![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
চা - শতাব্দী ধইরা চলিতেছে । গরমকাল চা খাইলে শরীরে ঠান্ডা অনুভূত হয় । এখন বলেন এই চা বানানোর পদ্ধতি কি । যুগে যুগে মানুষ বিভিন্ন পদ্ধতিতে চা বানাইয়া আসিতেছে। নীচে তাহাদের মধ্যে একটি পদ্ধতি বর্ণনা করা হইয়াছে।
এইটা আর কিছুই না বিষে বিষে বিষক্ষয় সূত্র ।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
প্রথমে ১ চা চামচ চাপাতা চাবাইয়া গিলিয়া ফেলিবেন। না পারিলে দুই কাপ পানি সহযোগে ঔষধের মতো গিলিয়া খাওয়া যাইতে পারে। তারপর দুই চামচ চিনি খাইবেন। চুলা জ্বালাইয়া ১ মিনিট অপেক্ষা করিয়া আস্তে করিয়া পশ্চাতদেশের কাপড়খানা তুলিয়া চুলার উপর বসিয়া যাইবেন। সঙ্গে সঙ্গে আপনার চা তৈয়ার হইয়া যাইবে ।
এত দ্রুত আর কোন পদ্ধতি থাকেল আওয়াজ দিয়েন।
০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৮
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ভাই আমার কল্পনা করা পদ্ধতিটাও একবার চেষ্টা কইরেন
২| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৪
এন ইউ এমিল বলেছেন: খাইয়া কাম নাই?
০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:০৭
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ঐ তো খাইয়া যখন কাম না থাকবো তখনই তো করবেন
৩| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:২৫
স্বস্তি২০১৩ বলেছেন:
০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩০
সময়ের গ্যাঁড়াকল বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৩২
এন ইউ এমিল বলেছেন: আমি এই মাত্র যে টা করলাম "কাটে একটু চাপাতা দিলাম, সাথে সামন্য চিনি, ইলেকট্রিক ক্যাটলিতে পানি গরম করে কাপে ঢেলে দিলাম ব্যাস, হয়ে গেল আমর লাল চা