![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
একটা রীতি বর্তমানে দেশে চলে আসতেছে "আপনার প্রেমে রাজি না হলে তাঁকে বিভিন্ন ভাবে ক্ষতি করুন"
আচ্ছা ভাই আপনার কি সব জামা ভালো লাগে নাকি সব ধরনের প্যান্ট ভালো লাগে নিশ্চয়ই না তাই না...
এইটাই স্বাভাবিক কেননা একটা মানুষের সব কিছু ভালো লাগবে না...
ঠিক তেমনি একটা মেয়ের সব ছেলেকে ভালো লাগবে না আপনাকে তাঁর ভালো না লাগতেই পারে কারণ আপনি টম ক্রুজ না আর আপনি যাকে ভালবাসেন সেও এঞ্জেলিনা জলি না যে তাঁর ভাব বসে বসে দেখতে হবে...।
আপনি মেয়েটাকে ভালবাসেন কিন্তু সে বাসে না অনেক কষ্টের ব্যাপার কিন্তু ইচ্ছার বিরুদ্ধে না যাওয়া ভালো নয় কি...।
একতরফা ভাবে কিছুই হয় না ধরুন আপনি দোকান দিয়েছেন কিন্তু কাস্টমার নাই তাহলে আপনার দোকান চলবে বলেন? চলবে না ঠিক তেমনি আপনি মেয়েকে ভালোবাসেন কিন্তু সে বাসে না তাহলে কি এটা ভালবাসা হলো বলেন?
আপনি কাকে ভালবাসেন সেটা না খুঁজে কে আপনাকে ভালবাসে সেটা খুজেন
তারপর যদি দেখেন সে আপনার জন্যই অপেক্ষারত তাহলে অবশ্যই ফেলে দিবেন না কেননা
"ভালবাসা হল কাঁচের গ্লাসের মতো ফেলে দিলেন তো ভেঙ্গে গেলো জোড়া লাগানোর বেবস্থা খুবই কম আর যদি লাগেও তাহলে আগের মতো করে পানি খেতে শান্তি পাবেন না"
আমরা অনেক মেয়েকে ভালবাসি কিন্তু কয়জন কে পাই নিশ্চয়ই একের অধিক না কিন্তু দেখেন যে আপনাকে ভালবাসবে সে শুধু আপনাকেই বাসবে আমার মনে হয় গুটিকয়েক মেয়ে আছে যে তাঁর প্রথম ভালবাসা ফেলে দেয়।
তাই অপেক্ষা করুন এবং দেখেন কে আপনাকে ভালবাসে,
আমি জীবনে অনেক মেয়েকে ভালবেসেছি যেমনঃ রিচি, সুমাইয়া শিমু, তারিন, শমী কায়সার, তারানা হালিম ইত্যাদি ইত্যাদি
কিন্তু কেউ আমাকে ভালোবাসে নাই কেননা আমার বাহ্যিক সৌন্দর্যটা নাই...(তবে যা আছে চলে যাবে) কিন্তু বর্তমান যুগ অনুসারে নাই......
"অনেকে বলে প্রেম করতে চেহেরা লাগে না এইটা ভুল আসলে প্রেম করতেই চেহেরা লাগে বিয়ে করতে চেহেরা লাগে না"
একটা জিনিষ চিন্তা করেন আপনি দোকান থেকে একটা মাখনের প্যাকেট কিনলেন এখন দেখলেন প্যাকেটায় ময়লা পড়ে আছে এখন আপনি কি সেটা নিবেন নাকি যেটার প্যাকেটটা সুন্দর সেটা নিবেন?
অনেকেই বলবেন ভালো প্যাকেটের জিনিষ ভিতরে খারাপ হয় কিন্তু সবার আগে কিন্তু প্যাকেট
এখন আসল কথা আপনাকে ভালবাসল না বলে আপনি তাঁর ছবি যেকোন উপায়ে একটা খারাপ কাজে লাগালেন তাঁর নাম্বার খারাপ জায়গায় দিলেন এতে কি হল তাঁর ভবিষ্যৎটা নষ্ট হল কিছু বাজে ছবির কারণে কিন্তু চিন্তা করেন আপনার কিন্তু বোন আছে এমন হতে সময় লাগবে না...... সব থেকে বড় কথা আপনি যেমনটি করবেন আল্লাহ তা আলা ঠিক তেমনই আপনাকে ফিরিয়ে দেবে......
তাই অনুরধ দয়া করে এই কাজ গুলো করবেন না
এখন আরেকটা কথা প্রেম কেন করতে হবে?
খুব সাধারণত ছেলেদের ১৭-২১ বছর পর্যন্ত খুব বেশি দেখা যায় এই রোগটা
আবার মেয়েদের ১৫-২৩ বছর পর্যন্ত খুব প্রকট আকারে এই রোগটা দেখা যায়
এর একটাই কারণঃ
আমাদের দেশে যখন থেকে সবুজ চলচিত্র বিনা-দ্বিধায় পাওয়া শুরু হলো তখন থেকেই...
একটু ভাবুন বর্তমানের অধিকাংশ প্রেম হলো খাওয়া-দাওয়া পর্যন্ত চিন্তা এর বেশি কিছুই না>>> ঠিক কিনা?
তো বোঝায় যাচ্ছে সবুজ চলচিত্র বন্ধ হলেই এই সব নামে মাত্র প্রেম গুলো বন্ধ হবে
আজকে আর না ঠিক এইখান থেকেই আবার আরেকদিন লিখবো
©somewhere in net ltd.