![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
প্রেমিকার বাড়িতে বসে নতুন কেনা থ্রিডি টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল ফুটবল-ভক্ত আ তে ল সাহেব
হঠাৎ টের পেল, তার হবু শ্বশুর বাড়িতে এসে হাজির।
তাও আসছে একেবারে ড্রইংরুমের দিকেই।
জান বাঁচাতে আর কোথাও পালানোর জায়গা না পেয়ে
আ তে ল সাহেব শেষে টিভির পেছনেই ঠাঁই করে নিল।
এদিকে প্রেমিকার বাবাও এসে বসল টিভির সামনে খেলা দেখতে,
নড়াচড়ার নাম নেই।
আ তে ল সাহেব দেখল, এখানে বসে থাকলে ম্যাচটা আর দেখা হবে না।
তাই আর সহ্য করতে না পেরে সে টিভির পেছন দিক থেকে বের হয়েই এল।
।
।
তাকে দেখে হবু শ্বশুর তো ভীষণ অবাক।
।
।
বলল, ‘আরে! একে কখন লাল কার্ড দিল রেফারি? দেখলাম না তো!’
©somewhere in net ltd.