নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

লজ্জা করছে খুবই লজ্জা

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:২১

লজ্জা করছে খুবই লজ্জা আমার আইয়ুব বাচ্চুর গান ভাল লাগে না,আমারভালো লাগে এ আর রহমানআমার ডঃ ইউনুস ভালো লাগে না,আমারভালো লাগে আমত্য সেন!!



আমার সাকিব আল হাসান ভালো লাগে না,আমার ভালো লাগে টেন্ডুলকার...আমার রহমান বয়াতি মরলে খবরথাকে না,আমার মান্না দে মরলে খবর থাকে...আমি বাংলায় হাসি,বাংলায় গাই,বাংলায়করি উল্লাস শুধু একদিন গাই,আর প্রতিদিন গুনগুন করি....মা তুজে সালাম, বান্দে মাতারাম! টি২০ বিশ্বকাপে গান শেষ করে আইয়ুব বাচ্চু দুঃখ করে বলেই ফেলেছিলেন, সব হাততালি জমিয়ে রাখুন, সন্ধার পরে সেই হাততালি কাজে লাগবে!!বাংলাদেশী বলে ২০মিনিট গান গাইবার সুযোগ পেয়েছি!বিদেশি হইলে আরও বেশী সুযোগ পাইতাম!!!



খবর কি জানেন??? গতকালও আরেক বাংলাদেশীর লাশ ফেরত পাঠিয়েছে আমাদের বন্ধু দেশ ভারত।। সত্যিই বন্ধু বটে,সত্যি একটা কথা বলি গতকাল জাতীয় সঙ্গীত চলিবার সময় আমি বসা থেকে উঠে দাঁড়াই নাই...!!!আমার কাছে এই মেকি দেশ প্রেম আর ভালো লাগছে না...সত্যি আমি আমার জাতীয় সঙ্গীত এর অপমান আর সইতে পারছি না...স্বাধীনতা তুমি বহমান থাকো... এই দোয়াইকরি।।



(আইয়ুব বাচ্চু - "আপনারা যারা বাংলা গান শুনছেন তাদের অনেক ধন্যবাদ। আপনাদের হাত না চলুক, চোখ আর কান তো খোলা আছে? এতেই চলবে, হাততালি এখন খরচ করে লাভ নেই,এটা পরের জন্য রেখে দিন, চোখ কান খোলা আছে এটাই যথেষ্ট, আপনারা ধৈর্য ধরে বাংলা গান শুনছেন, তার জন্য অনেক ধন্যবাদ।")



এই জাতি নিজ দেশের রত্নদের কবে সম্মান দিতে শিখবে ???

আজকে ওস্তাদরে এতো বড় অপমান কেন করলো কেন আমগো দেশে কি শিল্পীর অভাব ছিল :((

ইন্দিয়ার কোন বড় অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের ডাকা হয়,কোন অনুষ্ঠানে আপনাদের কারো জানা আছে X((

পাপনরে কি কমু আয়োজগ কমিটিরে কি কমু আমরাই তো খারাপ,আমি কেন এই অনুষ্ঠান বয়কট করলাম না :((

আজকে কেন জানি মনে হচ্ছে আমরাই আমাদের জাত চিনাই এবং অপমানিত হই।

ধিক্কার জানাই ওইসব মানুষ কে যারা নিজ দেশের মর্যাদা দেয় না X((





এই সম্পর্কিত আরেকটি লিখা লিখছিলাম কিন্তু শেষ দিতে পারি নাই এইখানে তাই শেষ দিলাম ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই জাতি নিজ দেশের রত্নদের কবে সম্মান দিতে শিখবে ???
আজকে ওস্তাদরে এতো বড় অপমান কেন করলো কেন আমগো দেশে কি শিল্পীর অভাব ছিল :((
ইন্দিয়ার কোন বড় অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের ডাকা হয়,কোন অনুষ্ঠানে আপনাদের কারো জানা আছে X((
পাপনরে কি কমু আয়োজগ কমিটিরে কি কমু আমরাই তো খারাপ,আমি কেন এই অনুষ্ঠান বয়কট করলাম না :((
আজকে কেন জানি মনে হচ্ছে আমরাই আমাদের জাত চিনাই এবং অপমানিত হই।
ধিক্কার জানাই ওইসব মানুষ কে যারা নিজ দেশের মর্যাদা দেয় না X((

৫২তে বাংলার জন্য রক্ত দেয়া সালাম, বরকম, রফিক, জাব্বার আজ কষ্টে নীল!
আম্ত-বিস্মৃতির এত অতলে নামছি, নামিয়ে দিচ্ছে- আমাদের সরকার, আমাদের মিডিয়া, আমাদের রুচি, আমাদের আত্ম-মর্যাদাহীনতা!!!!!!

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৩৯

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: হে বাংলার মানুষ কবে তুই বুঝবি যে তুই রত্ন গর্ভার সন্তান :(

২| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

শাহ আজিজ বলেছেন: প্রতিষ্ঠান থাকলে প্রতিভা প্রতিষ্ঠিত হয় ।
রাষ্ট্রই দেউলিয়া সেখানে অযাচিত "প্রতিভা" ছাড়া অন্য কিছু পাবেন না ।
বাচ্চু এইসব অযাচিত কথা বলে নিজেকে খাটো করেছে।
আয়োজক কি করবে এটি আমার আপনার জানার বিষয় নয় তবে বাচ্চু , শাফিন ঠিকই জানত । একজন পেশাদার গায়ক বড় অনুষ্ঠানে কখনোই অপরিচিত তবলচীর সঙ্গ নেবেনা ।

ইন্ডিয়া আমাদের শিল্পিদের ডাকবে কি না ডাকবে এটি তাদের উপর নিরভর করে । জেমস তো ভালই গাইছে , তাকে তো আমরা বর্ডার দিয়ে থেলে পাঠাইনি । বন্যা শান্তিনিকেতনের পি এইচ ডি । ও মাসে একবার যায় তিন দিনে কয়েকশ শিক্ষার্থী কে গান শেখায় , যাতায়াত খরচ ছাড়া কোন সন্মানি ন্যায় না।

একসময় রুনালায়লা খুব জনপ্রিয় ছিল ভারতে ।

দুটি টি ভি চ্যানেল বাচ্চাদের দিয়ে অপূর্ব নাচ আর গানের প্রতিযোগিতা করছে । আমি মনযোগ দিয়ে ভবিষ্যৎ দেখি । বাচচু ,শাফিনদের গানের উপর প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নেই এবং ভদ্রতাও শেখেনি ।

আমার পছন্দ ও ভাল লাগায় আশা করি দুই নেত্রীর মত করে গুড় লাগাবেন না ।

স্বাধীন থাকুন ও অপরকে স্বাধীনতা দিন তাদের পছন্দ নির্বাচনে ।

০৫ ই মে, ২০১৪ রাত ১২:০০

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আপনি আমার বয়সে অনেক বড়ই হবেন তাই কিছু বলে তর্কে জড়াতে চাই না,পাছে না আবার বেয়াদব বনে যায়।
তবে একটা কথা বাচ্ছু।সাফিন প্রাতিষ্ঠানিক পায় নাই এইটা আপনার ভুল ধারনা :)

৩| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:০৭

ইমাম হাসান রনি বলেছেন: এমন দেশে জন্মেছি এখানে কেউ লিজেন্ড হতে পারে না :( :( :(

০৫ ই মে, ২০১৪ রাত ১২:০৯

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: এই জাতি নিজ দেশের রত্নদের কবে সম্মান দিতে শিখব:( :(

৪| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:৩৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :( :(

০৫ ই মে, ২০১৪ রাত ১২:৪২

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.