![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
একদা কাউকে কাঁদিয়েছিলাম মনের অজান্তে আজ নিজেই কাঁদলাম মনের অজান্তে বিধির নিধন খেলাটাই বোঝা দায়।
একদা কাউকে বলেছিলাম আমি না তোমাকে কখনো ভালোইবাসি নাই
খুব কেঁদেছিলো হয়তো আক্ষেপের বসে দূরে চলে যাওয়া তাই আজ সেটার শোধ উঠে গেলো আমিও আজ কিছুটা জর্জরিত হয়ে কাঁদলাম সাথে কিছু মনের ব্যাথা সাথে কিছু শরীরের চিনচিনে ব্যাথা সব মিলিয়ে রাতটা স্মরণীয় হয়ে গেলো আমার মস্তিষ্কের স্মৃতির পাতায়।
একটা কথাই বলে গেলো "আমি জানি তুমি ভালোবাসো মানি খুব ভালোবাসো কিন্তু ছেড়ে থাকাটা অসম্ভব কিছু না" ধরে নিলাম এটাই শেষ কথা মূলত একটা কথাই সত্য আসলেই আমাকে কেউ বুঝলো না, সকলের জন্য সব কিছু না এইবার খেন্ত দিলাম।
চলো সজল ফিরে যাই সেই পুরনো সজলের কাছে
©somewhere in net ltd.