নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

চা

০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:২৯

চা - শতাব্দী ধইরা চলিতেছে । গরমকাল চা খাইলে শরীরে ঠান্ডা অনুভূত হয় । এখন বলেন এই চা বানানোর পদ্ধতি কি । যুগে যুগে মানুষ বিভিন্ন পদ্ধতিতে চা বানাইয়া আসিতেছে। নীচে তাহাদের মধ্যে একটি পদ্ধতি বর্ণনা করা হইয়াছে।



এইটা আর কিছুই না বিষে বিষে বিষক্ষয় সূত্র ।

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

প্রথমে ১ চা চামচ চাপাতা চাবাইয়া গিলিয়া ফেলিবেন। না পারিলে দুই কাপ পানি সহযোগে ঔষধের মতো গিলিয়া খাওয়া যাইতে পারে। তারপর দুই চামচ চিনি খাইবেন। চুলা জ্বালাইয়া ১ মিনিট অপেক্ষা করিয়া আস্তে করিয়া পশ্চাতদেশের কাপড়খানা তুলিয়া চুলার উপর বসিয়া যাইবেন। সঙ্গে সঙ্গে আপনার চা তৈয়ার হইয়া যাইবে ।



এত দ্রুত আর কোন পদ্ধতি থাকেল আওয়াজ দিয়েন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৩২

এন ইউ এমিল বলেছেন: আমি এই মাত্র যে টা করলাম "কাটে একটু চাপাতা দিলাম, সাথে সামন্য চিনি, ইলেকট্রিক ক্যাটলিতে পানি গরম করে কাপে ঢেলে দিলাম ব্যাস, হয়ে গেল আমর লাল চা ;)

০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৮

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ভাই আমার কল্পনা করা পদ্ধতিটাও একবার চেষ্টা কইরেন ;)

২| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৪

এন ইউ এমিল বলেছেন: খাইয়া কাম নাই?

০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:০৭

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ঐ তো খাইয়া যখন কাম না থাকবো তখনই তো করবেন :P

৩| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:২৫

স্বস্তি২০১৩ বলেছেন: :P :P :P

০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩০

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: B-) :P B-) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.