![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
টিভি রিমোট টা হাতে নিয়ে গানের চ্যানেল খুঁজছিলাম
হটাত “স্টার জালসা” চ্যানেল চোখে পড়ল
দেখলাম, মধ্যবয়সী ২ জন নারী পুরুষ একটা
রেস্টুরেন্টে বসে গল্প করছে। ভাবলাম, কি আছে এই চ্যানেলের মধ্যে,
যার জন্য অনেক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ চলতে থাকে?
স্বামী বলে, খেলা দেখব, স্ত্রী বলে সিরিয়াল দেখব।
তো মধ্যবয়সী ২ জন যে মহান বিষয় নিয়ে গল্প করছিলঃ
ছেলেঃ আমি জানি, জানি আমি রিশা, তুমি একদমই সুখে নেই
মেয়েঃ কি করার আছে আমার বল? আমার স্বামী আছে একটা মেয়ে আছে
আমি কিভাবে…
ছেলেঃ রিশা রিশা, আমি তোমার চোখের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি
তোমার চোখে অপূর্ণতা ভরা, তোমার মনের আকাশে কালো মেঘ জমে আছে।
আমি কি পারি না তোমার মনের সেই কালো মেঘ দূর করে সূর্যের আলো ছড়াতে?
মেয়েঃ প্লীজ রুদ্র আমি আর পারছি না, আমাকে প্লীজ এভাবে বল না
আমি নিজেকে ধরে রাখতে পারব না।
ছেলেঃ এইতো মাছে টোপ গিলেছে, এখনি সময় বড়শি টান দেবার (মনে মনে)
“আমাকে একটি ভারতীয় চ্যানেল মুক্ত টিভি চ্যানেল দাও
আমি তোমাদের পরকীয়া মুক্ত বাংলাদেশ উপহার দিব”
২| ০৯ ই মে, ২০১৪ দুপুর ২:৫৮
আমি সাজিদ বলেছেন: হেহেহ।একমত।
৩| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:০২
ইলুসন বলেছেন:
৪| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:১৯
শেরশাহ০০৭ বলেছেন:
৫| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৪
দালাল০০৭০০৭ বলেছেন: এর নাম বিনোদন
৬| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৯
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: ভাই আপনি কি আগে এই পোষ্টটা দিছিলেন নাকি কপি পেস্ট মারছেন !! আগে পড়ছি পড়ছি মনে হয়!!!
০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:১৭
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আগে দিসিলাম অন্য আইডি দিয়া
৭| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:০০
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
৮| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫১
মোমের মানুষ-৩ বলেছেন: আমি বাসায় সবসময় আমার ডিশ চ্যানেল থেকে ভারতীয় চ্যানেলগুলো আড়ালে রাখি.......
১০ ই মে, ২০১৪ সকাল ১০:৩৯
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আমিও আগে করতাম কিন্তু এখন আর পারি না,কারণ বাংলা চ্যানেলের থেকে ভারতীয় চ্যানেলই বেশি
৯| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫৫
একজন ঘূণপোকা বলেছেন: ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: ভাই আপনি কি আগে এই পোষ্টটা দিছিলেন নাকি কপি পেস্ট মারছেন !! আগে পড়ছি পড়ছি মনে হয়!!
লেখক বলেছেন: আগে দিসিলাম অন্য আইডি দিয়া
১০ ই মে, ২০১৪ সকাল ১০:৪১
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: কিছু বলবেন
১০| ১০ ই মে, ২০১৪ রাত ২:৩৬
বাংলার ঈগল বলেছেন: বাঁচতে হলে জানতে হবে!
শুধু ক্লিক করেন
১১| ১০ ই মে, ২০১৪ রাত ৩:২০
মিতক্ষরা বলেছেন: বাংলাদেশী টিভি চ্যানেলেও দেখছি স্বল্পবসনা নারীদের উপস্থিতি। সেইটাও খুব শোভন কিছু নয়।
১২| ১০ ই মে, ২০১৪ ভোর ৫:১০
সচেতনহ্যাপী বলেছেন: আপনার সাথে আমি কিছু যুক্ত করছি দেখেনতো ভাল লাগে কিনা।। স্বাধীন বিচার বিভাগ। নির্দলীয় নির্বাচন কমিশন। এবং সিবিআই এর মত প্রভাবমুক্ত একটি দল।।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৪ দুপুর ২:৫৩
গ্রাসহোপার বলেছেন: hmm