![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিদ্রোহী নই। আমি চিরন্তন ভীরু ভেতো বাঙালী। তিনবেলা পেট পুরে ডাল ভাতে খেতে পারলেই খুশী। আমি সমাজ , ধর্ম, রাষ্ট্র, বিশ্বাস কোন কিছুকেই বদলে দিতে আসিনি। মনের মাঝে কিছু অব্যক্ত কথা বলতে চাই সবার সাথে। পৃথিবীতে জন্ম গ্রহন করা প্রতিটি মানুষ সমধিকারের ভাগিদার।
অন্যরকম এক ভালোবাসায় ভূগি, অন্যরকম এক ভালো লাগায়। নিষিদ্ধ ভালোবাসার বিষ বাষ্পে উতলা মন বিরহ খোঁজে মনের আঙিনায়। ভালোবাসার মানুষ খুঁজি। জানি পাবো না। তবুও খুঁজি। আমার ভালোবাসাকে মেনে নেবে না সমাজ, ধর্ম, সংস্কার। তাই বলে কি আমি ভালোবাসবো না!
পৃথিবীর সবাই বলে ভালোবাসা কোন পাপ নয়। ভালোবাসার অধিকার সবার সমান। তবু কেনো আমি ভালোবাসাতে পারবো না। বলতে পারো?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
মাইন্ড ট্রাভেলার বলেছেন: তার আগে আপনি বলুন পৃথিবীর সব ভালোবাসাই কি ধর্ম আর সমাজের কাছে স্বীকৃতি পায়?
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
গান পাগলা বলেছেন: নিষিদ্ধ ভালোবাসার বিষ বাষ্পে উতলা মন বিরহ খোঁজে মনের আঙিনায়[/sb
এই দুইটা লাইনের ব্যাখ্যা চাই।
আমার ভালোবাসাকে মেনে নেবে না সমাজ, ধর্ম, সংস্কার