![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম সমান্তর । সম্য বলে ডাকতো গর্ভধারিনী। ভালবাসি নিজের ছবিকে। সেই ছবি এঁকেছি পড়াশোনার খাতায়। কিন্তু সব রুলটানা পৃষ্ঠা নৌকা, উড়োজাহাজ বা পদ্মফুল বানিয়ে খরচ করে এখন বিদ্যাহীন শিক্ষক হলাম। আমার একটা গোপন চাবি আছে, সেই চাবির ভালবাসায় হুট করে বাচ্চা বাচ্চা হয়ে যাই। আবার বড়ে হয়ে গেছি বোঝাতে বড়দের শব্দ বসিয়ে দেই। দুটো পাখির ছবি দিলাম প্রোফাইলে । কি বুঝলেন তাতে// আমি যার সঙ্গে, সেই দু'জন এত কাছা কাছি কিন্তু দুই ভিন্ন মেরুর বাসিন্দা। কাগজের প্লেন বানানোর মত করে আড়াআড়ি কিন্তু দুটো সমান্তরাল ভাঁজ আছে বুকের উপর। দুজনেরই। আমার বুকের ভারসাম্যটা আগেই দেখিয়ে দেই। আর নামের শেষ অংশটা নাই বা বললাম। ধরে নিন চক্রবর্তী, ইসলাম বা রড্রিক্স।
গহন অরণ নরম রাতে ঘুমিয়ে থাকে
একটি মেয়ে প্রদীপহীনা জোনাক ঝাঁকে
বৃষ্টি এলো চুপি সারে ফুলে ওপরে
টগর যুঁথি হাস্নাহেনা পড়লো জ্বরে
হরিণ শিঙে দুলছে মোতি স্বচ্ছ বরণ
ঠিকরে মোহর ঘাই হরিণার হৃদয় হরণ
নোঙর খুলে সাগরপাড়ি জাহাজ ডাকে
মেঘের ঝিয়া শব্দ সাজায় আকাশ তাকে
পুরুষ মথ বসলো উড়ে তৃণের চূড়ায়
প্রজাপতির রূপ মহিমায় মনকে জুড়ায়
নিসর্গ চাঁদ শুকায় চিকুর রাতের ওপর
ঝিনুক প্রেমে পূর্নি হৃদয় আঁকে টোপর
©somewhere in net ltd.