নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷
রাতের অতল অন্ধকারটুকু একান্তই আপন
হাতড়ে স্পর্শ নিই
পাথর দৃষ্টি নিক্ষেপ করে স্বচ্ছ কালোয়,
মনের খাতার মলাট খুলে বেরিয়ে আসে
শব্দহীন মৌনতায় আবৃত কোলাহল;
শুরু থেকে আজ অবধি মরীচিকার ধূসর দেয়ালে
ঝুলে থাকা চেনা-অচেনা নিরব, মুখরিত শোরগোল।
আমি চোখ বুজে অবলোকন করি বিচ্ছুরিত জমাট রাত্রি
কানে কানে কতকিছু বলে যায়,
নিশ্চুপ আলিঙ্গনে
মিশে যাই একাকার হয়ে ক্রমশ;
মুঠোয় পুরে মেখে নিই বন্ধ দৃষ্টিতে উপর্যুপরি
ভিজে একাকার হই তার সুমধুর মূর্ছনায়।
ডেকে ডেকে আমাকে সমর্পণের ঘুম পাড়িয়ে দেয়
পলকহীন চোখের পাতায়
পরম আদরে, মায়াময় কোমলতায়।
আহ্, রাত্রি!
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই।
২| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
রাত বড় রহস্যময়।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক বলেছেন। রাতের সাথে মিতালী করার ইতিহাস নেই এমন মানুষ খুঁজে পাবেন না। ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর হয়েছে রাতের কবিতা ।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: রাত ছাড়া সুন্দর আর কী আছে?
ধন্যবাদ হাসু মামা।
৪| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭
ওমেরা বলেছেন: প্রশান্তিময় রাত্রিকে নিয়ে লিখা কবিতা ভাল লাগল।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশান্তিময় মন্তব্যে মনটা প্রশান্তিতে ভরে গেল। সদা প্রশান্তিময় থাকুন।
৫| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮
আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল, ধন্যবাদ
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা। ভাল থাকুন।
৬| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: আহা !!! রাইতের বেলা যত স্মৃতি নাড়া দেয় !
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ ভাই, রাইতের বেলা যত স্মৃতি নাড়া দেয় !
মন্তব্যের জন্য ধন্যবাদ। ২০১৯ সাল আসতে আর কত দেরী পাঞ্জেরী?
৭| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: ২০১৯ এখনো দেরি আছে মেয়াবই !!
জানুয়ারি ফেব্রুয়ারি মন চায় প্রেমে পড়ি মার্চ যায় চলে এখন কী করি !
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বসন্তকাল এখনও শেষ হয়নি মেয়াবাই। চেষ্টা করলে হতেও পারে।
৮| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
কে সে........
এ এক অন্তহীন ভালবাসা...
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ডানা ভাই। ইউ আর দ্য বেস্ট।
৯| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাতে ঘুম না এলে কিন্তু সর্বনাশ।
১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঘুম আসুক আর না আসুক চোখ বন্ধ করে অনেক কিছু দেখতে পাওয়া যায়।
ধন্যবাদ মাইদুল ভাই।
১০| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন। রাতের সাথে মিতালী করার ইতিহাস নেই এমন মানুষ খুঁজে পাবেন না। ধন্যবাদ। ভাল থাকুন।
এই জন্যই বেশির ভাগ মানুষ রাতে মারা যায়।
১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আর রাতের কীর্তিই মানুষকে নন্দিত অথবা নিন্দিত করে।
ধন্যবাদ, ভাল থাকুন।
১১| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
নীলপরি বলেছেন: আহ্ , রাত্রির কবিতা ।
ভালো লাগলো ।
১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কষ্ট করে পড়া ও সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।
১২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাত্রি আমাদের কে একটি দিনকে পিছনে ফেলে নতুন একটি দিন সামনে নিয়ে আসে।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসলেই তাই। তবুও রাত্রির আবেদন এতটুকু ম্লান হয় না।
কবিতা পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ শাহাদাৎ ভাই।
১৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৭
জাহিদ অনিক বলেছেন: আহ রাত্রি!
ঠিক যেন ছলনাময়ী প্রেমিকার মত
ভুলিয়ে ভালিয়ে রেখে দেয় ঘুম পাড়িয়ে
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেড়ে বলেছেন ভাই! তবে রাত কিন্তু কারো কারো একান্ত আপনও হতে পারে, যেমন আমার। ছলনা থাকলেও হৃদ্যতাটাই বেশি।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ কবি। শুভকামনা।
১৪| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৪
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার রাত্রি কাব্য !!!
১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা সবসময়।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৫
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর লিখেছেন।+++