নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷
আরও একটু স্পষ্ট উচ্চারণে
বলবে কি? লুকোচুরি খেলছ?
লুকোচুরি খেলতে যদি ভাল লাগে তোমার
তবে তাই হোক।
তোমার এই ভীরু ভীরু চকিত চাহনি
আমার সীমানায় নিঃশব্দ বিচরণ,
তারপর আবার কিছু সময়ের মৌনতা
এ যেন সত্যিই লুকোচুরি।
তোমার এ নিষ্পাপ আদুরে উচ্ছলতায়
আমিও বারবার তোমাকে খুঁজব,
তোমার ভাবনার জগতে উঁকি দেব
যদি প্রখর অনুভূতি থাকে তোমার;
আমাকে অনুভব করে নিও।
রহস্যময়তায় নিজেকে মুড়ে
মাঝে মাঝে রিনিঝিনি হাসির শব্দে,
দুষ্টুমির ছলে নিজেকে একটু একটু
প্রকাশ করার তোমার এই ছেলেমানুষি,
মনের তারে আলতো টোকা দেয়; যেন চুপিচুপি
তুমি নিজেকে অবগুন্ঠনমুক্ত কর
আবার গুটিয়ে নাও নিজেকে লাজরাঙা খোলসে।
আমি অপেক্ষায় থাকব তোমার,
কবে নিজেকে পুরোপুরিভাবে প্রকাশ করে
আমাদের মাঝে বন্ধনের সেতু তৈরী করবে,
তার অপেক্ষায়।
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসা মাথা পেতে নিলাম। ভাল থাকুন সুমনদা।
২| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৩
ওমেরা বলেছেন: সবুরে নাকি মেওয়া ফলে। সবুর করতে থাকেন ভাইয়া ।
কবিতাটা খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ ভাইয়া।
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুদ্ধিদীপ্ত মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রশংসার জন্য আরেকবার ধন্যবাদ। শুভকামনা।
৩| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: বেশ ভালো।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্য শুভকামনা। হতাশামুক্ত ও ভাল থাকুন।
৪| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭
শিখা রহমান বলেছেন: সম্রাট প্রেমের কবিতা, অপেক্ষার কবিতা, ভালোবাসার কবিতা আমার প্রিয়। ভালোবাসার জন্য, সুন্দরের জন্য অপেক্ষায় মাধুর্য আছে। কবিতাটা মন ছুঁয়ে গেলো। এই লাইনগুলো খুব ভালো লেগেছ।
শুভকামনা কাব্যরাজ্যের সম্রাট। ভালোলাগা আর মুগ্ধতা রইলো।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি একটু বেশী ভাল, তাই আপনার কথাগুলোও খুবই ভাল। আপনার লেখার আমি একজন গুণমুগ্ধ ভক্ত। কিন্তু আপনি মাঝেমধ্যে উঁকি দিয়েই আবার মিলিয়ে যান। মনে হয় কর্মব্যস্ততায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকেন সবসময়?
ডঃ রহমানের যদি একটু ফুরসত হয় তাহলে ভক্তদের জন্য একটু লেখালেখির চেষ্টা করবেন নিশ্চয়ই?
শুভকামনা।
৫| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৯
শিখা রহমান বলেছেন: সম্রাট একদম ঠিক বলেছেন কাজের চাপ খুব বেশী। এই কোয়ার্টারে দেড়শ ছাত্রছাত্রী। খুব ব্যস্ত সময় যাচ্ছে। আপনি সময় করে আমার এলোমেলো লেখা পড়েন সেজন্য ধন্যবাদ। পরের পোষ্ট আপনার জন্য দেব। কি চান বলুন? কবিতা নাকি গল্প? সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ডঃ রহমানের কবিতা মানেই কিন্তু বালখিল্য প্রেমের কবিতা।
০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি তো মনে করি আপনার লেখা এলোমেলো নয়, গভীর ভাবনার ফসল। ব্লগে সবার লেখা পড়ে মজা পাই না। যাদের লেখা মন লাগিয়ে পড়া যায়, ভাবনার সাগরে ডুবে গিয়ে লেখার সাথে একাকার হওয়া যায়; অনেকটা সময় ধরে তার রেশ মনে অনুরণিত হতে থাকে তেমন লেখকদের মধ্যে আপনি নিশ্চিতভাবে উপরের সারিতেই থাকবেন।
পরের পোস্ট আমার জন্য দেবেন বলে আমাকে লজ্জায় ফেলে দিলেন, আবার অন্যদিকে একটু গর্বের ছোঁয়াও পাচ্ছি। এই নাদান পাঠকের জন্য আলাদাভাবে কিছু লিখবেন এটা জানার পর গর্বে বুক আধহাত ফুলে উঠল।
আপনার কবিতায় বালখিল্যতার ছাপ আছে কিনা জানি না, তবে পাঠককে যে মুগ্ধতার আবেশে অনেকক্ষণ বুঁদ করে রাখবে এ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর বালখিল্য প্রেমের কবিতার কথা যেহেতু তুললেনই তাহলে বলব আমিও তো যেমন-তেমন দু’চার লাইন এলোমেলো শব্দকে জোড়া দিয়েই কবিতা নামে চালিয়ে দিই, যা আসলে বালখিল্যতারই নামান্তর।
যাকগে, অনেক বকবক করে ফেললাম। আপনার পছন্দমত যা খুশি লিখুন, কবিতা কিংবা গল্প। আশা করি সেরা কিছুই পাঠকদের জন্য থাকবে।
সবশেষে অনেক অনেক শুভকামনা জানিয়ে রাখলাম। ভাল থাকুন সবসময়।
৬| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬
শায়মা বলেছেন: লুকোচুরি লুকোচুরি গল্প!!!!!!
তার পর ভালো বাস অল্প!!!!!
০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই রে! সেরেছে! এ যে দেখি টুথপেস্টের বিজ্ঞাপনের মডেল!!
তুমি আবার কিভাবে এসব ছাইপাঁশ বকবকানির ভেতর ঢুকে পড়লে আপু?
৭| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৯
শায়মা বলেছেন: হা হা টুথপেস্টের মডেল কি আমার ইমোগুলা??????????? হা হা হা হা হা হা
০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। আমি শতভাগ নিশ্চিত এই কয়েকদিন আগে এই ব্লগেই কোথাও টুথপেস্টের বিজ্ঞাপন দেখেছিলাম। অনেকটা আমাদের ব্লগের অফুরন্ত হাসিখুশি আর কৌতুকের ফোয়ারা ছোটানো ব্লগার শায়মাপুর মত।
৮| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭
শায়মা বলেছেন: কই দেখছিলা??? আবার কি আমার খানা পিনা টেবিলের মত চোরেরা আমার টুথ আর টুথপেস্টও চুরি করে নিয়ে গেলো নাকি!!!!!!!
০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ৩০০ বছর কমে গিয়ে আবার ৬০০ বছর বেড়ে যাওয়া আয়ুর পুরোটাই কাটুক আনন্দ, উচ্ছ্বাস আর হাসিখুশির মাঝে। তোমার মত এত হাসিখুশি আর আনন্দের সাথে সময় কাটাতে আমার কাউকে চোখে পড়েনি। যুগ যুগ জিয়ো আপু।
৯| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৯
শায়মা বলেছেন: হা হা হা
কিন্তু
এত সূর আর এত গান
যদি কোনোদিন থেমে যায় .....
সেই দিন তুমিও তো ওগো জানি ভুলে যাবে যে আমায় ....
০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী যে বল না আপু। থেমে যাওয়ার কথা এমনকি কল্পনাতেও এনো না। এত গুণে গুণান্বিতা একজনের জীবন এভাবে কোনদিন থেমে যেতেই পারে না। দোয়া করি সবসময় এভাবেই হাসিখুশি থাকো।
১০| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন:
০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
১১| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২
প্রামানিক বলেছেন: ভালো লাগল কবিতা। ধন্যবাদ
১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই।
১২| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯
জাহিদ অনিক বলেছেন:
লুকোচুরি খেলায় মেতে যে আছে সে থাকুক--
কবি মন থাকুক অপেক্ষায়
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল বলেছেন ভাই। লুকোচুরি খেলায় মেতে যে আছে সে থাকুক, কবি মন থাকুক অপেক্ষায়। তাহলে তাই সই।
১৩| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অপেক্ষা বড় বিরক্তিকর তবে প্রিয় ব্যাক্তির জন্য অপেক্ষায় মধুরতা আছে মনে হয়।
২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে অয়ন ভাই যে! কী সৌভাগ্য আমার!! এতদিন পরে মনে পড়ল ভাই!!! আপনার শিষ্য বাদশা ভাইকেও তো অনেকদিন দেখি না।
১৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সরি, আসলে, অফলাইনে বেশি থাকা হয়। তাই অনেকের পোস্টেই মন্তব্য করা হচ্ছে না। শিষ্য মনে হয় এখন নিজেই ওস্তাদ হয়ে অন্য কোথাও ওস্তাদগিরি করছে।
আড্ডার কথা মাঝে মাঝে মনে পড়ে। ভালোই জমেছিল।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, ভালই জমেছিল। আপনারা ইচ্ছে করলে চালিয়ে যেতে পারতেন। অথবা সামু পাগলার আড্ডাতে অংশ নিতে পারতেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।