![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
বরাবর,
আব্বা
আমার বাসার বাইরের রুম
বাংলাদেশ, ঢাকা
বিষয়ঃ বিয়া করার কথা জানিয়ে আব্বার নিকট একখানা দরখাস্ত।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার একমাত্র পোলা কুদ্দুইচ্চা। আপনার কথা মানতে সর্বদা চেষ্টা করি। কিন্তু কিছু দিন হইলো বন্ধু মহলের অনেকের বিয়া দেইখা আমারও ধরছে। আরও আকুল ভাবে জানাচ্ছি যে রাইতে কোল-বালিসও বেইমানী করে মানে হেতেরে খুঁজি পাই না সকালে দেহি হেতি আমার খাটের তলে।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমারে একখান পরীর লগে বিয়া দিতে আপনার যেন মর্জি হয়।
আপনার একান্ত বাধ্যগত পোলা
বি এস আর কুদ্দুইচ্চা
শ্রেণীঃ বিয়া করার বয়স শেষ হইয়া যাইতাছে, রোলঃ ৭২০
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: হাহ হাহ হা
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: হা হা হা মজা পেলুম !