নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
হাত থেকে পড়ে যায় যে পৃথিবী
তা’র গায়ে ঈশ্বর ছড়িয়ে দেয় যৌনজল
মনুষ্যত্বহীন পুরুষবৃক্ষে ভরে উঠে জমি
বুক থেকে নেমে আসে লোভলোল মীন
খায় চেটে ভাগ্যরস...
ত্রৈমাসিক কাগজের পাতায় ছাপা হয় যে বটতলার গল্প
তা’র প্রণয়নকার হয় এই পুরুষবৃক্ষ!
কৌমার্যহরিনি থাকে তফাতে
পুরুষবৃক্ষ-
নিজেকে দুরন্ত ভেবে ভেবে
ফুরন্ত হয়ে উঠে নিজের মনস্কাম ভুলে।
ঈশ্বর হাসেন-
কল্কিতে টান দিয়ে অবতারনামায় আঁক কষেন।
______________________
প্রণয়নকাল:
পয়লা ডিসেম্বর দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ
উইলকিংসন রোড, সুসং নগর।
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮
সকাল রয় বলেছেন: একটু তো ভাবতে হয়েছেই ...
২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পুরুষবৃক্ষ-
নিজেকে দুরন্ত ভেবে ভেবে
ফুরন্ত হয়ে উঠে নিজের মনস্কাম ভুলে।
.......................................................................
দারুন কথা !
তাহলে নারী বৃক্ষের কি মনস্কাম ???
..............................................
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯
সকাল রয় বলেছেন: নারীবৃক্ষ তো ডুবন্ত!
সে ডুবে ডুবে খেয়ে নেয় পৃথিবীর সব জল
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩০
কিরমানী লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন- খুব ভালোলাগায় মন ছুঁয়ে গেলো কবি। +++++
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরুষোত্তম পুরুষ হতে চাইলোনা কেউ
লোনা জলে ভেসে গেল জ্ঞান
অত:পর কেবলিই
জান্তব সংগম
চক্রান্তরের আগম-নিগম!
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৮
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা পাঠ করলাম।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪
সেজুতি_শিপু বলেছেন: অসাধারন কবিতা।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
লিখতে অনেক ভাবতে হয়েছে?