নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

চোখ

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৭

মনের সবটুকু মাধুরী মিশিয়ে
একটি ছবি আঁকার চেষ্টা করছি বারবার,
একটি মুখাবয়ব ফুটিয়ে তুলতে চাইছি প্রাণপণে
হৃদয়ের গহীনে।
আবছা একটা অবয়ব কল্পনায় চলে আসে আবার
পরক্ষণেই ঝাপসা হয়ে যায়,
বারবার শুধু থমকে যাই;
পুরো ছবিটাকে কোনভাবেই ক্যানভাসে
ফুটিয়ে তুলতে পারছি না...
শুধু চোখ দুটো
পরিপূর্ণভাবে ধরা দিচ্ছে মনের আয়নায়।
আয়ত গভীর দুটি চোখ
যেন টলটলায়মান স্বচ্ছ দিঘি,
অনায়াসে পড়া যায় ভাষাগুলো;
একইসাথে তাতে মিশে আছে
গভীরতা, মায়া, সমর্পণ আর আকুতি
এক কোন থেকে মাঝেমাঝে উঁকি দিচ্ছে
দুষ্টুমি আর বক্র চাহনি।
শুধু দুটি চোখ আমাকে আটকে রেখেছে
দিনের পর দিন।
শেষমেশ ক্ষান্ত দিলাম আঁকাআঁকিতে;
ফ্রেমে বাঁধাই করে নিলাম ও দুটি চোখ...
এখন খুঁজতে বেরোব,
জানি না কবে পাব বা আদৌ পাব কিনা;
তবুও আমাকে খুঁজতে হবে
বাস্তবে কারো সাথে যে মেলাতেই হবে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

নীল মনি বলেছেন: আপনার জন্য শুভ কামনা। দোয়া করি তারে খুঁজে পান তবে খুঁজতে গিয়ে নিজে আবার হারিয়ে যাবেন না।

ওহ লেখা কিন্তু ভালো হয়েছে,লেখায় বেশ দরদ আছে যা হৃদয় ছুঁয়ে যায়। ☺

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। হারানোর আগে আপনাকে জানাব। আপনার কাছে বুদ্ধি-পরামর্শ নেব। :) আপনার কাছে ভাল লেগেছে জেনে মনটা কেমন তৃপ্তিতে আচ্ছন্ন হয়ে গেল। :) প্রশংসার জন্য ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৪

নীল মনি বলেছেন: আমার বুদ্ধি বেশি নেই তো তবে হ্যাঁ মানুষকে সু পরামর্শ দিয়ে থাকি।

প্রশংসা করিনি ঠিক যা বোধ করেছি তাই বলে দিয়েছি।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনের কথাকে অকপটে প্রকাশ করার গুণ সবার ভেতর থাকে না। আপনার এই জিনিসটা খুবই প্রশংসনীয়! সহজসরলভাবে সবকিছু প্রকাশ করার এমন দুর্লভ গুণের জন্য ধন্যবাদ নিন।

৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৯

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ প্রশংসিত করলেন।এটা যে সব সময় গুণ হিসেবে ধরা হয় তা কিন্তু নয়,কখনো কখনো বোকা ধরা হয়

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল আর সাদা মনের মানুষরাই বোকা বলে সমাজে পরিচিতি পায়। কুটিল মনের মানুষগুলোকে সমাজে চালাকচতুর বলে প্রশংসা করা হয়। আমিও বোকাদের কাতারেই আছি। আপনি সহজসরল থাকলে বোকা বলে প্রতিপন্ন হতে পারেন তবে সমাজের অনেক অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে বেঁচে থাকতে পারবেন। তাই একটু বোকা থাকাটা দোষের কিছু নয়।

৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০

ওমেরা বলেছেন: খুঁজে পান বা পান কবিতা খানা সুন্দর হয়েছে ।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছে ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। অফুরন্ত শুভকামনা আপনার জন্যও।

৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৬

নীল মনি বলেছেন: নাহ দোষের কিছু না।চালাক মানুষেরা শত চেষ্টা করেও কিন্তু বোকা হতে পারে না।আমি বিশ্বাস করি আল্লাহ বোকা মানুষদের পাশে আছেন বলে তারা চালাক মানুষদের রাজ্যে বসবাস করতে পারেন।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বোকাদের ভাগ্যও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালই হয়। যেহেতু আল্লাহ বোকাদের সাথে আছেন। তাই ও নিয়ে চিন্তা করি না। সবচেয়ে মজার ব্যাপার হল আমার প্রোফাইলেও কিন্তু আমি নিজেকে বোকা বলেই উল্লেখ করেছি। আপনিও একআধটু বোকাই থাকুন। তাতে কারও কোন ক্ষতি অন্তত হবে না। :)

৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৬

নীল মনি বলেছেন: আমিও অলস আর নির্জনতা প্রিয় তবে প্রকৃতির কাছাকাছি হতেই ভালোবাসি।যেমন আছি ঠিক তেমনি রইলাম। :) ঘুম গাড়ি এসে গেছে

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঘুমে মজার মজার স্বপ্ন দেখুন। শুভরাত্রি।

৭| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৩

সৈয়দ তাজুল বলেছেন:
ওমেরা আপুর কথাই আমার কথা।


ভালো থাকুন চিরন্তন

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ নিন। আপনিও ভাল থাকুন। শুভকামনা।

৮| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: চোখ যে মনের কথা বলে......................

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মত চোখ থাকা চাই।
অনেক ধন্যবাদ মাইদুল ভাই।

৯| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৯

জাহিদ অনিক বলেছেন:

যে চোখ দিয়েছে ধরা মনের আয়নায়
তাতেই লেগে থাকুক সব মুগ্ধতা

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। যে চোখ দিয়েছে ধরা মনের আয়নায় তাতেই লেগে থাকুক সব মুগ্ধতা!
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

১০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: আশা করি, এবার খুঁজে পাবেন !!! ;)

ভালো লাগল।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আশা তো করিই। হয়ত তাড়াতাড়িই পেয়ে যাব। আবার দেরীও হতে পারে। :)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৬

নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো লাগলো ।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।

১২| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫০

মনিরা সুলতানা বলেছেন: চোখ হায় সেই চোখ !!!
ধরা দিক সেই চোখা।

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। ধরা তো তাকে দিতেই হবে। ধরা না দিয়ে যাবে কোথায়?
অনেক অনেক ধন্যবাদ আপু। শুভকামনা।

১৩| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: হায় হায় চোখ ভূত!!!! 8-|

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভূত নয়, ভূতনী!!! :) শুধু একবার ধরতে পারলে হয়!!!! :P

১৪| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

শায়মা বলেছেন: হা হা ধরো ধরো কবিতা বন্দনায় ধরা না দিয়ে যাবে কই!!!!!!

সবাই কি আর তাহার মত .... :P

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কিন্তু যদি খুব পিচ্ছিল হয় তখন কী হবে? সবাই কি আর ..... :P

১৫| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: হা হা তখন ঝাঁটা দিয়ে ভূত ছুটাতে হবে!!!!!


মাইরে নাকি সকল ভূতই পালায়!!!! :P

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাহ্, ভূতনি যদি খুব ভাল হয় তাহলে ভাবছি ওর খপ্পরে পড়েই যাব! :-B আর যদি শেষমেষ তাড়াতেই হয় তাহলে নামকরা ওঝা শ্রীমতী শায়... তো আছেই, তাকে অ্যাপয়েন্টমেন্ট করব!!! :P

১৬| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬

শায়মা বলেছেন: ওকে ওকে তাহাই হইবেক!!!!! :)


অবশ্য কিছু পিছলা ভূত!

পা ছাঁড়ে না!!!!!!! :((

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তখন আর কী করব? শ্রীমতি শায়... এর চেয়ে বড় ওঝা শ্রীমতি অপ্স.... কে হায়ার করব। :P

১৭| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪

শায়মা বলেছেন: ইয়েস দুই তিন চার পাঁচ সত্বা মিলেই ধরা লাগবে বুঝেছি!!!!!!!!

থ্যাংকস ফর ইওর ইন্টেলিজেন্ট এডভাইস!!!!!!!!!! :)

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: থ্যাংকস্ বরুণাপু!!!

১৮| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৬

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ইউ আর ওয়েলকাম! থ্যাংকস্।

১৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একটানে পড়লাম, কবিতায় কোন জড়তা নেই। ভালো লাগল।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়েছেন জেনে ভাল লাগল। আশা করি ভাল আছেন?

২০| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, ভালো। আপনি তো আজকাল ব্লগে বেশ সময় দিচ্ছেন। অনিয়মিত না হবেন বলেছিলেন? B:-)

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনিয়মিত হয়েও আবার কিছুদিন থেকে বেশি সময় দিচ্ছি। হয়ত আবারও অনিয়মিত হয়ে যাব। কোনকিছুই তো আর প্ল্যান করে করা যায় না। আপনাকেও তো মনে হয় ইদানীং কম কম দেখি?

২১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি ব্লগে আছি। লগইন করা হয়না মাঝে মাঝে এই আরকি। আপনার কবিতা গুলো ভালোই।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা কেমন লিখি জানি না তবে আপনার প্রশংসা মাথা পেতে নিলাম। :)

২২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: গল্পের চেয়ে কবিতাটা অনেক বেশী সুন্দর হয়েছে। + +

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে যারপরনাই আনন্দিত হলাম। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.