নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যান্ত্রিকতায় ভুলতে বসেছি স্বকীয়তা

অপ্রতিরোধ্য তুমি, তোমার যখন আছে স্বকীয়তা

স্বকীয়তা

যার নিজস্বতা বলে কিছু নেই সব কিছু পেলেও সে মূলত সর্বহারা। প্রতিকুল পরিবেশে তীব্র চাপের মুখেও যার স্বকীয়তা বিলীন হয়না সেই তো চূড়ান্ত পর্যায়ে বিজয়ী। স্বকীয়তা বজায় রাখতে পারলেই মানুষ হিসেবে আমাদের মুক্তি।

স্বকীয়তা › বিস্তারিত পোস্টঃ

হাতির ঝিল: বিশাল এক হাতি শূঁড় তুলে এগিয়ে এল আমাদের গাড়ির সামনে।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

আমাদের শহরে "হাতির ঝিল" নামে একটা ব্যাপার হয়েছে। যাকে দেখি, সেই বলে হাতির ঝিল বেড়াতে যাচ্ছি। প্রথমে আমার ধারনা ছিলো- কোনো একটা ঝিলের পাড়ে বিশাল একটা হাতি বাধা আছে, মানুষ সেটাকে দেখতে যাচ্ছে।



পরে কানাঘুষা থেকে জানলাম , ব্যাপার সেরকম না। বিশাল সাইজের একটা ঝিল হয়েছে, আফ্রিকার বিশালাকার হাতিও নাকি এই ঝিলের কাছে কিছু না। বিশাল আয়োজন করে নাকি এর উদ্বোধন করা হয়েছে। খবরের কাগজে দেখেছি বিভিন্ন রঙের ব্রীজ করা হয়েছে। ব্রীজের সংখ্যা নাকি এক ডজনের চেয়েও বেশী।



সবচেয়ে বড় কথা শুনেছি, এলাকার মুদি দোকানদারের কাছ থেকে। এই ঝিলে নাকি কুমীর ছাড়া হবে। এই কথা শুনে আমি খুবি উৎসাহ পেলাম। এই ঝিল তো দেখতে যাওয়া উচিত একবার।



আমার খালা কুচকুচে কালো গাড়ি নিয়ে বের হয়েছেন । সাথে আমি। হাতির ঝিল দেখতে যাবো। কিছুক্ষন এগুনোর পর আমি হতভম্ব ! বিশাল এক হাতি শূঁড় তুলে এগিয়ে এল আমাদের গাড়ির সামনে। সে কিছুতেই আমাকে প্রাইভেট কার দিয়ে হাতির ঝিল দেখতে যেতে দিবে না। এটা নাকি হাতি সমাজের জন্য কলঙ্ক হিসাবে বিবেচিত হবে। আমাকে অবশ্যই তার পিঠে চড়ে হাতির ঝিলে যেতে হবে।



খালা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম।

কথা সত্যি। প্রাইভেট কার দিয়ে হাতির ঝিল দেখতে যাওয়া বড় ধরনের অপরাধ। আমি গাড়ি থেকে নামলাম। হাতির ঝিল দেখতে বের হলাম হাতির পিঠে করে।



নিশ্চয়ই সবাই আমার কথা বিশ্বাস করেন নাই, তাই না? প্রমান আমার কাছে আছে :P



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ;) :) :) :) :) =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

স্বকীয়তা বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে পিৎজা হাট। B-) B-)

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

আহমেদ নিশো বলেছেন: ব্রিজের কোন রং নেই। তবে রাতে বিভিন্ন রঙের লাইট জালানো হয়। সুন্দর

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

স্বকীয়তা বলেছেন: ব্রীজের সংখ্যা নাকি এক ডজনের চেয়েও বেশ?

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

বিজয় বেষ্ট বলেছেন: তাহলেতো ভাই হাতির যিল ভালই দেখেছেন :D :D :D :D :) :) :) :) :) :)

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

স্বকীয়তা বলেছেন: সুপার =p~ =p~ , এখন ঝিলে কুমীর ছাড়ার অপেক্ষায় আছি :D :D :D

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

দেশের পোলাপাইন বলেছেন: ভাই আমি তো উদ্বোধন আগে ও পরে গিয়া আসলাম একটা ও হাতি ও দেখলাম না !!!!
তবে ব্রীজ আছে ২ ডজনের মত.. দেখার মত জায়গা এইটা.. আর চিরচেনা দৃশ্য দেখবেন বিকালের পর... যানজট... B-) B-) B-) B-) B-)

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

স্বকীয়তা বলেছেন: হাতিগুলো বেশি সাদা ছিল, তাই দেখেন নাই, কালো সানগ্লাস পরলেই দেখতে পাইতেন :P :P

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

স্বপ্ন কাঠি বলেছেন: :) :) :) :) :D :D :D =p~ =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

স্বকীয়তা বলেছেন: হাসেন হাসেন। আর হাতির পিঠে চড়ে হাতির ঝিল দেখে আসেন।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

স্বকীয়তা বলেছেন: :D :D :D বহুত মজাক

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

wrongbaaz বলেছেন: পরে কানাঘুষা থেকে জানলাম , ব্যাপার সেরকম না।
বিশাল সাইজের একটা ঝিল হয়েছে, আফ্রিকার
বিশালাকার হাতিও নাকি এই ঝিলের কাছে কিছু না। হা হা হা, হাস্তেই আচি।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

স্বকীয়তা বলেছেন: আমিও হাস্তেই আচি =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.