নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

কালোর যত দোষ===>কালোর যত গুন ====>

০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

কালোর যত দোষ===>

কালো হওয়াতে স্মার্টের নিয়মে পরি না বলে আমি ক্ষেত । কালো বলে আমার দিকে একটা মেয়ে কেন একটা কাকও তাকায় না (তার অবশ্য দরকার নাই)

কালো বলে আমার গায়ের রং এর সাথে মেচিং করে কাপড় কিনতে পারি না । সব পোলাপাইনের গার্ল ফ্রেন্ড আছে কিন্তু আমি কালো বলে আমার নাই :|

এরচেয়ে কষ্টের কি আর হতে পারে ???

কালো হওয়ার ফলে বড়লোক-ছোটলোকের ফ্যাসকা পোলামাইয়্যারা এমনভাব লয় যেন আমি গুয়ের সাগর থাইক্যা উইঠ্যা আইছি X(

তোগরে তো আর কইতে পারলাম না তাই মনের আবেগ মুখ বইয়ের দেয়ালে লেপটাইয়া দিলাম ,আরে বেটা তোরা কি মনে করস আমি বুঝি না আমি ঠিকই বুঝি প্রকাশ করি না।তোরা কি নিজেরে আয়নায় দেখসস আগে দেখিস তারপর আরেকজনের খুঁত ধরিস



মন্তব্যঃ ও আল্লাহ তুমি ক্যারে আমারে কালা বানাইলা । একটু হলুদ বা সাদা রং মিশাইলেও তো পারতা।তয় আল্লাহ আমারে তাঁর রহমতে আমার শরীরের কোনও জায়গায় কোনও প্রকার খুঁত দেয় নাই।এইডা নিয়া আমি খুশি থাকবার চাই :)

---------------------------------------------------------------------------------------

কালোর যত গুন ====>

ক্ষেত বলে চেহারায় আভিজত্য আনার জন্য এক্সট্রা কোন তেল মালিশ করতে হয় না , ফলে টাকা কিছুটা হলেও সেইভ হয় । কালো হওয়ার ফলে সুন্দর বা ভালো মানের কোন কাপড় না পাওয়ার ফলে নতুন ড্রেস কেনার কোন আগ্রহ থাকে না তাতেও মাশাআল্লাহ টাকা মোটামোটি ভালোই আয় হয়।

কালো হওয়ায় গার্লফ্র্যান্ড না থাকার কারনে মানিব্যাগটা সবসময় গরম না থাকলেও মোটামুটি থাকে,তাই আরেকটু এক্সট্রা অর্ডিনারি ভাব নেওয়া যায় :P



মন্তব্যঃ আল্লাহ তুমি আমারে আরো কালা বানাইয়্যা দেও বিনিময়ে শুধু টাকা আর টাকা আল্লাহ টাকা ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু চাইনা । তুমি আমারে টাকার গোডাওন বানাইয়্যা দাও।



আমি চেষ্টা করি আল্লাহর কাজ করার জন্য কিন্তু আমি পাপী বান্দা আল্লাহ আমাকে মাফ করবেন আপনি দয়াশীল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ রাত ১:১১

কাঠ পাতা বলেছেন: ভাই দুনিয়াতে কালো মাইয়ার অভাব পরছে ।একটা কালো মাইয়ার লগে প্রেম করেন। আমি শুনছি কালা মাইয়ার স্বভাব কিন্তু ভালা।

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৩৫

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আমি কি কইলাম আর আপনি কি বুঝলেন :O

২| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৬

স্বস্তি২০১৩ বলেছেন: কালো জগতের আলো। !:#P

০৬ ই মে, ২০১৪ রাত ১০:৩৫

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: সবাই এই কথাটাকে তথাকথিত বানিয়ে ফেলছে :(

৩| ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:০০

স্বস্তি২০১৩ বলেছেন: আমি কালো কিনতু আমি নিজেকে নিয়ে খুশি।

০৮ ই মে, ২০১৪ রাত ১২:০৫

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আমিও খুশি কিন্তু যখন কেউ এই বিষয়টা নিয়ে মজা করে তখন অনেক খারাপ লাগে :(( ,আমার একটা জিনিষে দুর্বলটা আছে তা ঠিক কিন্তু খোঁচা-খুঁচির কি দরকার বলেন X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.