নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

আমি আসলেই আমি

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

অবসরে যখন একাকীত্ব আমাকে গ্রাস করে, আমি অনুভব করি কোন এক তোমাকে। মাঝে মাঝে আমি নিজেকেই বুঝতে পারিনা, অবশ্য বুঝতে চাওয়াটা ও কম বোকামী নয়। আমি আমার কষ্টগুলোকে হাসি মুখেই মেনে নেই, বলি মনে হয় জীবন এমনি। কারো কাছ থেকে বেশি কিছু আশা করিনা – সে হোক আপন বা পর। এলোমেলো স্বপ্নকে তারার মত গুনে দেখি কয়টা হল সে হিসাব আর মেলেনা। জীবনে ব্যস্ততা থাকার কিছু সুবিধা আছে, এর মধ্যে একটি হচ্ছে নিজেকে অনেক কষ্ট থেকে ভুলিয়ে রাখা যায়। কিন্তু বসন্ত যখন আসে তখন নিজেকে আর ভুলিয়ে রাখা সহজ হয়না।

ধৈর্য!!!
আমি তো ধৈর্য্য ধরেই আছি, কিন্তু এভাবে আর কত! আমার স্বপ্নগুলোর কি হবে? আমার যে সময় চলে যাচ্ছে, তা তো আর ফিরে পাবনা। জীবন অথবা বাস্তবতা বড়ই কঠিন। আবার কিছুই না – কেননা আমার উপর আমার কোন কন্ট্রোল নাই, তিনি আমাকে কন্ট্রোল করেন তিনি সব ঠিক করে রাখছেন, তার অনুমতি ছাড়া আমার এক ইঞ্চি ও কিছু করার নাই।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.