নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

" ওয়েজ টু সে টু বাপ মা "বিয়া কর্তাম চাই "

২০ শে জুন, ২০১৪ রাত ১২:০২

আমাদের ঘরে এমুন বাপ মা হবে কবে? বিয়া করতে না চাইলেও জোর করে বিয়া দিবে মাঝে মাঝে ব্লগিং-ফেইজবুকিং করতে আইসা কান্তে কান্তে কম্পু ভিজায়া ফালাই,রাইতে ঘুমের মইদ্যে চিক্কুর মাইরা উঠি।ইহার হেতু কি?

আর কিছুনা ব্লগে ,ফেবুতে আইলেই দেখি আমার পরানপ্রিয় লুল ভাইয়েরা বিয়ার লাইগা কাইন্দা ব্লগ তলায়া ফালাইতাছে।ফেসবুকের ওয়ালে মাথা বাইড়াইয়া শেষ কইরা ফালাইতাছে।তাদের আহাজারি দেইখা আমার বুকটা চৈত্র মাসের বান্গির লাহান ফাইট্টা যায় হ্যা জনাব আপনাদের জন্যই রাইত দিন খাইটা আবিষ্কার করছি



" ওয়েজ টু সে টু বাপ মা "বিয়া কর্তাম চাই "



১. ড্রয়িং রুমে বইসা উচ্চ ভলিউমে ভালোবাসার নাটক,মুভি,সিরিয়াল দেখুন।হেরা তো আর ভাতের মাড় খায়না যে বুঝবো না ২.রুমের ডাবল খাট থাকলে কাইট্টা ২ ভাগ করেন।বাপে জিগাইলে কইবেন একলা মানুষ এতো বড়ো খাট দিয়া কি করুম? ৩.ঘর নোংরা কইরা রাখেন।মা চিল্লাইলে কইবেন আমি একলা মানুষ কয়দিক দেখমু?

৪.বইন থাকলে জলদি বিয়া দেওনের ব্যবস্থা করেন।মায়েরে খালি কইবেন মাইয়া বিয়া দিবা কবে? মায়ে ঠিক ই বুঝবো পোলার দুক্কু কোন জায়গায়?

৫.দাড়ি মোছ,চুল বড়ো রাখা শুরু করেন।সব বাপ মায়ের কাছেই ইহা প্রেমে পড়নের লক্ষন

৬.রান্না ঘরে গিয়া হুদাই মায়েরে হেল্প করেন।কইবেন তোমার তো অনেক কষ্ট হয় আম্মা ,ঘরে একটা মাইয়া মানুষ নাই তাই তোমারে হেল্পাইতে আইছি বাকি হেল্প মায়ে ই করবো

৭.ঘরের মইদ্যে বাচ্চা পুলপাইনের ছবি দিয়া ভইরা ফালান

৮.দুই দিন পর পর মায়েরে জিগাইবেন আম্মা আমার বয়স জানি কতো ? ২- দিন না হোক ৪ দিন পরে মা ঠিক ই বুঝবো পোলায় কেন খালি বয়স জিগায় ?

৯.ম্যারেড বন্ধু বন্ধু থাকলে বউসহ দাওয়াত দেন।আর বাপ মার লগে পরিচয় করায়া দেন।বিদায় লওনের সময় আবার পরিচয় করায়া দেন হেরা যাওনের পরে বাপ মারে কন " কি সুন্দর জুটি" কি কও আম্মা?

১০.এলাকায় ঘটক চাচা থাকলে দিনে ১০ বার রাস্তায় সালাম আদাব দেন।চার দোকানে দেখলে জোর করে চায়ের বিল দেন।বাকি কাম চাচাই করবো

১১. বন্ধু বান্ধবের পোলাপাইন হইয়া থাকলে ঐ গুলানরে সারাদিন কান্দে লইয়া বাপ মার সামনে ঘুরবেন।

১২.রাত্রে দেরী করে ঘরে আসলে বকা দিলে মায়েরে কইবেন " ঘরে আইলে কেমন জানি খালি খালি লাগে " বাসা ভরাটের ব্যাবস্থা তেনারাই করবেন

১৩.মাথায় ২-১ টা পাকনা চুল থাকলে মায়ের কাছে গিয়া কইবেন আম্মা দেখছো আমার না চুল সব পাইকা যাইতাছে।

১৪. দুই দিন পরপর বন্ধুর বিয়া খাওনের নাম কইরা শুক্কুর বার বাসায় থাকবেন না

১৫. রান্না বান্না নিয়া কম্পলেইন করতে থাকেন।কইবেন কি রান্ধো না রান্দো? আমার পছন্দের দিকে তোমার খেয়াল ই নাই খালি আব্বার পছন্দের খাওন রান্ধো

১৬.কম্পিউটারের ওয়াল পেপার হিসাবে সুন্দরী ঘোমটা দেওয়া মাইয়াগো ছবি দিয়া রাখেন আর সেই কম্পু বাপের রুমে মাঝে মইদ্যে ভুলে রাইখা আসনের অভিনয় চালায় যান

১৭.বন্ধু বান্ধবের বিয়ার সিডি আইনা বাসার ড্রইং রুমে বইসা দেখা শুরু করেন।আর মায়েরে কন আম্মা দেখো দেখো বউটা সুন্দর না?

১৮. নতুন বড়ো দেইখা কোল বালিশ কিন্না আনেন।ঐটার খাটে সুন্দর কইরা সাজায়া রাখেন

১৯.বাসায় বেশি বেশি কইরা মেয়ে বন্ধুদের দাওয়াত দেন আর আসলেই ফুসুরফাসুর আলাপ শুরু কইরা দেন।বেগানা মাইয়া দেখলে বাকিটা বাপেই বুঝবো।

২০.মাঝে মইদ্যে বান্ধবি বা প্রেমিকারে বাপের নাইলে মায়ের মোবাইল নাম্বার দিয়াফোন দিয়া কন আমার মোবাইল নষ্ট।ঐ নাম্বারে ফোন কইরা আমার ডাইকা দিতে কইয়ো

২১.মাঝে মইদ্যে দরজা লাগায় শুয়ে থাকেন।ঘরে চিড়া মুড়ি লুকায়া রাখতে ভুইলেন না।বাপ মা ভাত খাওনের লাইগা ডাকলেও দরজা খুলবেন না।কইবেন কিছু ভালো লাগতেছেনা, বিরক্ত না করতে।

২২.আমার মতো যাদের ব্লগে বোন ,দুলাভাই আছে তারা বিয়া করতে মুন্চায় বিষয়ক পোস্ট দেন বা পোস্টে কমেন্টস করেন নয়তো মেয়ে ব্লগারদের পোস্টে বেশি কমেন্টস করেন।অবশ্যই লুতুপুতু টাইপ।পরের দিন বইনের চোখে পড়লেই কেল্লা ফতে ২৩.যার বিদেশে আছেন বাপ মা যদি জিগায় কিরে কবে আইবি? গলা টানা দিয়া উদাস সুরে কইবেন" দেশে আয়া কি করুম"? তোমাগে লগে তো ফোনে কথা হয় ই

২৪.বাপের কাছ থাইকা নিরাপদ দুরুত্বে বইসা গুন গুনাইয়া প্রেমের গান গাওয়া শুরু করেন

২৫.হাত পায়ের নখ বড় রাখা এবং অবহেলায় নোংরা করে রাখা মায়ে চিল্লাইলে কইবেন কি করুম কাইটা দেওনের লোক নাই ( জেমসবন্ড)

২৬.মাঝে মইদ্যে বাপের কাছ থাইকা চুলের কলপ ধার করতে পারেন

২৭.তারপরেও যদি কাম না হয় তাইলে লাজ শরমের মাথা খাইয়া ইজ্জতের খতনা দিয়া বাপ মারে গিয়া কন "আব্বা বিয়ার বয়স তো পার হইয়া গেলো রাস্তায় পুলাপাইন দেখলে কাক্কু কইয়া ডাকে বিয়া দিবা কবে কও ?"

আর মেয়েদের জন্য তো বিয়া হইলো হাতের মোয়া এলাকার কোনো এক পোলার নাম দিয়া নিজেই একটা লাভ লেটার লেইখা বাসার ঠিকানায় পোস্ট কইরা দেন।বাপে যখন চিঠি পড়বো আশা করি ১ মাসের মইদ্যেও ফরজ কাম সারানোর ব্যবস্থা হইয়া যাইবো আপনাদের কাছে আরো আইডিয়া থাকলে সেই গুলা ও শেয়ার করেন এবং দেশের সর্বহারা,কূলহারা,অসহায় লুল ভাইদের সাহায্যার্থে এগিয়ে আসুন লুলবাদীরা অমর হউক।



পুরোনো পোস্ট

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ রাত ১২:৩৬

গাধা গরু বলেছেন: অস্থির ছিল তো আইডিয়া গুলা
দেখি এই অভাগা কামে লাগাইতে পারি কিনা


আপসোস আপনে বড় ভাই সব বুঝেন
খালি বাপ মা কিছু বুঝে না

দোয়া গো দোয়া কইরেন
আল্লাহ উপর থিকা রশি ফালাও নিচ থিকা আপলোড হই

এই একাকি জীবন আর ভালো লাগে না .।.।.।।

২৩ শে জুন, ২০১৪ রাত ১০:৪৩

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: :(

২| ২০ শে জুন, ২০১৪ রাত ১২:৫১

আহমেদ নিশো বলেছেন: লেখক বলেছেনঃ "আব্বা বিয়ার বয়স তো পার হইয়া গেলো রাস্তায় পুলাপাইন দেখলে কাক্কু কইয়া ডাকে বিয়া দিবা কবে কও ?" =p~ =p~ =p~

২৩ শে জুন, ২০১৪ রাত ১০:৪৪

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ভাই ঘটনা কিন্তু সত্য

৩| ২০ শে জুন, ২০১৪ রাত ১২:৫৩

অয়োময়ী বলেছেন: :D দারুন আইডিয়া।

২৩ শে জুন, ২০১৪ রাত ১০:৪৪

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ;)

৪| ২০ শে জুন, ২০১৪ ভোর ৪:৩৩

মৃদুল শ্রাবন বলেছেন: দু:খের বিষয় কামড়া আগেই সাইরা ফ্যালাইছি। নিইলে "বাসায় বেশি বেশি কইরা মেয়ে বন্ধুদের দাওয়াত দেন আর আসলেই ফুসুরফাসুর আলাপ শুরু কইরা দেন।বেগানা মাইয়া দেখলে বাকিটা বাপেই বুঝবো" টেকনিক টা এপ্লাই কর্তাম।

২৩ শে জুন, ২০১৪ রাত ১০:৪৫

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: কইরাই ফেললেন ভাই।।আমগরে একলা রাইখা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.