নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

দোষটা দেই আমরা দেশেরই!!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

আমি আমার দেশকে বড়ই ভালবাসি। কিন্তু সমস্যার ব্যাপার হলো আমি এখনো আমার এই দেশকে অনেক ভাল কিছু উপহার দিতে পারিনি। আমি খুব ভাবি এই দেশ নিয়ে। আমার এই তীব্র দেশপ্রেমের দৌড় এই পর্যন্তই।

আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ নিজের দেশকে যতোটা ভালবাসে, পৃথিবীর আর কোন দেশের মানুষই নিজের দেশকে এতোটা ভালবাসে না। আমি জানি এই ভাবনাটা অযৌক্তিক। কিন্তু আমার কাছে এতোটা অযৌক্তিক মনে হয় না।

আমারা বাঙালিরা অনেক আগে থেকেই দেখে এসেছি কিভাবে ভিনদেশি মানুষ এসে আমাদের সম্পদ লুটেপুটে খায়। আমাদের এই বঙ্গদেশে প্রাচুর্য এবং সম্পদের অভাব ছিল না। আমরা কয়েক শত বছর আগেও অনেক সুখে শান্তিতে থাকতাম। আমাদের খাদ্য, পোশাক, জীবন-সবই খুব সাদামাটা ছিল। সেই সাদামাটাই আমাদের কাছে বহুমূল্যের ছিল। আমরা জানতাম না আধুনিকতা কি জিনিস। আমরা নিজেদের দেশের খাদ্য-বস্ত্র নিয়েই অনেক বেশি সন্তুষ্ট ছিলাম। দিনের বেলা কঠোর কায়িক পরিশ্রম করে রাতের বেলা শান্তিতে ঘুমিয়ে পড়তাম আমরা। কোনকিছুরই অভাব বোধ করতাম না তেমন একটা। আমাদের বঙ্গদেশ তখন ছিল নানাবিধ সম্পদে ভর-পুর।

বাঙ্গালি স্বভাবত অনেক নম্র, অনেক সাধারন আর বেশ আরামপ্রিয়। তবে এই আরামপ্রিয় সাদামাটা জাতির দেশে আজকে এতো অশান্তি কেন? এতো রাজনৈতিক অস্থিরতা কেন? এতো রাজনৈতিক অস্থিরতার কারণটা হল আমরা নিজেরাই। আমরা সবাই কিন্তু দেশকে প্রচণ্ড ভালবাসি, কি বিএনপি আর কি আওয়ামিলীগ। তবে আমরা কৌশল কম জানি। জানি-ই না বলতে গেলে। আপনি কি ভাবছেন আমি পাগলের প্রলাপ বকছি? আপনি হয়তো প্রশ্ন করছেন-‘কৌশল না জানলে রাজনীতিতে এতো ঝামেলা থাকে কিভাবে?’

হ্যা, ঠিক আছে। আমি মানলাম আমাদের রাজনীতি অনেক জটিল, অনেক ঝামেলাপূর্ণ। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন? খুব সভ্য দেশগুলোতে কিন্তু মানুষজন রাজনীতি নিয়ে এতো বেশি ক্ষেপে নেই। এটাও হয়তো পাগলের প্রলাপ ভাবছেন। আপনি এখন প্রশ্ন করতে পারেন-‘কই বিদেশেও তো দেখি কতো মানুষ স্ট্রাইক করে, বিদ্রোহ করে। সভ্য দেশেও তো কতো যুদ্ধ হয়.. হয় সব জায়গায়ই হয় কিন্তু এখন আমরা এমন হয়ে গেছি যে চুনের থেকে পান খসলে আমরা দেশটাকে একবার নর্দমায় চুবাই আবার উঠিয়ে ফেলি। অন্য দেশেও যে হয় তা না হয় পরে বল্বো আরেকদিন। কিছু হলেই দোষ দেই দেশের আরে বাবা দেশের দোষ কি!!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩

কবি এবং হিমু বলেছেন: দেশের দোষ না দিয়ে কি জাতি কি করবে ভাই?সরকারের দোষ দিলে তো জেল বা গুম হবার ভয় থাকে তাই জনগন দেশের দোষ দেয় :P

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: বেচারা দেশ পরেছে বিপাকে :(

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: ঠিকই বলেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: হয়তো

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:

" আমারা বাঙালিরা অনেক আগে থেকেই দেখে এসেছি কিভাবে ভিনদেশি মানুষ এসে আমাদের সম্পদ লুটেপুটে খায়। "

-বাংগালীরাই সবচেয়ে বড় লুটেরা

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: হয়তো এখন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.