হারাম।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:১২
তারেক ফাহিম বলেছেন: স্বপ্রের পৃথিবীতে দুঃখ থাকে না।
বাকিটুকু তিনবার পড়েও ভালো করে বুঝতে পারিনি।