নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

ফাগুন এসেছিল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১১



কতনা ফাগুন এসে চলে গেল মনের দিগন্ত ছুঁয়ে
অপেক্ষার পাঁপড়িগুলো প্রস্ফুটিত হয়নি আজও
মনের আঙিনায় আঁধারের অবগুন্ঠন
মনপাখিটা ক্লান্তিহীন উড়ে উড়ে যায়
কোন দূর অজানায়।

এখনও
হৃদয়ের তন্ত্রীতে বাজেনি প্রণয়ের সুর
পথের বাঁকে কি অপেক্ষার শেষ?

গাঢ় স্বরে আরো একবার
ফিরে আসার আহবান
যদি ইথারে অনুরণিত হয়,
আবারও গাইব ঐকতানের সুমধুর গান...
মনের খোলা জানালায় এসে দাঁড়াও ওগো
দু’হাত বাড়িয়ে, আপন করে নেব।

পাবো কি তবে অবশেষে
অধরোষ্ঠের সুনিপুণ প্রগাঢ়তায় মোড়া
নির্ভরতার অসীম শিহরণ জড়ানো প্রেম,
পরম আরাধ্য ভালবাসার
মৃত্যুহীন অনন্ত স্বর্গীয় জীবন?

এসো তবে নির্ভীকতার দৃপ্ত পদক্ষেপে
সাড়া দাও পরম নিশ্চয়তায়
বাঁধা পড় সুদৃঢ় উষ্ণ আলিঙ্গনে
মিলেমিশে একাকার হোক দু’টি সত্তা
চিরতরে, সময়ের গন্ডি পেরিয়ে
মহাকাল অবধি।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

ন্যায়দন্ড বলেছেন: +++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকেও +++

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফাগুন নেমে আসুক দেশের বুকে, এদেশের প্রাণে।

কবিতা সুন্দর হয়েছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত শাহাদাৎ ভাই। শুভেচ্ছা রইল।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললাগা বাসন্তি উষ্ণতার স্বপ্নময় কাব্যে :)

+++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্যও বাসন্তি উষ্ণতার স্বপ্নময় শুভেচ্ছা। ভাল থাকবেন।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

শায়মা বলেছেন: নেক্সট ফাল্গুনে মনোবাসনা পূর্ন হৌক! :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন, কেন? নেক্সট ফাল্গুনে কেন? এই ফাল্গুনে হতে দোষ কী? এখনও তো ফাল্গুন শেষ হয়ে যায়নি? :)

আপনার সেই তাবৎ দন্তসমূহকে নড়বড়ে অতঃপর সমূলে উৎপাটনকারী কবিতাসমূহ ইদানীং ব্লগে নুতন করিয়া শোভাবর্ধন করিতেছে না। ইহাতে আমরা বালককুল যারপরনাই উৎকন্ঠার সহিত দিনাতিপাত করিতেছি। আমাদিগকে এহেন অনির্বচনীয় বস্তুর রসাস্বাদন হইতে বঞ্চিত করিবার প্রয়াস নিন্দনীয় বলিয়া ঘোষিত হইল। অচিরেই কিঞ্চিৎ রসাস্বাদন করিবার বন্দোবস্ত না করিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হইবেক। :P

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১০

উম্মে সায়মা বলেছেন: ফাগুন আসুক বারেবারে। অপেক্ষার পালারও অবসান হোক.....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা। ভাল থাকবেন।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২২

আটলান্টিক বলেছেন: ভাগ্য ভাল হলে একদিন অপেক্ষার ফুল ফুটবে :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাগ্যের আশায় বসে থাকলে চলবে কেমন করে? অনিশ্চয়তায় থাকতে চাই না। :)

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

শায়মা বলেছেন: চুপ!!!!!!! X((

আমার কাব্য দন্ত ভঙ্গকারী!!!!!!!!!!!! X(

আমার কাব্য সমূলে দন্ত উৎপাটনকারী!!!!!!!!! B:-)


যাও আমি আর কাব্যই লিখবো না!!!!!!! :(

আসলে ব্লগে মাঝে মাঝে কিছু পান্ডিত্যমূলক সাহিত্যিক/ সাহিত্যিকিগণের আবির্ভাব হয় গায়ে মানে না আপনি মোড়ল তাদের দন্ত ভাঙ্গিতে বা উৎপাটনের নিমিত্তেই আসলে সেসব কাব্য ছিলো বেবিভাইয়ু!!! :)

আজ তাহারাও নাই আমার কাব্যও আসে না। আসলে সাথে নিন্দুক বা সমালোচক না থাকিলে আমার প্রতিভা বিকশিত হয় না! :) :) :)

যাইহোক এবার আরেকখানা সত্য কথন বলি, আমি আসলে কিছু অনুষ্ঠান নিয়ে ভীষন বিজি আছি কয়েকদিন! অবস্থা মরো মরো ! :( :( :( তাই আমার খট্টাঙ্গ পূরান বলো আর মাল্টি নিকং বলো সবখান হইতেই অবসরে আছি! :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে অপেক্ষায় থাকলাম আপু। কিন্তু সামুর ব্র্যান্ড আইকনের লেখা এতদিন পরপর এলে কি মন ভরে? ব্যস্ততা শেষ হলে খুব তাড়াতাড়ি আরেকটা খট্টাঙ্গ পূরান রচনা করে ব্লগে ছেড়ে দাও আপু।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০

শায়মা বলেছেন: ওকে ওকে তাহাই হইবেক!!!!!!

একটু সামলাই নেই আগে !!!! :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

কথাকথিকেথিকথন বলেছেন:



ফাগুন ঝরা আগুনে প্রষ্ফটিত হোক শীতল গোলাপ ! হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াক শান্তির চিল ।

বসন্তের শুভেচ্ছা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকেও অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাল থাকুন সবসময়।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো। +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা। ভাল থাকবেন।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: এ ফাগুনে কবির জীবনে নতুন কেউ আসুক ! বিরহী গান আর ভাল লাগেনা। ;)


কবিতা সুন্দর হয়েছে+++


কেমন আছেন??

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতায় বিরহের আবহ না থাকলে কবিতা তেমন জমতে চায় না। না, নতুন করে কাউকে চাই না। যাকে চাই সে বুঝলেই হল।
ভাল আছি ভাই। প্রশংসার জন্য ধন্যবাদ। আপনাকে মাঝেমধ্যেই অনুপস্থিত পাই। মনে হয় কিছু নিয়ে ব্যস্ত আছেন?

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ সুমনদা। ভাল থাকুন।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: হুম একটু ব্যস্ত ছিলাম।।। আমি ভাল আছি ভাই ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবাই আসলে কমবেশি ব্যস্ত।
আপনার একজন পুরনো পাঠক মনে হয় একটু গোসসা হয়েছে। আপনার ওখানেও দেখলাম না? ;)

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৭

ওমেরা বলেছেন: ফাল্গুন এখনো শেষ হয়নি, চেষ্টা করেন । তাহলে আপনার অপেক্ষার প্রহর শেষ হয়ে প্রণয়ের সুর বাজতে পারে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনিই নাহয় শিখিয়ে দিন কীভাবে চেষ্টা করলে তার মনের দুয়ার খোলা যাবে?

ভাল আছেন আশা করি? সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা। ভাল থাকুন।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৭

মনিরা সুলতানা বলেছেন: ফাগুন আসুক উদাসী হয়েই -
সব পাওয়া তে ও উদাসী থাকুক ,তবেই না কবিতা পাবো

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। ভাল বলেছেন আপু। উদাসী হয়েই থাকা যাক। যতদিন সম্ভব আরকি।
শুভকামনা আপু। ভাল থাকুন।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা অনেক ভাল লাগল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ সোহেল ভাই। শুভকামনা সবসময়।

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

ফাগুন আসুক বনে বনে,মনের কোনে...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসুক না। আসতে বাধা নেই। তবে ফাগুনের সাথে আগুনও আসুক।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। সুন্দর ও সুস্থ থাকুন।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

বিজন রয় বলেছেন: পরিচ্ছন্ন কবিতা।

আপনার কবিতা এই প্রথম পড়লাম। এরকম লিখলে আরো পড়বো আশাকরি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ বিজনদা। উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ।

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

বিজন রয় বলেছেন: ভুল বলেছি, আপনার কবিতা আগেও পড়েছি, আসলে আপনাকে ভুলে গিয়েছিলাম।

যাক এবার মনে থাকবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। কবিদের মন একটুআধটু ভুলো হলেও সমস্যা নেই। আপনি কষ্ট করে আবারও মন্তব্য করেছেন বলে কৃতজ্ঞ। ধন্যবাদ আবারও।

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

শামচুল হক বলেছেন: ফাগুন নিয়ে চমৎকার লেখা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্যও চমৎকার। ধন্যবাদ।

২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া আমি মুগ্ধ ! :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্য পড়িয়া আমি মুগ্ধ। :) কেমন আছেন বাদশা ভাই?

২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

কুঁড়ের_বাদশা বলেছেন: আমি ভাল আছি .... আপনার কি খবর ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার খবর আগের মতই। আছিও আবার নেইও।

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা ভাল লাগলো। ফাগুন নিয়ে আমারও একটি কবিতা আছে।

ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কমেন্টে কৃতজ্ঞ মাইদুল ভাই। আপনার কবিতা সম্ভবতঃ পড়া হয়নি। এখন পড়ব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফাগুন নিয়ে আপনার কবিতাটার শিরোনাম কী? খুঁজে পেলাম না।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

মলাসইলমুইনা বলেছেন: এই ফাগুনেই অপেক্ষা সাঙ্গ হোক | না না আরো তিন ফাগুন পরে অসুক বসন্ত |ততদিন আরো কতগুলো কবিতা হোক অপেক্ষার অবসরে |

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। শায়মাপু বললেন নেক্সট ফাল্গুনে আর আপনি বললেন তিন ফাগুন পরে? যাক, পরে হলেও সমস্যা নেই। আপনাদের ভালবাসায় সিক্ত তো হতে পারব।
অসংখ্য ধন্যবাদ মলাসইলমুইনা ভাই। ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.