নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

কতো মানুষের স্বপ্নের গাড়ি দেখি
কতো মানুষের স্বপ্ন গুলোর সুন্দর বাড়ি দেখি
কতো মানুষের স্বপ্ন গুলোর হাতল যুক্ত হাতিয়ার দেখি

দেখেছি কতো লোকের স্বপ্নের উচ্চতায় উঠে যাওয়া
দেখেছি কতো লোকের স্বপ্ন কে এক টুকরো বাস্তবে রুপ দেওয়া।
.
তবে সকলের মতো আমার স্বপ্নের গাড়ি নেই কেনো!
আমার স্বপ্নের বাড়িই বা কোথায়
আমার স্বপ্নের হাতিয়ার তো দূরে থাক হাতলটাই বা কোথায়।
কেনো সকলের মতো আমার স্বপ্নের কোন বাস্তবতা নেই!
চাই না তো এক টুকরো বাস্তবা এক চিমটি বাস্তবতা হলেই আমার চলে যায় কিন্তু স্বপ্নের বাস্তবতা এতোটাই ক্ষীণকায় যে হাতরে যাই কিন্তু পাওয়া যে আসলেই দুষ্কর। সব থেকে বড় কথা যা হবার নয় তা হওয়ার একমাত্র ও উপযুক্ত পাত্র হলাম আমি শুধুই আমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.