নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

#গোল্ডলিফ

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩





ছেলেটি খুব সুদর্শন , স্মার্ট ,ক্যারিয়ার ও উজ্জল ।তারর মোবাইল তিনটা

আর গার্লফ্রেন্ড বর্তমানে সাতটা

তবে সাতটা নিয়ে সে সন্তুষ্ঠ নয় কোনভাবেই

তার আরো গার্লফ্রেন্ড চাই চাই ।আরো আরো

প্রেমেরক্ষিদা প্রেমিকার সংখ্যার বর্গের সমানুপাতে বাড়তেই থাকে ।

মাঝে মাঝে কারো কারো প্রতি বিরক্তি আসে তাকে তখন খুব নিষ্ঠুর ভাবে কাঁদিয়ে ছ্যাকা দেয়

আর সেই বোকা মেয়েটা চোখে জলে বালিশ ভিজিয়ে ছেলেটির কথা ভাবে ,

মেয়েটি বিশ্বাস করে হাত কেটে চিঠি লিখলে ছেলেটি তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে ,

অথচ ছেলেটি ভুলে গেছে তার সতের নম্বর প্রেমিকার নাম টিনা না মিনা ছিলো ।

এভাবে অপেক্ষা করতে করতে মেয়েটি তার মনটাকে গলা টিপে হত্যা করে ,আর ভাবতে শুরু করে সব ছেলেরাই এক ।

আবার একটি ভীতু বোকা ছেলে সাহসী হয়ে উঠে একটি মেয়ের জন্য ।

কোচিংয়ের পথ হেটে যেয়ে রিক্সা ভাড়া বাঁচিয়ে মেয়েটির জন্য দামী চকলেট কিনে ,

বাপের চক্ষু এড়িয়ে ক্লাস ফাঁকি দেয়া থেকে শুরু করে মেয়েটির জন্য পাড়ার গুন্ডাদের ধোলাই দিয়ে দিতে পিছপা হয় না।

মনের মন্দিরে দেবীর আসনে বসিয়ে মেয়েটির পূজা করে ।

সে মেয়েটিকে স্পর্শ করেনা কারণ তাকে পবিত্র রাখতে চায় ।

তারপর মেয়েটি better খুজতে থাকে একসময় ক্যারিয়ার ওয়ালা সিনিয়র ভাইয়ের হাত ধরে চলে যায় ।

তারপর ছেলেটি ভেঙে পড়ে ,

সিগারেটকে ঘৃণা করা ছেলেটি হাতে কলম নয় গোল্ডলিফ ই শোভা পায় ।

আস্তে আস্তে ছেলেটিও ভাবতে শুরু করে সব মেয়ে রা এক :((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.