নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ বাচেঁ আশা নিয়ে।আমিও তাই....

আমিন সম্রাট

আ্মি সব সময় একটু সাধারন ভাবে থাকতে এবং সাধারন মানুষকে ভালবাসি ।আল্লাহর প্রতি অটুট বিশ্বাস স্থাপন করা সকল মুসলমানের উপর ফরয ।

আমিন সম্রাট › বিস্তারিত পোস্টঃ

তুমি অনন্যা

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৯

তুমি রক্তজবা সূর্যমুখী কিংবা গোলাপ নও

গন্ধরাজ শিউলি বকুল জুঁই চাঁপা ও নও

নও করবী রজনিগন্ধা মল্লিকা কিংবা কেয়া

হাস্নাহেনা বেলি পদ্মা কিংবা ডালিয়া।

তুমি তো কবির লিপির কল্পিত রাজকন্যা।।

আল্লাহতায়ালার সৃষ্টির মাঝে তুমি তুলনাহিনা

রূপগুণ আর মাধুর্যে সত্যি অনন্যা,

এতই রূপবতী যা চাঁদকেও হার মানায়

নির্জনে নিরবে আবার, সবাইকে জ্বালায়

কাজল কালো চোখ তোমার কণ্ঠ কি মধুর,

যে বুঝবে হতেই হবে অবাক বিভোর।

চলনে তুমি বলনে তুমি কত যে সংযমী

জানিনা তোমায় কীসে গড়েছেন ঐ অন্তর্যামী ,

শিল্পির তুলি কবির কবিতায় হয়না তুলনা

সত্যিই তুমি, তুমাতেই তুমি,তুমি অনুপমা।

ধরণীর ঘরে আছেগো যারা সুন্দরের পূজারী

দ্বিধা লজ্জা ভুলে করবেগো দাবি তোমারই,

অনন্যা তুমি সুভাষ বিলাও সব পূজারীর মনে

এই কামনা করি আমি নিভৃতে গোপনে।

সুন্দরের পূজারী বলে লিখলাম কিছু কথা

তাতে তুমি ভেবোনা খারাপ নিওনা মনে ব্যথা,

ভালো থেকো সুস্ত থেকো এই মোর কামনা

সত্যি তুমি বন্ধু তুমি তুমি যে অনন্য।।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৫

ছদ্ম-নাম বলেছেন: অনন্যা তুমি সুভাষ বিলাও সব পূজারীর মনে
এই কামনা করি আমি নিভৃতে গোপনে।
সুন্দরের পূজারী বলে লিখলাম কিছু কথা
তাতে তুমি ভেবোনা খারাপ নিওনা মনে ব্যথা,
ভালো থেকো সুস্ত থেকো এই মোর কামনা

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৬

আমিন সম্রাট বলেছেন: ভুল দেখে কেউ করিও না গালাগালি
এই কথা আজ তুমাদের সবাইকে বলি

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৯

যখন ভালবাসলাম বলেছেন: ভাল লেগেছে 8-|

০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২৩

আমিন সম্রাট বলেছেন: ধন্যবাদ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৩

শিশিরের বিন্দু বলেছেন: চমৎকার কবিতায় ভাললাগা রেখে যাচ্ছি। :) :)


অনেকদিন পর আপনাকে দেখছি।

০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

আমিন সম্রাট বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখছি

ভালো লাগার জন্য ধন্যবাদ।।

৫| ০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

ছাইরাছ হেলাল বলেছেন:

পড়লাম।

০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

আমিন সম্রাট বলেছেন: কি হল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.