নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷
সময়ের চোরাস্রোতে জীবনের টলটলে সুখ
ক্রমেই ধূসর যেন আলোকিত বিবশ সময়,
মলিন কুঁকড়ে যাওয়া রঙগুলো হতে থাকে ক্ষয়
বেলাশেষে স্মৃতিপটে উঁকি দেয় শত চেনামুখ।
জমে থাকা হৃদয়ের নোনাধরা মলাটের ঘুণ
জীবন ফুরিয়ে যাওয়া বিবর্ণ গ্লাসের তরল,
চুঁইয়ে গড়িয়ে পড়া মুঠো মুঠো নীলাভ গরল
আশার স্বপ্নগুলো একে একে হয় সব খুন।
থিকথিকে আঁধারের আল্পনা আঁকা দেহখানি
বিলীনের স্বপ্নে সে সাজায় শোকের বাসর,
সারি সারি ফুটো নিয়ে গড়ে ওঠে অন্তিম ঘর
চিরতরে শেষ হবে যাত্রাটা অচিরেই জানি।
শবের যাত্রাপথে বুজে থাকা চোখের প্রখর
দৃষ্টিতে ভেজাবো সব নোনাজলে স্নানরত চোখ,
খোলসের আবরণে ঢেকে রাখা কৃত্রিম দুখ
শেষচেনা হবে সবে কে ছিল আপন কে পর।
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটা আসলে ভাল লাগার মত কবিতা নয়। তারপরও আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
২| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১২
তারেক ফাহিম বলেছেন: কয়েকবার পড়েছি
আসলে ভালোকরে এখনও বুঝিনি, কবিতা কম বুঝি বলে হয়ত
কঠিন ভাষায় কবিতা লিখলে মুলভাব তুলে ধরার অনুরোধ
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না বুঝতে পারলে আপনার সমস্যা নয়, আমার ব্যর্থতা। শুধু এতটুকু বুঝে নিন, জীবনে কিছু জিনিস না পাওয়ার ব্যর্থতা আর প্রকৃত হিতাকাঙ্ক্ষী কে তা জানার চেষ্টা করা হয়েছে। পড়ার জন্য ধন্যবাদ।
৩| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪
জাহিদ অনিক বলেছেন:
সময়ের চেয়ে বড় দাওয়াই আর নেই
সময়ের কাছে জীবনের ঋণ নাকি জীবনের কাছে সময় ?
তিন অক্ষরের এই শব্দদুটোকে আমরা হামেশাই ব্যবহার করি অথচ এদের ভাব গভীর।
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। ভাল থাকবেন।
৪| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯
ওমেরা বলেছেন: কবিতার কিছু বুঝলাম না ———— এত কঠিন!!!
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুঃখিত। আসলে এটা একটু বেশি কঠিন হয়েছে। সহজ করে লেখার চেষ্টা করব। আর ভাবার্থ উপরে তারেক ফাহিম ভাইয়ের কমেন্টের উত্তরে বলে দিয়েছি। না বুঝলেও তেমন কিছু আসবে যাবে না। পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
৫| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: স্বর্থের কাছে সবাই আপান.. !! টেনশন নিয়েন নাহ মেয়াবাই।
কবিতা ভালো হয়েছে++
২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: টেনশন লেনেকা নেহি, দেনেকা হ্যায়।
ধন্যবাদ মেয়াবাই। আপনার খবর ভাল?
৬| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: ধূর মিয়াবাই কাইল স্বাধীন দিবস আর আপনি আইজ হিন্দ কইতাছেন কেরে।
আই ভালা নাই মিয়াবাই
দৌড়ের উপ্র আছি ।
২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই দেশে এখন হিন্দি জিনিস ছাড়া কিছুই চলে না।
বেশি দৌড়ালে তো হাঁপিয়ে যাবেন। একটু জিরিয়ে নিন।
৭| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনর পর চিনতে চিনতে সময় যায় ফুরিয়ে
যখন হয় চেনা- পাইনা আর সে সময় ফিরিয়ে
++++
২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক মূল্যবান কথা বলেছেন ভৃগু ভাই। অনেক অনেক ধন্যবাদ।
৮| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৬
সুমন কর বলেছেন: আসলে আপন বলতে কেউ নেই !! কবিতা ভালো হয়েছে।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হয়ত কেউ আছে যাকে চেনা যায় না। স্বার্থহীন মানুষও পৃথিবীতে আছে, তা না হলে পৃথিবী বাসযোগ্য থাকত না।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৯| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জীবনের গভীর হিসাব, দেনা পাওনা কবিতায় ফুটে উঠেছে।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, ঠিক ধরেছেন। জীবনের হিসাব, পাওয়া না-পাওয়া, আপন-পর এ সবই বোঝাতে চেয়েছি। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
১০| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল।
২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও ভাল লাগল হাসু মামা। ভাল থাকুন।
১১| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১
নীল মনি বলেছেন: মন খারাপ করা কবিতা।জীবনের হিসেব শেষে অনন্ত যাত্রা। ভালো হয়েছে তো। আমি একটু বেশি দেরি করেই দেখতে পেলাম।
২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন সমস্যা নেই। দেরী হলেও তেমন ক্ষতিবৃদ্ধি হবে না। হ্যাঁ, মন খারাপ করা কবিতাই। মাঝেমধ্যে মন খারাপ হলে এমন কিছু আবোলতাবোল লিখি। আপনার কাছে ভাল লেগে থাকলে মনে হয় খুব একটা খারাপ লিখিনি। দেরীতে হলেও পড়ার জন্য ধন্যবাদ।
আমাকে অনুসরণ করে তো উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম বরং অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল।
১২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০
নীল মনি বলেছেন: মন খারাপ থাকা ভালো । আপনার ধন্যবাদ আন্তরিকতার সাথে মনের ঝুড়িতে তুলে রাখা হল।
আপনাকে অনুসরণ করেছি উন্নতির জন্য, আসলে আমি তো।জানিই না অনুসরণ করলে কী।হয়।কিন্তু অনুসরণ করতে ইচ্ছে হল।এখানে উন্নতি মুখ্য নয়;তথাকথিত হিসাব নিকাশের বাহিরে।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অকপট স্বীকারোক্তিতে প্রীত হলাম। আপনি যদি আমাকে অনুসরণ করে কিছু না-ও পান অন্তত খাঁটি বন্ধুত্ব আর আন্তরিকতা পাবেন এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। শুভকামনা আপনার জন্য সবসময়।
১৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৮
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ,আমি মোবাইল থেকে লিখি তো মাঝে মাঝে ভুল হয়। সব লেখা কুট্টি কুট্টি থাকে।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কুট্টি কুট্টি! মীনিংটা কী? আপনার শব্দভাণ্ডারে দেখি দারুণ দারুণ শব্দ আছে! :`<
১৪| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫১
নীল মনি বলেছেন: ছোট কোন কিছু ক্ষুদ্রার্থে প্রকাশ শুকরিয়া
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! এত সকাল সকাল আপনি ব্লগে!! কী আশ্চর্য!!! শুভ সকাল!
রাতে লগইন অবস্থায় কখন যে ঘুমিয়ে গেছি তা টেরই পাইনি। আইপ্যাডটা এইমাত্র হাতে নিলাম। দেখি আপনার কমেন্ট। ভাল আছেন?
১৫| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪
নীল মনি বলেছেন: হুম্মম এখন তো বেশ আসি। শুভ সকাল।রাতে আমিও মোবাইল হাতে ঘুম। ভালো আছি আলহামদুলিল্লাহ্
আপনি ভালো আছেন তো?
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার! খুব ভাল। সকাল সকাল আপনার কমেন্ট পেয়ে আরও ভাল লাগল। মনে হচ্ছে আজকের দিনটা ফুরফুরে মেজাজেই যাবে।
১৬| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৩
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ যদি না যায় তবে কিন্তু দোষ দেবেন না।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এখন পর্যন্ত খুব ভাল মুডে আছি। আপনার অবদান।
১৭| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭
নীল মনি বলেছেন: জ্বী না আমার কোন অবদান নেই তো
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সকাল সকাল আপনার কমেন্ট পেয়েই তো আজ মুড ভাল যাচ্ছে।
১৮| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬
নীল মনি বলেছেন: তাহলে তো খুব খারাপ। অভ্যস্ত হয়ে গেলে কিন্তু বিপদ
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিপদ এলে আপনি তো আছেনই, সমাধান করে দেবেন।
একটা জিনিস মনে হয় মিস হচ্ছে। আপনার হিহিহি আর হাসির ইমো।
১৯| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১
নীল মনি বলেছেন: সময় হলে ওরা ঠিক চলে আসবে হিহি
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ও কে। চলে এলেই হল। আশা করি বেশি দেরী হবে না?
২০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৭
নীল মনি বলেছেন: রাস্তায় জ্যাম না হলে চলে আসার কথা
২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: রাস্তার জ্যামটা ঠিক কোথায় যে লাগছে তাই তো বুঝতে পারছি না। ওসব জ্যাম-ট্যামের পরোয়া না করে আকাশপথে উড়ে এলেই হয়।
২১| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮
নীল মনি বলেছেন: হিহিহিহি হো হো
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা, হে হে হে।
২২| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮
মনিরা সুলতানা বলেছেন: এই সত্য তখন চেনা যাবে কে আপন আর কে ই বা পর ।
লেখায় ভালোলাগা।
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুঁজে বের করে পড়ার জন্য এবং সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। ভাল থাকুন।
২৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট ,
কে ছিলো আপন , কে যে পর
ভেবে ভেবে কাটিছে প্রহর,
এভাবেই বহতা জীবনের নদী
হায় ! মলাটের ঘুণ ক্ষয়ে যেতো যদি !
কবির দীর্ঘশ্বাস এক বিবশ সময়ে ।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্যগুলো সবসময় আলাদারকমের হয়। মন্তব্য পড়েও যে মন খুশিতে ভরে ওঠে সেটা আপনার মন্তব্য পড়লে কেউ অস্বীকার করতে পারবে না। অনেক ধন্যবাদ জী এস ভাই। ভাল থাকুন সবসময়।
২৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৫
নীল মনি বলেছেন: কবিতাটি আবার পড়লাম ।
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একবার পড়ে মন্তব্যও করেছিলেন। আবার পড়ে নতুন করে কিছু বুঝতে পারলেন?
২৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২
নীল মনি বলেছেন: নতুন করে কী বুঝব বলেন তো!
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানি না তো। নতুন করে পড়ার কারণ জিজ্ঞেস করেছিলাম।
২৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬
নীল মনি বলেছেন: পড়লাম আর এখানে আড্ডার জায়গা বানালাম।ওখানে কেউ মানা করেছিল
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমাকে হোস্ট বানিয়ে ভুল করলেন না তো?
২৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫
নীল মনি বলেছেন: শুধু উল্টাপাল্টা কথা।
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: উল্টোপাল্টা কথা কেন হবে? হোস্ট হতে হলে তো উপস্থিত থাকতে হয় কিন্তু আমি তো উপস্থিত না-ও থাকতে পারি?
২৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭
নীল মনি বলেছেন: যাবেন কই? আমি চলে যাব কি?
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কেন চলে যাবেন? আমার জন্য কারো সমস্যা হোক বা কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমি কস্মিনকালেও চাইবো না। আমি তো বলেইছি, আপনি যে কোন কিছু বললে আমি তাতে সাড়া দেব। যেটা বলবেন সাধ্যের মধ্যে থাকলে সেটা করার চেষ্টা করব। সুতরাং আপনার চলে যাওয়ার প্রয়োজন নেই।
২৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৮
নীল মনি বলেছেন: চুপ করে আকাশ দেখেন।
যাওয়ার কথা যেন আর না শুনি!
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটা কি আদেশ না অনুরোধ?
৩০| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
নীল মনি বলেছেন: বকা
১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বকা খাওয়ার বয়স কি এখনও আছে খুকি?
৩১| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
নীল মনি বলেছেন: বকা খাওয়ার জন্য বয়স লাগে না।আমার আব্বু তো আমার বকা খাওয়ার ভয় পায়।
১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আব্বু তো মনে হয় বুড়ো হয়ে গেছেন আর বুড়ো হলে মানুষ শিশু হয়ে যায়। আর শিশুকে বকা দেয়া যায়।
৩২| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
নীল মনি বলেছেন: বুড়ো হয়নি তবে বয়স হয়েছে।
১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাফ ডজন রসানুতে কী মন্তব্য করেছিলেন?
৩৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
নীল মনি বলেছেন: বলেছিলাম প্রথম পাতায় এ ধরনের পোস্ট দেওয়া কতটুকু সমীচীন।তারপরের লাইনটা ঠিক ঠিক মনে নেই কিন্তু ভাবার্থ ছিল যে নিজের বিবেককে জিজ্ঞেস করুন।
১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্য মুছে দিয়েছে। তারমানে আপনি তার ব্লগে অবাঞ্ছিত। কিছু কিছু পোস্ট এড়িয়ে চলা উচিত। সামু যেহেতু এমন পোস্ট অ্যালাউ করে সেহেতু প্রতিবাদ করে লাভ নেই। আপনি আমি প্রতিবাদ করলেও এধরনের পোস্ট আটকাতে পারব না। এ ধরনের পোস্টে ঢুকে কমেন্ট না করাই শ্রেয়। এতে করে বরং নিজের ওয়েট কমানো হয়।
৩৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৬
নীল মনি বলেছেন: আচ্ছা মনে থাকবে।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! মনে থাকলে ভালো। আর না থাকলে একটু ধাতানি খাবেন।
৩৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮
নীল মনি বলেছেন: হুম্মম্ম।ওমন পোস্ট দিতে কেন দেয়! যাইহোক মাথা ধরেছে অনেক।ভীষণ স্ট্রেসে কাটল সারাদিন।মাথায় বাড়ি দিতে পারে এমন কাউকে খুঁজছি।
চলে গেলাম।পোস্টে কারো কমেন্ট বুঝতেছি না।আমার রেস্ট করা উচিত মনে হয়। মাথা ভর্তি শুন্যতা
আপনি ভালো থাকুন।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও আজ মনে হয় থাকতে পারব না। ১টার পর এলেও আসতে পারি। আর তা না হলে কাল ইনশাআল্লাহ। শুধু আমি ভালো থাকব কেন? আপনিও ভালো থাকুন।
৩৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭
নীল মনি বলেছেন: রাত একটার পর! বড্ড দেরি তো।
আমি বের হই নি এখনো নেট থেকে।কিছু করতে ইচ্ছে না করলে কী করা উচিত জানেন কিছু!
এখন যদি ফেসবুকে যাই তাহলে স্ট্যাটাসের বন্যা হবে।এখন সেখানে যাব না।
আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ্।
আচ্ছা।
নিজের প্রতি অভিযোগ অনেক। সময় করে একদিন জানাব।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একটু রিল্যাক্সের প্রয়োজন। সব চিন্তা মাথা থেকে দূর করে দিন। খোলা বাতাসে একটু বেড়িয়ে আসুন। তা না হলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন। ব্লগ আর ফেবুর চিন্তা এখন না করাটাই ভালো হবে।
৩৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫
নীল মনি বলেছেন: বারান্দায় এখন আর বাতাস আসে না।ঘুমাব দেখি। আর চিন্তাও বাদ। শুকরিয়া
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮
নীল মনি বলেছেন: একটা প্রশ্ন আজ সারাদিনে ক'বার হেসেছেন বলেন তো? হাসতেই দেখি নি
।
এখন একটু হাসেন তো।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমাকে হাসাতে হলে আরেকটা কাজ করতে হবে। আমি বলে দেব না। ক্লু দিতে পারি। আমি ছাড়াও এই ব্লগেরই আরো একজন সিনিয়র ভাই একটা ব্যাপারে মৃদু আপত্তি জানিয়েছিলেন। আপনি যদি সেটা বাস্তবায়ন করতে পারেন তাহলে আবারও হাসিমুখ দেখতে পাবেন।
৩৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮
নীল মনি বলেছেন: আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। আরো কি কি বললেন।আমি তো হাসাতে পারি না,মজা করে কথা বলতে জানি না।ক্লু দেন দেখি কিছু উদ্ধার করতে পারি কি'না।
আজকের দিনে আপনি হাসেন নি।
আচ্ছা আপনি কি বুড়ো মানুষ! মনে তো হয় না, তাহলে বকায় কাজ হত।
এখন কি হাতে বেশি কাজ?
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার পরিচয় আর বয়স সম্পর্কে আমারই দেয়া কোন একটি আড্ডা পোস্টে বলা আছে। আপনি ইচ্ছে করলে খুঁজে দেখতে পারেন।
ক্লু তো দিয়েই দিয়েছি। এই যে দেখুন- "আমি ছাড়াও এই ব্লগেরই আরো একজন সিনিয়র ভাই আপনার একটা পদক্ষেপের ব্যাপারে মৃদু আপত্তি জানিয়েছিলেন।"
হাতে কাজ নেই। আছি আরও ঘন্টাখানেক।
আর হাসির ব্যাপারটা তো বললামই। তারপরও আপনার খুশির জন্য এটা দিলাম।
৪০| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাইস! প্রথম পেজে ভূত।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসছি।
৪১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯
নীল মনি বলেছেন: আচ্ছা সময় করে একদিন আপনাকে খুঁজব।
ক্লু ধরতে পেরেছি কি'না জানি না। দেখা যাক কী হয়।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অপেক্ষা করুন, আরেকটু ক্লিয়ার করছি।
৪২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫
নীল মনি বলেছেন: আপনি ক্লু দেওয়ার আগেই মনে হয় কাজটা করেছি।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গুড গার্ল! এবার একটু হাসা যেতে পারে।
৪৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১০
নীল মনি বলেছেন: হাসুন। প্রতিদিন আমাদের হাসা উচিত ইচ্ছা কিংবা অনিচ্ছায়।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাসানোর কোন মাধ্যম থাকলে হাসি অবশ্যই আসবে। আজ আপনি বিজয়ী হয়েছেন। অভিনন্দন গ্রহণ করুন! হাসি ফিরে এসেছে।
৪৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্। অভিনন্দন এ হবে না। অন্য কিছু দিতে হবে।একটা গল্প শোনাবেন।আজ না হলেও যেদিন পারেন সেদিন।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন বিষয়ের উপর গল্প শুনতে চান?
৪৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩
নীল মনি বলেছেন: যে কোন। যা ইচ্ছে তাই।রাজা,ভূত,পাগলি, রূপকথা...
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আজ আর হবে না। তবে আপনার জন্য গল্প দেব ইনশাআল্লাহ। একটু সময় লাগবে। আমি একটানা কিছু লেখার ধৈর্য রাখতে পারি না। তাই একটু দেরী হতে পারে।
৪৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮
নীল মনি বলেছেন: আজ দিতে বললাম কই! হু।অন্যদিন। যেদিন ইচ্ছে করবে।আচ্ছা ক্ষুধা লাগছে খেতে হবে।উঠছি।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও উঠলাম! ভালো থাকুন। শুভরাত্রি!
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: মাঝ খানের অংশটুকু ভাললেগেছে।