![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
আজকে একটা কথা চিন্তা করে অনেক ভালো লাগতেছে
নিজেকে অনেক গর্বিতও মনে হচ্ছে।
আজকে আমার ছাত্রকে পড়াতে গেলাম তো পড়ান শুরু করলাম
একপর্যায় আমার ছাত্রকে লিখতে দেওয়ার জন্য খাতায় লিখতেছিলাম লিখা প্রায় শেষ এই পর্যায় আমি আমার ছাত্রর দিকে তাকিয়ে অবাক সে এই লেখার ফাঁকে গভীর ঘুমে চলে গেসে বুঝতে পারতেছিলাম না কি করবো ইচ্ছা করতেছিল কান টাইনা ছিরা ফেলি তখনি আকস্মিক ভাবে কিভাবে জানি মনে পড়ল আমার ছোটবেলার স্যারের কথা আমাকে যখন মারত অনেক কাঁদতাম এর মনে মনে অনেক গালি দিতাম। উদাহরনঃ কুত্তা, বিলাই আরও অনেক কিছু
সেই কথা চিন্তা করে আমি কান টানাটানি করার চিন্তা বাদ দিলাম ^_^
তারপর আসতে করে ডাকদিলাম উঠো ঘুমাচ্ছো কেনও
ওর কথা শুনে অনেক কষ্ট লাগলো বলল "স্যার সবাই আমাকে খালি মারে আব্বু মারে আম্মু মারে আপনিও মারেন"আমিও মাঝে মাঝে দুই একটা কান ডলা দিতাম
আমার কথাটা শুনে অনেক খারাপ লাগে আমি আমার ছাত্রকে বললাম যাও হাত মুখ ধুয়ে এসো ও আমার কথা মতো হাত মুখ ধুয়ে আসে আর আজকে ও সব পড়া পারছে যা অন্য বেশির ভাগ দিনই হয় না
আমার একটাই কথা ছোট বাচ্চাদের মারতে নাই তাঁরা তো আর বুঝে না যে তাদের ভালোর জন্য বড়রা মারে,কিন্তু কিছু স্যার আছে তাদের কাজ শুধু ছাত্রকে মারা তাঁরা মনে করে 'মাইরের ওপর কোনও ভিটামিন নাই'
আসলে ধারণাটা ভুল আমি কোনও শিক্ষককে ছোট করতেছি না শুধু বলতেছি বাচ্চাদের মাইরের থেকে বড় ভিটামিন হল আদর।
আমিও চিন্তা করছি আমার ছাত্রকে মাইর তো দূরে থাক বকাও দিবো না।
কেননা আমি গালি খাইতে চাই না
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:০৮
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: এইটা নিয়া বড়ই দুশ্চিন্তায় আছি
২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৪৫
প্রিয় জন বলেছেন: ভাল বলেছেন
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:০৯
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মার বাচ্চাদের ডেভলপমেন্ট এর জন্য খুব খারাপ।
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১৯
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: তা তো অবশ্যই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৪০
এন ইউ এমিল বলেছেন: কান মলা যেহেতু দিছেন, গালিও নিশ্চই এতদিনে খাইয়া ফালাইছেন