![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷
কফির কাপ সামনে নিয়ে ক্যাফেটেরিয়ায় বসে আছি। চারিদিকে যেন রূপের হাট বসেছে। লাস্যময়ী ললনারা মোহময়ী সাজে অভিজাত ভাবভঙ্গি নিয়ে ঘোরাফেরা করছেন। কেউ আসছেন আবার কেউ বেরিয়ে যাচ্ছেন। কেউ দু'দন্ড বসে যথাসম্ভব স্বীয় আভিজাত্যের গাম্ভীর্য বজায় রেখে অতি সাবধানে কফির কাপে আলতো ঠোঁট ছোঁয়াচ্ছেন। আয়েশী ভাবভঙ্গি উধাও, পাছে অতি তুচ্ছ এক কাপ কফি খেতে গিয়ে নিজের রূপসজ্জা আর আভিজাত্যে কোন ব্যাড স্পটস্ লেগে যায় তাই খুব সাবধানে কাপে চুমুক দিচ্ছেন।
মনে মনে চিন্তা করছি- এই যে রূপের ডালি নিয়ে অভিজাত রমণীদের ছন্দময় পদচারণা, এটা তো পুরুষকুলকে একরকম চ্যালেঞ্জ করা! বুঝিয়ে দেয়া হচ্ছে, তোমরা পুরুষরা যতই চেষ্টা কর, আমাদের জ্বালিয়ে দেয়া ঈষদুষ্ণ আগুন তোমাদের মনের ভেতর কিছুটা হলেও রেখাপাত করবেই। কেউ হালকা ছ্যাঁকা খাবে, কেউ গোটা অস্তিত্বেই জ্বালাপোড়া অনুভব করবে আর কেউ পতঙ্গের মত ব্যাকুল হয়ে উড়ে এসে আত্মাহুতি দেয়ার চেষ্টা করবে।
মনে মনে এসব চিন্তা করছিলাম, এমন সময় সেই "চোখ" দুটি যেন আমার সামনে এসে দাঁড়াল। রাগে একেবারে অগ্নিশর্মা। ধিকিধিকি জ্বলতে জ্বলতে আমাকে যেন পুড়িয়ে ভস্ম করে দিতে চাইল। স্পষ্ট পড়তে পারলাম ওকে। হিসহিস করে বলতে লাগল- "আচ্ছা, তাহলে এই তোমার আসল রূপ? আমি কবে থেকে তোমার পিছু লেগে আছি, তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না; অথচ এখানে বসে বসে দুচোখ দিয়ে মেয়েগুলোকে গিলছ আর খুব মজা নিচ্ছ? হতচ্ছাড়া পাজি কোথাকার? আমি তোমাকে ছাড়ব না। এর শেষ আমি দেখে ছাড়ব। ফের যদি এমন ড্যাবড্যাব করে কোন মেয়ের দিকে তাকিয়ে থাকতে দেখি তাহলে আমি তোমার ঐ চোখ দুটো গেলে দেব। ভালমত শুনে রাখ, আমি শুধু এতটুকু জানি- আমার এই চোখ দুটো ছাড়া অন্য কারো চোখে চোখ রাখা চলবে না। অন্য কোন মেয়ের মুখের দিকে তাকানো চলবে না। তোমাকে সাবধান করে দিলাম।"
আঁতকে উঠে সোজা হয়ে বসলাম। মনে মনে ভীষণ চমকে গেছি। এ যে দেখছি রীতিমত শাসানো! কিন্তু আমাকে ধরা না দিয়ে আমার ওপর খবরদারি করছে কেন? নাহ্, ওকে ধরার জন্য অন্যরকম ফাঁদ পাততে হবে। ধরা না দিয়ে ভূতের মত মনের ঘরে হানা দিয়ে আমাকে জ্বালাতন করবে এটা হতে দেয়া যায় না।
তাড়াতাড়ি কফি শেষ করে বাইরে বেরিয়ে এলাম। ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। হঠাৎ দেখি লাল শিফনমোড়া এক অগ্নিশিখা! বিহবল হয়ে শিখাটার মুখের দিকে তাকালাম.....
(অনেকেরই বুঝতে সমস্যা হওয়ায় আগের কবিতাটা এখানে না দিয়ে পারলাম না।)
চোখ
মনের সবটুকু মাধুরী মিশিয়ে
একটি ছবি আঁকার চেষ্টা করছি বারবার,
একটি মুখাবয়ব ফুটিয়ে তুলতে চাইছি প্রাণপণে
হৃদয়ের গহীনে।
আবছা একটা অবয়ব কল্পনায় চলে আসে আবার
পরক্ষণেই ঝাপসা হয়ে যায়,
বারবার শুধু থমকে যাই;
পুরো ছবিটাকে কোনভাবেই ক্যানভাসে
ফুটিয়ে তুলতে পারছি না...
শুধু চোখ দুটো
পরিপূর্ণভাবে ধরা দিচ্ছে মনের আয়নায়।
আয়ত গভীর দুটি চোখ
যেন টলটলায়মান স্বচ্ছ দিঘি,
অনায়াসে পড়া যায় ভাষাগুলো;
একইসাথে তাতে মিশে আছে
গভীরতা, মায়া, সমর্পণ আর আকুতি
এক কোন থেকে মাঝেমাঝে উঁকি দিচ্ছে
দুষ্টুমি আর বক্র চাহনি।
শুধু দুটি চোখ আমাকে আটকে রেখেছে
দিনের পর দিন।
শেষমেশ ক্ষান্ত দিলাম আঁকাআঁকিতে;
ফ্রেমে বাঁধাই করে নিলাম ও দুটি চোখ...
এখন খুঁজতে বেরোব,
জানি না কবে পাব বা আদৌ পাব কিনা;
তবুও আমাকে খুঁজতে হবে
বাস্তবে কারো সাথে যে মেলাতেই হবে।
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আগামী পর্ব আর লিখে কী হবে? আবারও ধাতানি খাওয়ার কাজটা যে এইমাত্র করলাম?
২| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪
ভুয়া মফিজ বলেছেন: শুরু টা তো ভালোই ছিল! লিখুন। অনেককিছু পরিস্কার হওয়া দরকার। সেই চোখ......কোন চোখ? লাল শিফনের অগ্নিশিখা.....তারপর? কে ধরা দিচ্ছে না....কাকে ধরা দিচ্ছে না? ইত্যাদি ইত্যাদি!!!
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: Click This Link
৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯
*** হিমুরাইজ *** বলেছেন: মফিজ ভাইয়ের সাথে সহমত।
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, আমি তো একেবারে সহজ করেই লিখেছি। কঠিন কিছুই ছিল না। আমি যাকে মনে মনে খুঁজে ফিরছি সেই মুখটা আজও দেখিনি। সেই মুখের আকৃতি আমার কাছে আজও স্পষ্ট নয়। শুধু দুটি চোখকে কল্পনায় মনের ক্যানভাসে এঁকেছি। সেই চোখ দুটোই এখন পর্যন্ত আমার মনে দেখা দেয় আর সেই চোখ দুটোর কাছেই বাঁধা পড়ে আছি। তাই যখন কোন মেয়ের দিকে তাকাতে যাই তখনই সেই চোখ দুটো এসে আমাকে শাসিয়ে যায়। তাই আবার যখন লাল শিফনের শাড়ি পরা মেয়েটার দিকে তাকিয়েছি তখন কি সেই চোখ দুটো আমাকে ছেড়ে কথা কইবে? আমাকে দেয়া হুমকিটাকে কার্যে পরিণত করবে না?
৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩
ভুয়া মফিজ বলেছেন: আধুনিক কবিতার কিছুই বুঝি না, তাই এড়িয়ে চলি। আপনারটা পড়লাম.....অর্ধেক বুঝলাম, অর্ধেক বুঝলাম না। জানি, কবিবৃন্দ আমার কথায় রাগ করবেন, কিন্তু আমার জন্য এটাই বাস্তবতা !!!
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, আমি তো একেবারে সহজ করেই লিখেছি। কঠিন কিছুই ছিল না। আমি যাকে মনে মনে খুঁজে ফিরছি সেই মুখটা আজও দেখিনি। সেই মুখের আকৃতি আমার কাছে আজও স্পষ্ট নয়। শুধু দুটি চোখকে কল্পনায় মনের ক্যানভাসে এঁকেছি। সেই চোখ দুটোই এখন পর্যন্ত আমার মনে দেখা দেয় আর সেই চোখ দুটোর কাছেই বাঁধা পড়ে আছি। তাই যখন কোন মেয়ের দিকে তাকাতে যাই তখনই সেই চোখ দুটো এসে আমাকে শাসিয়ে যায়। তাই আবার যখন লাল শিফনের শাড়ি পরা মেয়েটার দিকে তাকিয়েছি তখন কি সেই চোখ দুটো আমাকে ছেড়ে কথা কইবে? আমাকে দেয়া হুমকিটাকে কার্যে পরিণত করবে না?
৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪
তাপস ভৌমিক বলেছেন: এগিয়ে যান..
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সাথে থাকুন। ধন্যবাদ।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: হুট করে শুরু হুট করে শেষ
গল্পতো দেখছি ভয়াল সর্বনাষ।
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কারো পৌষমাস আর কারো সর্বনাশ!
পড়েছেন জেনে ভাল লাগল মাইদুল ভাই।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: “বোরকা পড়া সেই মেয়েটির চোখ কী সুন্দর ছিল ” এই শিরোনামে একটা গল্প লিখে ফেলুন ভাই !!!
এ গল্পটা আরো একটু বড় করা উচিৎ ছিল ...
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরেকটু বড় করলেই তো চোখ দুটো খোয়াতে হত মেয়াবাই!
৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: কিছু দৃশ্য চোখের সামনে ভাসছিল, এই যেমন অসম্ভব রূপবতী কোন একটা মেয়ে লিপিস্টিক বাঁচিয়ে কফি খাচ্ছে দৃশ্যটা দারুণ তারপর হঠাৎ করেই কি যেন হয়ে গেল।
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। তারপর আর কিছু নেই। আমি কিন্তু গল্প লিখিনি। একটু মজা করেছি।
পড়ার জন্য ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
তেমন কিছু হয়নি!
০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তেমন কিছু লিখিওনি। আপনার কাছে এটা ভাল লাগবে না। তারপরও পড়ার জন্য ধন্যবাদ।
১০| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: শিরোনাম সুন্দর, গল্পটা শুরুও হয়েছিল সুন্দর, তবে শেষে এসে যেন খুব তাড়াহুড়ো হয়ে গেল!
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুঁজে বের করে পড়েছেন জেনে কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আসলে সেই চোখ কবিতার পরের ঘটনা বলতে পারেন। গল্প হিসেবে লিখিনি। তারপরও আপনাদের প্রশংসায় আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: শেষটা ভালো হলো না !! ব্যাপার না......
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুমনদা, এটা গল্প হিসেবে লিখিনি। এটার অর্থ বুঝতে হলে আমার আগে লেখা “চোখ” কবিতাটা পড়ে আসতে হবে। সেই চোখ সবসময় আমাকে চোখে চোখে রেখেছে কিন্তু নিজে ধরা দিচ্ছে না। অন্য কোন মেয়ের দিকে তাকালেই আমাকে শাসানি দিচ্ছে। লাল শিফন শাড়ি পরা মেয়েটার দিকে তাকানোর অপরাধে আমাকে শাস্তি দিতে পারে সেই চোখ।
১২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ একটি কবিতা। উপরের বর্ণনা চমেৎকার।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছে ভাল লেগে থাকলে আমি সার্থক। অনেক ধন্যবাদ।
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৮
শাহিন বিন রফিক বলেছেন: তাইতো বলি-কবি কবিতা ছাড়া গল্প!! শেষে ঠিকই- ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা, গল্প সবই আসবে। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪
প্রামানিক বলেছেন: শুরুটা ভালই হয়েছিল কিন্তু হুট করে থেমে গেল - --
০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাদের মন্তব্য পড়ে মনে হচ্ছে গল্পটা টেনে লম্বা করাই ভাল ছিল। আসলে আমি এটা অন্য কিছু বোঝাতে লিখেছিলাম। যাকগে, দেখি গল্পটা বড় করা যায় কিনা?
পড়া ও মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১
নূর-ই-হাফসা বলেছেন: লেখা ভালো লাগলো ।
যাকে নিয়ে লেখা তার চোখে পড়লেই হলো ।
অনেক শুভকামনা ।
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! আপনি! স্বপ্ন দেখছি না তো? আগে নিজেকে চিমটি কেটে দেখে নিই। কুটুস্, উফ্। বড্ড লেগেছে! তারমানে স্বপ্ন নয়, সত্যি! তা কেমন আছেন আপু? অনেকদিন পর আমার ব্লগে এলেন। স্বাগতম! আগে বলুন আপনাকে কী দিয়ে আপ্যায়িত করব? চা, কফি নাকি অন্য কিছু?
১৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯
জাহিদ অনিক বলেছেন:
কবিতাটা মনে হয় আগেও পড়া ছিল।
যেন কবিতার পটভূমি পড়লাম !
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক ধরেছেন ভাই। একদম সঠিক। আপনাকে অনেক ধন্যবাদ।
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৫
ওমেরা বলেছেন: বুঝেছি আপনাকে পরী ধরেছে।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বলেন কী! জলজ্যান্ত পরী!! গেছি!!! একেবারে জানে মরে গেছি!!! কিভাবে ধরল? বুঝতেই পারলাম না! আমি কিন্তু পরী, ভূত এগুলো দেখে অসম্ভব ভয় পাই!! এখন ওঝা কোথায় পাই বলুন তো? একটা ওঝা আপনাকে জোগাড় করে দিতেই হবে। কি, পারবেন না?
১৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪
মনিরুল ইসলাম বাবু বলেছেন: শুরুটা চমৎকার
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শেষটা যচ্ছেতাই। তারপরও পড়ে মন্তব্য করেছেন সেজন্য অনেক ধন্যবাদ।
১৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০
নীল মনি বলেছেন: লেখা পড়লাম,সবার মন্তব্য পাঠ করলাম।আপনি তো দারুণ জ্বালায় আছেন।একটু যে শান্তিতে কফিশপে বসে অন্যদিকে তাকাবেন তারও উপায় নেই।একেবারে রীতিমতো হুমকি! বনফুলের লেখা গল্পের কথা মনে পড়ল। সেখানে নায়ক নায়িকার চোখ ভালোবাসত ভীষণ,নায়িকাকে বলেছিল তোমার চোখ দুটো তুলে নেব।কিন্তু মেয়েটার বিয়ে হয়ে গেল।একদিন নায়ক শুনল মেয়েটি বিয়ের পর অন্ধ হয়ে গেছে,তারপর একদিন নায়কের সাথে নায়িকার দেখা। নায়ক জানতে চাইল চোখের কী হয়েছে।
নায়িকা বলল যে চোখ এত ভালোবেসে তুলে নিতে চাইলে, হঠাৎ সে চোখ কেন নষ্ট হল সেটাও বুঝলে না। থাক বুঝে আর কাজ নেই। সারমর্ম বললাম।
দোয়া রইল চোখের সেই পেত্নী/পরী /ডাইনি আপনার সামনে তার পূর্ণ রূপ প্রকাশ করুক ☺
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, খুব মুসিবতে আছি। কোথাও শান্তি নেই। রাতে ঘুমোতেও দেয় না।
বনফুলের গল্পটা আমিও পড়েছিলাম। মেয়েটা তো ইচ্ছে করেই চোখ নষ্ট করে ফেলেছিল কিন্তু বোকা ছেলেটা বুঝতে পারেনি। কিন্তু আমি কী করব?
আপনার দোয়া কাজে লাগলে তো ভালই হয়।
মন থেকে দোয়া করলেন নাকি দুষ্টুমি করলেন?
২০| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
নীল মনি বলেছেন: হুম বোকা ছেলেটা বুঝল না। মন থেকে দোয়া করলাম
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মুখে ফুলচন্দন পড়ুক! আপনার জন্যও থাকল মন থেকে দোয়া ও অফুরন্ত শুভকামনা। অটুট থাক বন্ধুত্ব।
২১| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ।
২২| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১
নীল মনি বলেছেন: ☺☺
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
২৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪
শিখা রহমান বলেছেন: সম্রাট কবিতাটা ভালো লেগেছে খুব। সেই চোখের সাথে দেখা হোক আপনার। সম্রাজ্ঞীর চোখেরা ধরা দিক সম্রাটের ভালোবাসায়।
শুভকামনা।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। সম্রাজ্ঞীর চোখেরা তো ধরা দিতে দিতেও দিচ্ছে না। শুধু ফাঁকিবাজি করছে।
আমার লেখা আপনার ভাল লেগেছে বলে আমাকে লজ্জাই দিলেন। কোথায় আমার বকোয়াস আর কোথায় ডঃ রহমানের মত লেখিকার তোলপাড় করা একেকটা "দ্য মাস্টারপিস"!
২৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১
শিখা রহমান বলেছেন: সম্রাট আমার লেখা খুব তোলপাড় তৈরী করে বলেতো মনে হয়নি কখনো। আপনি বেশ ভালো কবিতা লেখেন সেটা আমি ছাড়াও অনেক পাঠকের মন্তব্য পড়লেই বোঝা যায়। ভালো থাকবেন। লজ্জা না পেয়ে লিখতে থাকুন। লজ্জা সম্রাটকে মানায় না আর প্রশংসা আপনার প্রাপ্য।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাঠকের ভাবনাচিন্তাকে ওলটপালট করে দেয়াটাই তো তোলপাড় করা। আপনার লেখায় এমন উপাদানের ছড়াছড়ি। তাই আপনি মনে না করলেও পাঠকের মনে হতেই পারে।
অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখার জন্যও প্রশংসা আর শুভকামনা।
২৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১
শামচুল হক বলেছেন: চমৎকার গল্প, খুব ভালো লাগল।
০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ শামচুল হক ভাই। ভাল থাকুন।
২৬| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০
নীল মনি বলেছেন: সেই চোখের দিকে আর তাকায়ে কাজ নেই।এইদিকে আমরা আছি। হ্যালো এই যে -হ্যালো
১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাসায় এসেছি। একটু ব্যস্ত। একটু পরে আসছি।
১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অধম সেবার জন্য প্রস্তুত। বলুন কী সেবা লাগবে?
কোন চোখের দিকে তাকাইনি তো । আপনারা আছেন যেহেতু তাহলে আর কোনদিকে তো তাকানো যাবে না
। হঠাৎ একটু প্রয়োজন পড়ে যাওয়ার ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন আছি। ৬টার পর থেকে আবার একটু ব্যস্ত হতে হবে।
২৭| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯
নীল মনি বলেছেন: ব্যস্ততা থাকতেই পারে। ব্যাপার না। কোন সেবাই লাগবে না এখন। শুকরিয়া । ল্যাপটপ ঠিক করে আনলাম।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যাক, এবার আশা করি ভূতের উপদ্রব থেকে মুক্তি পাবেন?
২৮| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩
নীল মনি বলেছেন: কাল রাতে ভয় করছিল কিন্তু
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! তাই বুঝি ব্লগে আসা হয়নি? তা কিসের ভয় ছিল? ভূতের নাকি পানিশমেন্টের?
২৯| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২
নীল মনি বলেছেন: ঝড় হচ্ছিল ,আকাশে মেঘ গুড়ুম গুড়ুম করছিল তাই আর কী
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আকাশে মেঘ গুড়ুম গুড়ুম করছিল, কিন্তু মোবাইল দিয়ে একটা কমেন্ট করা মনে হয় খুব একটা বিপদের কারণ ছিল না?
৩০| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০
নীল মনি বলেছেন: সবুজ বাটন আসছে না যে।মেঘের ডাকে মোবাইল রেখে দিয়েছিলাম।এমন সময় ধরতে নেই।তারপর ঘুম এসে গেছে।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই ঘুমটাই কিছুদিন যাবত আমাকে খুব ডিসটার্বের ভেতর রেখেছে। পাজিটা আমার সাথে খুব খুনসুটি করছে। কখন যে চোখে ধরা দেবে তা আগে থেকে আন্দাজ করা খুবই মুশকিল হয়ে পড়েছে।
৩১| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩
নীল মনি বলেছেন: আমিও তো টের পাচ্ছি না।উঠলাম একটু ।ফিরব যখন ঠিক বুঝে যাবেন।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঘুমিয়েছেন নাকি জেগে আছেন?
৩২| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪১
নীল মনি বলেছেন: ঘুমিয়ে পড়েছিলেম।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! একটু বাইরে গিয়েছিলাম। আপনাকে তো ভূত মনে হচ্ছে। রাতে দেড়টার পর হঠাৎ দেখি আপনি লগইন!
৩৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২
নীল মনি বলেছেন: তাই নাকি। আমি আসলে অনলাইনে ঘুমাচ্ছিলাম।আজ রাতে দুইবার ঘুম ভেঙেছে।ভোরের দিকে উঠে বসেছিলাম।পরে ঘুমালাম।পরে আবার উঠলাম।
ভূত হয়ে যাব মনে অচিরেই।সেইরকম লক্ষণ পাচ্ছি।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন? ভূত হয়ে যাওয়ার লক্ষণ কী?
৩৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০২
নীল মনি বলেছেন: ভূত ভূত অনুভূত হওয়া প্রথম লক্ষণ। সব কী বলা যায়! সব বললে যদি আর মানুষ না ভাবেন! বলি তখন কী হবে।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানুষ না ভেবে ভূতই ভাববো। তখন আর কী হবে? কিছুই হবে না।
অভিমানী বালিকার মন কি আজও ভীষণ খারাপ নাকি কিঞ্চিৎ ভালোর দিকে?
৩৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২
নীল মনি বলেছেন: আসলে শরীর ভালো যাচ্ছে না।মন ভালো তো। আপনি কেমন আছেন?
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শরীরের সমস্যা সাময়িক। মন ভালো থাকলে শরীর কোন ব্যাপার নয়, ওটা সেরে যাবে।
আমার মন তো কাল কেউ একজন একেবারে ভালো করে দিয়েছে। তাকে ধন্যবাদ দেয়া হয়েছে। আবারও দেয়া যাবে।
আমি মনে হয় আপনার শান্তিময় নিস্তরঙ্গ জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছি?
৩৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০
নীল মনি বলেছেন: কী যে বলেন, ভুলে যান ওসব কথা।আমি তো কালই ভুলে গেছি।কাল অন্য আরেকটা ব্যাপার নিয়ে রাত ৯ টা পর্যন্ত স্ট্রেস গেছে।সমস্যা অন্য মানুষের কিন্তু জড়িয়েছি আমি।
চা খাবেন নাকি?
কারো মন এত অল্পতেই ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ্
১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অন্যের সমস্যা সমাধানের সামর্থ্য থাকলে তাতে জড়ানো দোষের নয়।
চা দেবেন? দিন দেখি আপনার হাতের চা খেতে কেমন লাগে?
৩৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
নীল মনি বলেছেন: জীবনে বহু লোকের সমস্যার গল্প শুনেছি। তারা কেন জানি আমার কাছে পরামর্শ চায়।যদিও বুঝি কম।চা শেষ হয়ে গেছে।সব দিন চা ভালো হয় না।
আপনি চা তো পছন্দ করেন বলে মনে হয় না।
চা বানিয়ে চা'য়ের ছবি দিব একদিন ইন শা আল্লাহ
১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা, চা পরে খাওয়া যাবে। চা পছন্দ করি না ব্যাপারটা তেমন না। চা বানাতে পারি না। এমনিতে দিনে বাইরে থেকে মিনিমাম ৩ কাপ চা খাওয়া হয়।
আচ্ছা ছবি দিলেই হবে। দুধের সাধটা তো অন্তত ঘোলে মেটানো যাবে?
৩৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
নীল মনি বলেছেন: আপনি লাল চা খান তাই না? আপাতত চা'য়ের ছবি দিই আপনি লাল চা খান তাই না? আপাতত চা'য়ের ছবি দিই
হুম্মম
১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, লাল চা। লাল চা-ই আমার প্রিয়।
চায়ের সাথে কারও চশমা আর ব্রেসলেটও পেয়ে গেলাম মনে হচ্ছে? অবশ্য দুটোর কোনটাই আপাতত আমার কাজ আসবে না। তাই ও দুটো না নিয়ে যার জিনিস তাকে দিয়ে দিলাম।
৩৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১
নীল মনি বলেছেন: হাহাহা হুম্মম্ম চা'য়ের সাথে ওরা সঙ্গ দিচ্ছিল।আমার চশমা, ব্রাসলেট।শুকরিয়া ফিরিয়ে দেওয়ার জন্য
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যার জিনিস তার কাছেই আছে। তবে নিজের জিনিস সবসময় সামলে রাখতে হয়। অবহেলায় হাতছাড়া করা উচিত নয়। আপনার চা কিন্তু টেস্ট করে বলতে পারলাম না কেমন হয়েছে? তবে যদি মন দিয়ে বানিয়ে থাকেন তাহলে ভালই হওয়ার কথা।
৪০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১২
নীল মনি বলেছেন: ফিরে এসে কমেন্ট করছি।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অপেক্ষায় রইলাম।
৪১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২
নীল মনি বলেছেন: আমি তো সামলে রাখতে জানি নে।আমি বড় হতে পারিনি আজও।চা টেস্ট করে কাজ নেই
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী বলেন? নিজের একান্ত জিনিসগুলো সামলে রাখতে না পারলে তো সমূহ বিপদের সম্ভাবনা! আর আপনি যে আজও বড় হতে পারেননি সেটা আপনার সাথে আলাপচারিতায় বেশ বুঝতে পারছি। আপনার ভেতর এখনও ছেলেমানুষী ভাব রয়ে গেছে।
কেন, চা টেস্ট করে কাজ নেই কেন? টেস্ট তো করতে পারলামই না। তবে আমি মনে করি চা খুবই ভালো হয়েছে। আজ থাক, অন্যসময় টেস্ট করা যেতে পারে।
৪২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১০
নীল মনি বলেছেন: আমি মাঝে মাঝে চাই একটু বড় বড় ভাব নেব,বড়দের মত করে লুকিয়ে থাকব,গম্ভীর হয়ে কথা বলব।
কিন্তু শেষমেষ যা তাই। ছেলেমানুষি ভর করে।
বাহিরে চমৎকার বাতাস।
এমন বাতাস যখন গায়ে লাগে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।আলহামদুলিল্লাহ্।
অন্যদিন টেস্ট করে দেখেন।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলে সেটা তো খুবই খুশির খবর! দোয়া করি সবসময় সবচেয়ে সুখী মানুষই থাকুন। অন্যদিন আপনি দিলে অবশ্যই টেস্ট করে দেখব। আপনার হাতের চা খারাপ হতেই পারে না।
৪৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ অনেক দোয়া করে দিলেন।
আচ্ছা টেস্ট করবেন।হুম খাওয়া যায়।লোকজন তো ভালোই বলে চা কিংবা টা খেয়ে।
আমার কিন্তু ঝিমুনি আসছে।ঘুমের মিস কল,সাথে স্বপ্ন ফ্রী
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে আটকে রাখতে চাই না। ফ্রি স্বপ্নের কিছুটা জানতে পারলে ভালই হবে। ঘুমিয়ে যান। শুভরাত্রি।
৪৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৯
নীল মনি বলেছেন: স্বপ্ন মনে থাকে না তো তবে হ্যাঁ একদিন ব্লগ নিয়ে স্বপ্ন দেখেছহিলাম।
জেগে থাকতে পারছি না। লেগে যাচ্ছে।শুভ রাত্রি
।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগ নিয়ে কী স্বপ্ন দেখেছিলেন? ব্লগ নিয়েও কেউ স্বপ্ন দেখে বুঝি?
কাল আমিও অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। এখন সারাদিন ফ্রি।
৪৫| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬
নীল মনি বলেছেন: ব্লগ নিয়ে কমেন্টের স্বপ্ন আর কি। মনে তো নেই । ভুলে গেছি।
তাড়াতাড়ি ঘুমানো কিন্তু ভালো। আজ ফ্রি কেউ তাহলে একটা কিছু লিখুক।
যদি ইচ্ছে করে।
২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই দেখুন, এখন কিন্তু নামাজের প্রস্তুতি নিতে হবে। আর নামাজের পর একটু কাজ আছে। তবে ব্লগে থাকব। আপনার জন্য কিছু লিখতে গেলে একটু ভাবনাচিন্তা করে লিখতে হবে তাই আরেকটু সময় চাই। আপনার চাওয়া অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ। শুধু আমার কথা বারবার জিজ্ঞেস করছেন কিন্তু আপনি কেমন আছেন তা কি বলবেন?
৪৬| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪
নীল মনি বলেছেন: যান যান নামাযে যান। সকাল থেকে অনেক কাজ করেছি।এখনো কিছু বাকি। সময় নিয়ে লিখুন।তাড়াহুড়ো নেই।
আছি আলহামদুলিল্লাহ্ ভালো।নামাযে আমার জন্য দোয়া করবেন।
ফী আমানিল্লাহ
২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্য দোয়া করলাম। আল্লাহ যেন আপনাকে সবসময় হাসিখুশি রাখেন এবং দুশ্চিন্তা, দুঃখ আর পেরেশানিমুক্ত রাখেন!
৪৭| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ তা আলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন ইন শা আল্লাহ
২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার দোয়া আল্লাহ কবুল করুন। আমীন।
আজ নিজের হাতে কোন একটা খাবারের আইটেম বানানোর চেষ্টা করছি। দেখা যাক শেষপর্যন্ত কী হয়? যদি হয় দেখতে পাবেন।
৪৮| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ সেটা দেখার সৌভাগ্য হয়েছে। দেখতে বেশ।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কৃতিত্বটা অবশ্য ব্লগার ওমেরাকে দিতে হয়। তার কালকের পোস্ট দেখেই মূলত আজকের প্রয়াস।
৪৯| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩
নীল মনি বলেছেন: আমিও দেখলাম রেসিপি। কৃতিত্বটা আপনার, আর কৃতজ্ঞতা ওমেরা র কাছে। আচ্ছা উনি ভাইয়া না আপু? আমি তো নাম ধরলাম
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: উনি আপু। বেশ অনেকদিন থেকেই লিখছেন। আপনার সাথে তেমন পরিচয় হয়নি মনে হয়। কৃতিত্বটা আমার তবে রেসিপিটা তার। কৃতজ্ঞতা কিন্তু অন্যের কাছে।
৫০| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১
নীল মনি বলেছেন: হুম্মম্মম ঠিক তাই কৃতজ্ঞতা আপুর কাছে দিলেই হবে
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপু তো রেসিপি দিয়েছেন, প্রেরণা নয়। সব কাজের পেছনে কারো না কারো প্রেরণা থাকে, আমি সেই প্রেরণা প্রদানকারীর প্রতি কৃতজ্ঞ।
৫১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১০
নীল মনি বলেছেন: তাই বুঝি! আমি তো কারো প্রেরণাও দিই নি। তবে আরো ভালো করে বানান একদিন ঠিক খেয়ে যাব। রিযিকের মালিক আল্লাহ।কিভাবে কিভাবে মিষ্টি আমার কাছে চলে আসবে জানতেও পারবেন না।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নির্ধারিত কোন কাজের প্রেরণার কথা বলিনি। মোটামুটি দৈনন্দিন কাজগুলোর কথা বলেছি।
আপনি আমার হাতের কোন জিনিস খাবেন এ আমার বিশ্বাস হচ্ছে না। শুধুই কথার কথা তাই না?
৫২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬
নীল মনি বলেছেন: নাহ কথার কথা না।আমি ভাগ্যে বিশ্বাসী।কোনদিন হয়ত সৌভাগ্য হবে আমার এই আশা রাখি।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
আশা রাখা দোষের কিছু নয়। তবে আমি অতটা আশাবাদী হতে পারলাম না। অবশ্য আমিও ভাগ্যে বিশ্বাসী।
ভাগ্য যদি এমন ঘটনা ঘটিয়েই ফেলে তাহলে আমার জন্য সেটা সৌভাগ্যের বিষয় হবে।
৫৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০
নীল মনি বলেছেন: ভাগ্যে বিশ্বাস এভাবে রাখা উচিত- আল্লাহ্ চাইলে সব হতে পারে সব। রান্নাটা শিখে রেখেন কিন্তু।
আমরা জানি না ভবিষ্যত কী অপেক্ষা করছে।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। রান্না আমি শিখতে পারব না। ওসব মেয়েলি কাজ আমাকে দিয়ে হবে না। তবে স্পেশাল কারো জন্য স্পেশাল কোনকিছু বানাতে হলে আগে ট্রেনিং নিয়ে রাখব কিন্তু পারমানেন্টভাবে রান্নাবান্না আমাকে দিয়ে কোনদিনই হবে না।
৫৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭
নীল মনি বলেছেন: হাহাহাহা আচ্ছা শিখে কাজ নেই তবে।মিষ্টিমুখ করালেই হবে তো।আর কিছু লাগবে না।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মিষ্টির একটা আইটেমই বানানোর চেষ্টা করেছি। যদি প্রয়োজন হয় তাহলে চেষ্টাটা আরেকটু প্রসারিত হবে।
৫৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫
নীল মনি বলেছেন: আপাতত একটাই রপ্ত হোক।উঠছি।ঘুম ধরেছে কিন্তু কিছু কাজ বাকি।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আজকে ঘুম একটু তাড়াতাড়ি এসে গেল মনে হয়? ঠিক আছে। পরে কথা হবে। আপাতত ব্রেক। ভালো থাকুন।
৫৬| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭
নীল মনি বলেছেন:
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন। শুধু ইমো হবে।
৫৭| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
নীল মনি বলেছেন:
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর ছবিগুলো মনে হয় আপনার তোলা? আমি আসলে কী মন্তব্য করব ভেবে পাচ্ছি না। আপনার উনুসন্ধিৎসু চোখে এতকিছু ধরা পড়ে দেখে যারপরনাই আশ্চর্য হচ্ছি! কী বলব? এত সুন্দর ছবি দেয়ার জন্য আপনাকে স্পেশাল থ্যাংকস্।
৫৮| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২১
নীল মনি বলেছেন: ঘুম এসেছে আরো আগে,কাজ করতে ইচ্ছে করছে না
।মেলা কাজ করেছি, আজ হু।
৫৯| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২
নীল মনি বলেছেন: হোক ইমো, আমি শুধু ছবি দিব।এগুলো প্রথম তোলা ছবি
৬০| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪
নীল মনি বলেছেন:
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অ্যাকসেপ্টেড!
৬১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬
নীল মনি বলেছেন: কিছু টিপস,
অনেক সময় উপকারে আসতে পারে
১। রাতে একা একা হাটলে যদি বুঝতে পারেন পিছে কেউ আছে, তাইলে শুধু ঘাড় ঘুরাবেন না। পুরো শরীর ঘুরিয়ে দেখবেন। ঘাড় ঘুরালে মটকে দেবার সম্ভাবনা আছে।
২। বিছানার ওপর সাপ দেখতে পেলে আগেই মারবেন না, আপনার ক্ষতি হতে পারে। আগে চলে যেতে বলবেন। কারন জিন সাপের রুপ ধারন করে। মারামারি করতে গিয়ে আপনি মারাও যেতেপারেন, কারন এক সাহাবি এই সাপের রুপ ওয়ালা জিনের সাথে মারামারি করতে গিয়ে মারা গিয়েছিল। আর যদি চলে না যায়, তবে বুঝবেন আসলেই ওটা সাপ, তখন মারবেন বা তাড়িয়ে দিবেন।
৩। যদি রাতে দেখেন গাছের কোন ডাল বা বাঁশ ঝুকিয়ে পরেছে তবে তার ওপর দিয়ে যাবেন না। আয়াতুল কুরসি পড়বেন। তাইলে দেখবেন আবার ঠিক হয়ে গেছে, তখন যাবেন।
৪। শুধু গভির রাতে যদি যেকেউ বাহির থেকে আপনার নাম ধরে ডাকলে সাড়া দিবেন না। ৩ বার ডাকার পর সাড়া দিবেন।
,
৫। গাছে যদি কিছু বসা দেখতে পারেন তাইলে তার দিকে তাকিয়ে থাকবেন না। চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন।
৬। যদি একা রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই রুমে বসে আছেন। মানে নিজেকে নিজেই দেখতে পারেন, তাইলে ভয় পাবেন না। ওটা আপনার সাথে থাকা জিন। (কারিন জিন)। শুধু চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন ও তারপর চোখ খুলবেন।
৭। রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না। আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, তাইলে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে করে ৩ বার থুতু দিবেন। - বুখারি শরিফ
৮। পুকুরে গোছল করলে যদি বুঝতে পারেন কেউ আপনার পা ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে তবে প্রথমে চিৎকার দিবেন। ও সাথে সাথে দোয়া ইউনুস পড়া শুরু করবেন। কারন পুকুরে বা নদী তে জিন থাকে।
৯। যদি রাতের বেলা একা একা দেখতে পারেন কুকুর আপনার কাছে আক্রমণ করতে আসছে আর কুকুর টা কে যদি অস্বাভাবিক মনে হয়, তাইলে যথাক্রমে মাটিতে একটা সারকেল আঁকাবেন ও ওই সারকেলের ভিতর দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়বেন।
১০। যদি দেখেন আপনি রাতের বেলা তে পথ
ভুলিয়ে যাচ্ছেন বা একই পথে বার বার ফিরিয়ে
আসছেন বা অনেক দূর যাওয়া পরও গন্তব্যে
পৌছাতে পারছেন না, তবে আজান দিবেন।
তাইলে সব ঠিক হয়ে যাবে। গয়রান নামক জিন
আপনাকে এই ধকায় ফেলাইছে।
১১। রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার
বুকে কেউ ভর করে আছে। তবে চিৎকার দিবেন
না। চিৎকার দিলে কোন লাভ হবে না, কারন
আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না। আপনার
যানা যেকোনো সুরা পাঠ করবেন।
১২। মরা মানুষের আত্মা যদি দেখতে পারেন
তাইলে ভয় পাবেন না। ওটা আত্মা নয়। জিন
ওই মরা মানুষের রুপ ধারন করেছে। শুধু সালাম
দিয়ে চলে যাবেন।
১৩। গভীর রাতে একা রাস্তায় হাঁটার
সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল
আপনার বামপাশ থেকে আপনাকে ক্রস করার
চেষ্টা করছে তবে ক্রস করতে দিন। কোন
সমস্যা নেই। এটা সমাজের কুসংস্কার। তবে
তাকে মারবেন না।
১৪। অনেকেই বলে কবরস্থান একটা পবিত্র
স্থান। কথা টি ঠিক তবে কবরস্থানে ঘুল নামক
জিন থাকে। তাই পবিত্র স্থান হলেও সর্তকের
সাথে চলবেন।
১৫। আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে।
তাই গভির রাতে আয়না না দেখাই ভাল। আর
আয়না তে সবসময় পদ্যা দিয়ে রাখবেন। বাথরুম
আয়না না রাখাই ভাল কারন বাথরুমে খান্নাস
নামক জিন থাকে, যদিও দুর্বল জিন। আর
আয়নার সামনে গিয়ে এই দোয়া পাঠ করবেন
"আল্লাহুম্মা হাসানতা খালকি ওয়া আহাসিন
খুলুকি"
১৬। বাসার ছাদের ওপর জিন বসবাস করে, তাই
গভির রাতে একলা ছাদে যাইবেন না। গেলে
কাউকে সাথে নিয়ে যাবেন
১৭। যদি আপনি একা একা কোন মিস্টি বা পিঠা
জাতিও কিছু খেতে থাকেন ও দেখলেন যে কোন
বিড়াল আপনাকে ডিস্টার্ব করছে তবে তাকেও
খেতে দিন। কখনোই তাড়িয়ে দিবেন না বা
মারবেন না। কারন কোন সময় জিনও আকৃতি
ধারন করে আসে, ও মিস্টি জাতিও জিনিস
তাদের প্রিয় খাবার।
১৮। অতিরিক্ত রাগ করবেন না। আমাদের মাঝে
মধ্যে রাগ এতোটাই বেড়ে যায় যে মুখ দিয়ে কথা
আটকে আটকে যায়। এই রাগের কারনে জিন
আপনার শরিরে প্রবেশ করতে পারে। তাই রাগ
হলে বসে পরবেন, বা বসে থাকবে দাঁড়িয়ে
যাবেন। তাইলে জিন প্রবেশ করতে পারবে না।
১৯। মাগরীবের সময়, রাত ২/৩ টা ও
আমাবস্যার সময় জিন দের প্রভাব বেশি থাকে।
তাই এই সময় সর্তক থাকবেন। ছোট বাচ্চাদের
নিরাপদে রাখবেন ও মাগরীবের সময় বিসমিল্লা
বলে ঘরের দরজা বন্ধ করে দিবেন।
২০। প্রতিনিয়ত যদি ভয়ের স্বপ্ন দেখেন ও
প্রতিনিয়ত দেখেন যে ওপর থেকে নিচে পরে
যাচ্ছেন তাইলে আপনি ব্ল্যাক ম্যাজিকে
আক্রান্ত।
আমারে একজন দিল।
৬২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬
নীল মনি বলেছেন: এটা পড়ে কী বুঝলেন,বোঝাবেন।গেলুম
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যান। উত্তর পরে দেব। ফি আমানিল্লাহ।
৬৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১
নীল মনি বলেছেন: চলে এলাম।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন বোঝা বড় দায়! কখন যে মেঘমুক্ত ঝকঝকে নীলাকাশ আর কখন যে কালো কালো মেঘের আনাগোনা তা আগে থেকে কে বলতে পারে?
অবশ্য আপনার মনের আকাশ আমি প্রায় সবসময় মেঘমুক্তই পেয়েছি। এজন্যই কি প্রবাদটা এমন যে, মেয়েদের মনের খবর নাকি স্বয়ং .......।
৬৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪
নীল মনি বলেছেন: "সুন্দর ছবিগুলো মনে হয় আপনার তোলা? আমি আসলে কী মন্তব্য করব ভেবে পাচ্ছি না। আপনার উনুসন্ধিৎসু চোখে এতকিছু ধরা পড়ে দেখে যারপরনাই আশ্চর্য হচ্ছি! কী বলব? এত সুন্দর ছবি দেয়ার জন্য আপনাকে স্পেশাল থ্যাংকস।"
ছবিগুলো আমার তোলা।শুধু ইমো দিলেই হত।আপনার প্রশংসনীয় মন্তব্যে আমি মুগ্ধ।
ছবিগুলো প্রথম তোলা আর কি। শুকরিয়া
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথম তোলা বলতে কি নিজের মোবাইলে জীবনের প্রথম তোলা?
৬৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৩
নীল মনি বলেছেন: ওই যে সেদিন বলেছিলাম।আপনিও ভুলে গেছেন। কী মজা। ক্যামেরা দিয়ে তোলা
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ক্যামেরা কবে কিনলেন সেটা তো জানি না? নতুন ক্যামেরা, ল্যাপটপ মেরামত এসব কিসের আলামত?
৬৬| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
নীল মনি বলেছেন: ল্যাপটপ এ চার্জ হচ্ছে না
২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সর্বপ্রথম আপনার চার্জিং ক্যাবলটা চেঞ্জ করে দেখুন। ৯০% সমস্যা কমদামি ক্যাবলের কারণে হয়। নতুন একটা ক্যাবল লাগিয়ে দেখার পরও যদি চার্জ না হয় তাহলে চার্জিং সাইডে সমস্যা হয়েছে। ভাল রিপেয়ারিং সেন্টারে নিয়ে যান। ৪০০/৫০০ টাকা সর্বোচ্চ খরচ হতে পারে।
২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনে হয় এখনও ল্যাপটপ রিপেয়ারিংয়ের দোকানে আছেন? এখন পর্যন্ত ঠিক হয়নি মনে হচ্ছে? মোবাইল দিয়ে আপাতত লগইন করতে পারেন।
৬৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪
নীল মনি বলেছেন: নাহ বাসায় আছি
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ল্যাপটপ ঠিক হয়েছে?
৬৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২১
নীল মনি বলেছেন: ল্যাপটপ ঠিক হয়েছে।কিন্তু আমি মোবাইলে
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্যবহারই যদি করবেন না তাহলে ঠিক করে কী লাভ হল?
যাকগে, শুনুন একটা টিপস্ দিচ্ছি। ব্লগে পোস্ট দেয়ার উত্তম সময় কোনটা জানেন? আপনার যদি পোস্ট দেয়ার ইচ্ছে থাকে তাহলে সবসময় রাতে দেবেন, পারলে দশটার পর। এসময় ব্লগারের উপস্থিতি সবচাইতে বেশি থাকে। ঠিক বলছি কি না তা আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আজ কি কোন পোস্ট দেয়ার ইচ্ছে আছে?
৬৯| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭
নীল মনি বলেছেন: শুকরিয়া। আমিও ভেবেছি যে আসলে কোন সময় উত্তম।আপনি দেখি মনের কথা সব জেনে যাচ্ছেন
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই নাকি? আমাকে আবার সবজান্তা ভেবে বসবেন না যেন?
আজ কি কোন পোস্ট দেবেন? আমি আজ কিছু লিখতে চেয়েছিলাম কিন্তু আপনার জন্য লিখতে পারিনি। দুশ্চিন্তা ছিল। আপনি আজ পোস্ট না দিলে আমি এলোমেলো কিছু একটা দেব।
৭০| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
নীল মনি বলেছেন: হিহি তাহলে তো এসেই ভুল হয়ে গেল।না হলে এলোমেলো পোস্ট দেখতে পেতাম।এখন তো তাও পাচ্ছি না।আবার চলে যাই কী বলেন।
এলোমেলো পোস্ট দেন।
ছবির পোস্ট দিলাম।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, আজ আর দেব না। আপনারটা চলুক। আসলে আমার মন আজ বলছিল আপনি হয়ত পোস্ট দিতে পারেন তাই ওকথা বলেছিলাম।
ছবির পোস্টে ভালোলাগা ও প্লাস দিয়ে এসেছি।
৭১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১১
নীল মনি বলেছেন: ওসব বললে হবে নায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া।
লিখে ফেলেন কিছু একটা। খেতে যাই। ফিরতে ১১ টা বাজবে হয়ত
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও খেয়ে মাত্র ফিরলাম।
৭২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮
নীল মনি বলেছেন: এলোমেলো লেখেন নি তাই না
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লিখেছি তো। পিসিতে আছে। এখন আইপ্যাড হাতে ব্রাউজ করছি। কাল সকালে দিলে হবে?
৭৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮
নীল মনি বলেছেন: হুম্মম্ম তাই দেন। জোর নেই কোন।আমি ঘুমায় গেছিলাম।স্বপ্ন দেখছিলাম
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত তাড়াতাড়ি ঘুমিয়ে কী স্বপ্ন দেখলেন?
৭৪| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫
নীল মনি বলেছেন: স্বপ্ন তো মনে থাকে না দেখেই ভ্যানিশ
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে ওটা স্বপ্ন ছিল না। হিজিবিজি কিছু মনে হয় দেখেছেন। কিছু স্বপ্ন তো মনে থাকার কথা?
৭৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০
নীল মনি বলেছেন: এরপর মনে থাকলে বলব।আমি যাব।তাকাতে পারি না
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সো যাইয়ে রাজকুমারী! ফির মিলেঙ্গে। কাল মুলাকাত হোগি। তব তক কে লিয়ে বাই বাই!
৭৬| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৪
নীল মনি বলেছেন: খুব সুন্দর হিন্দী ভাষা জানেন দেখছি
।বাহ
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঁ, হিন্দি মুঝে আচ্ছি তরাহ সে আতা হ্যায়। আপকো নেহি আতা কিয়া?
৭৭| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪
নীল মনি বলেছেন: বুঝি তো আর একটু একটু বলতে পারি।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তো ফির আজ সে বাতচিত হিন্দি মে হি চলেঁ?
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০২
ভুয়া মফিজ বলেছেন: মনোযোগ দিয়ে পড়ছিলাম......হঠাৎ আক্রমনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম!
কোথা থেকে কি হলো কিছুই বুঝলাম না। আগামী পর্ব আছে নাকি?