নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টি স্রষ্টার প্রণয়

ব্যবহারবিদ

ব্যবহারবিদ

নব চেতনায় নব জন্ম ইতিবাচকতায় অবরুদ্ধ ইচ্ছে যখন হব শুদ্ধ গড়ব আমরাই প্রজন্ম।।

ব্যবহারবিদ › বিস্তারিত পোস্টঃ

অমানুষ

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪০

মানুষ বলেই কি উহাতে থাকতেই হবে কিছুটা স্বার্থ লোভ ক্ষোভ হিংসার অবৈধ পিপাসা???



কবি নির্মলেন্দু গুণ তার মানুষ কবিতা অনুযায়ী "আমি হয়তো মানুষ নই মানুষ গুলো অন্যরকম" তাহলে আমি কি? অমানুষের দুটো অর্থ এক মানুষ এবং মানুষের চেয়েও বেশি কিছু দুই মানুষ এবং মানুষের চেয়ে নিন্মমানের অর্থ পশু সমতুল্য।।



প্রতিটি শব্দের ইতিবাচক এবং নেতিবাচক অর্থ সমান ভাবে বিরাজ করে। ব্যবহার বলে দেয় ইহার অর্থ কি? স্থান কাল পাত্র ভেদে সব কিছুরই রুপান্তর হয়।



মানুষ ভুল করবে তবে একই ভুল বার বার করা কিন্তু মানুষের আচরনিক ত্রুটির কথাই প্রকাশ করে। মানসিক অসুস্ততার কথা প্রকাশ করে। জীব যদি প্রথম পরিচয় তবে জীবের সেবা করাটিও প্রথম প্রধান দায়িত্ব। সেবা কিভাবে করব জীবের, সিংহ সর্প কুমির যেখানে জীব? আচরণিক মধু দিয়ে সব করা সম্ভব। চির কাল ভালবাসার জয় হয়েছে।



কখন কোন পরিবেশে কার সঙ্গে কিরকম আচরণ করতে হবে উহা জানতে এবং প্রয়গ করতে খুব বেশি কষ্ট করতে হয় না। পরিবার যদি প্রথম এবং শ্রেষ্ঠ বিদ্যানিকেতন তাহলে আপনি কেন পিছিয়ে পরবেন? খুজে দেখুন আপনার অস্থায়ী জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.