নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

অপরিচিত

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫

পৃথিবীর সমস্ত কোলাহল থেকে ছুটি নিয়ে
মনে কর তুমি হারিয়ে গেছ মনের একান্ত ঠিকানায়
নিরবচ্ছিন্ন একাকীত্বকে সঙ্গী করে....
যখন সব ব্যস্ততা ছেড়ে গেছে তোমায়
ছোট্ট মনটা হয়ে গেছে আনকোরা ক্যানভাস;
যেখানে নেই কোন রঙের আঁচড়,
এখানে-ওখানে পুরো ফ্রেমটাতে
নেই কোন পুরোনো শুকিয়ে যাওয়া
অনাকাঙ্ক্ষিত ব্যাড স্পটস্,
তখন কি সেই ক্যানভাসে তুলির টানে
কোন অচেনা মুখাবয়ব ফুটে ওঠে?

মনটাকে ভালমত ভাবতে দাও
ওর নিজের কাছে ওকে বিশ্বস্ত হতে দাও,
ও নিজেই এঁকে নেবে নিজের কল্পনায়
ধরা দিয়ে জেঁকে বসা সেই অপরিচিত মুখটাকে;
তুমি শুধু চিরকালের জন্য ফ্রেমে বাঁধিয়ে নিও,
সেই আকৃতি আর মুখচ্ছবি
নিজের অন্তহীন প্রগাঢ় ভালোবাসায়।

মন্তব্য ৭৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১২

মৈনাক ঋক বলেছেন: অপরিচিত মুখটা কি অাসলেই ক্যানভাসে ধরা দিয়েছিলো?

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তা তো বলতে পারব না। তাকে জিজ্ঞেস না করি কিভাবে বলি?

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে। B-))

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ প্রান্তর পাতা।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

নীল মনি বলেছেন: শুনছেন, হ্যালোওঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅ- কবিতাটি কিন্তু খুব দরদী হয়েছে।আমি এটা প্রিয়তে রেখে দিয়েছি।
একদিন আবৃত্তি করব ইন শা আল্লাহ্‌। যদিও পারি না তবে নিজের আনন্দের জন্য কোন কিছু পারতে হয় না।

++++++...

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত লম্বা হ্যালো! :)
কবিতা তো আমার লেখার কথা ছিল না। কারো কাছে মনে হয় চেয়েছিলাম। সে বেমালুম ভুলে গেছে। তাই নিজেই লিখলাম। দরদ দিয়ে না লিখলে তো মনে রেখাপাত করবে না তাই একটু দরদ মিশিয়ে লেখা হল।

প্রিয়তে নেয়ার মত কোন লেখা নয় এটা। তারপরও নিয়েছেন জেনে খুশি ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। আপনার আবৃত্তি শোনানোর জন্য যদি অধমকে উপযুক্ত মনে হয় তাহলে আশা করি নিরাশ হব না?

সবশেষে অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ!

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: মনটাকে ভালমত ভাবতে দাও...
শুভকামনা।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভকামনা। পড়া ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬

নীল মনি বলেছেন: কার কখন কি প্রিয় হয়ে উঠে কেউ তো জানে না।লেখা হয়ত আপনার মনে হল প্রিয়তে যাবার উপযুক্ত না কিন্তু সে বিচারের দায় তো পাঠিকের হাতে।তার ভালোলাগার সাথে আপনার ভালোলাগা মিশে যাবে এমনটি নয়।
কবিতা লেখার কথা মনে আছে,ভুলিনি।আজ একটু লিখেছি। সারাদিন দৌড়ের উপর ছিলাম।
সময় করতে পারিনি :( তাই দেয়া হয়নি

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নীল মনি বলেছেন: কার কখন কি প্রিয় হয়ে উঠে কেউ তো জানে না।লেখা হয়ত আপনার মনে হল প্রিয়তে যাবার উপযুক্ত না কিন্তু সে বিচারের দায় তো পাঠিকের হাতে।তার ভালোলাগার সাথে আপনার ভালোলাগা মিশে যাবে এমনটি নয়।

সত্যি কথা। আপনার কথার সাথে একমত। সেজন্য অধমের পক্ষ থেকে আরও একবার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন।

কবিতার কথা মনে রেখেছেন এটুকুই যথেষ্ট। সময়-সুযোগমত দিলেই হবে। কোন তাড়াহুড়ো নেই।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছা! ভালো থাকুন।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ওখানে তো মনে হয় আরও দেরী আছে। তারপরও একটু আগেই দিলাম। আপনাকেও শুভেচ্ছা।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৮

আকতার আর হোসাইন বলেছেন: খারাপ হয়নি।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল না হলেও খারাপ যে হয়নি এতেই খুশি। ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৬

সুমন কর বলেছেন: কি নতুন বছরে সব ভুলে এগিয়ে যাতে চাইছেন....... ;)

শুভ বাংলা নববর্ষ। কবিতা ভালো লাগল। +।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন সুমনদা। আপনার ভালোলাগায় খুশি হলাম। ভাল থাকুন।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
আপনার কবিতার ভক্ত ক্রমে বাড়াছে।
কবিতা বেশ হয়েছে।
নববর্ষের শুভেচ্ছা.....

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্যও শুভেচ্ছা। ভাল থাকুন।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৫

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা +

১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়া, মন্তব্য ও লাইকের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩

শাহিন বিন রফিক বলেছেন:

ভাই না পড়ে মন্তব্য দিলাম, কারণ আজ আমি শুধু শুভেচ্ছা জানাতে লগইন করেছি।

১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিলেন ভাই, হৃদয় ছুঁয়ে যাওয়া শব্দবহে মুগ্ধতা।

শুভ নববর্ষ
রইল বৈশাখী শুভেচ্ছা

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাদের ভালোলাগাতেই আমার সার্থকতা। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনার জন্যও একরাশ শুভেচ্ছা। ভাল থাকুন।


১৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪

নিলাদ্রী বলেছেন: বেশ ভালো লেগেছে,কিন্তু অন্তকালের জন্য কেউ কি কাউকে ফ্রেমে বাঁধে,প্রগার ভালোবাসায়?

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোবাসা খাঁটি হলে অবশ্যই তা সম্ভব।

ভালো লেগেছে জেনে ভালো লাগল। শুভেচ্ছা নিন।

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল এবং আপনার জন্য রইল শুভ কামনা ।

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্যও অন্তরের অন্তস্তল থেকে শুভকামনা। ভাল থাকুন।

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন লাগলো কথাগুলো
মনকে নিজের কাছে বিশ্বস্ত হতে দাও...

+++++++++

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৃগু ভাই। শুভেচ্ছা রইল।

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর কবিতা। কবিতায় প্রেম, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই প্রেরণাদায়ক। আবারও মনটা খুশিতে ভরে গেল। ধন্যবাদ শাহাদাৎ ভাই।

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৭

নীল মনি বলেছেন: এখন বুঝলেন তো প্রিয়তে নেয়া স্বার্থক হল কিনা

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হয়েছে। আপনি কাল আবারও ফাঁকি দিয়েছেন। এখন বলুন কী শাস্তি দেব আপনাকে? :)

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬

নীল মনি বলেছেন: হ্যালো কেমন আছেন? নতুন বছরের প্রথমদিন কেমন গেল

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো আর থাকতে দিলেন কই? :) রাতজাগার অভ্যাসটা ছেড়ে গিয়েছিল, আপনার কল্যাণে তা আবার ফিরে এসেছে। :) নতুন বছরের প্রথম দিন গতানুগতিক কেটেছে। একবার বেরিয়েছিলাম। ভীড়বাট্টা অপছন্দনীয় বলে তাড়াতাড়ি বাসায় ফিরে শুয়েবসেই কাটিয়ে দিয়েছি।

আপনার কেমন কাটল তা কি জিজ্ঞেস করতে পারব? :)

২০| ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মনটাকে ভালোমতো ভাবতে দেয় না- তারা বড় নিষ্ঠুর। একটা ছেড়ে আরটা ধরে!

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কথা একেবারে ফেলে দেয়ার মত নয়। তবে ব্যতিক্রম অবশ্যই আছে।
আমার ব্লগে স্বাগতম!

২১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২

নীল মনি বলেছেন: আমি কারো রাত জাগার কারণ হতে চাই না।সবাই সকাল সকাল ঘুমাক।শান্তির ঘুম দিক তাই চাই।আমারো ভালো কেটেছে।দাওয়াতের উপর ছিলাম।ভীড় বিরক্তি লাগে। আমি কারো রাত জাগার কারণ হতে চাই না।সবাই সকাল সকাল ঘুমাক।শান্তির ঘুম দিক তাই চাই।আমারো ভালো কেটেছে।দাওয়াতের উপর ছিলাম।ভীড় বিরক্তি লাগে।
এই ছবিটা তুলেছি। আরো কিছু আছে।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে কি আবার নতুন করে বলতে হবে যে আপনার ছবি তোলার হাত খুবই সুন্দর? :) আর শুনুন, রাত জাগার ব্যাপারটা স্রেফ ফান করে বলা। সিরিয়াসলি নেবেন না। আপনার সাথে সারারাত জেগে থাকতেও আমার বিন্দুমাত্র কষ্ট হবে না।

২২| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪০

নীল মনি বলেছেন: আচ্ছা দুষ্টামি কম বুঝি কিনা।

আলহামদুলিল্লাহ্‌। প্রকৃতির অনেক সুন্দর ছবি তুলব দেখেন।
ঘুম আসছে। গেলাম

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার সেসব সুন্দর সুন্দর ছবি দেখার জন্য অপেক্ষায় থাকলাম। বেশি দেরী করবেন না যেন। অপেক্ষার প্রহর কিন্তু কিছুতেই কাটতে চায় না।
আপনার জন্য অফুরন্ত শুভকামনা। হ্যাপি স্লিপিং। শুভরাত্রি।

২৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩২

নীল মনি বলেছেন: অফুরন্ত শুভ কামনা গ্রহণ করলাম।এই লেখাটি কালকেই আপনাকে দিতে চেয়েছিলাম কিন্তু তার আগেই ঘুম এসে গেল।এখন দিলাম।এটা ফেসবুকে দেওয়া পোস্ট

#একটি সতর্কীকরণ পোস্ট

এতদ্বারা ফেসবুকের সকল অধিবাসীকে এই মর্মে জানানো যে #আপনারা এই গরমে যখন ঘর থেকে বের হবেন অবশ্যই এক বোতল পানি নিয়ে বের হবেন (স্যালাইন রাখতে পারেন)।

#ছাতা ব্যবহারে এলার্জি না থাকলে ছাতা ব্যবহার করুন( আমার ছাতাখানি আপাতত অসুস্থ)।

#ভরদুপুরে যদি মনে করেন একটি আইসক্রিম খাওয়া যায় তাহলে ভুলেও খাবেন না।

আপনার একটা ভুল কয়েকদিনের শাস্তি।এই একটা ভুলের জন্য গলা বসে যেতে পারে,গলা খুসখুস করে কাশি হতে পারে,এমন কি কথা বলাও বন্ধ হয়ে যেতে পারে।

আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে শাস্তির ব্যাপারটা একদম অভিজ্ঞতার সাথে জড়িত।

একটি আইসক্রিম খাওয়ার ভুল সিদ্ধান্তে আজ আমাকে মুখে তালা মেরে থাকতে হচ্ছে।শুধু লিখতেই পারছি।

আশা করি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে নিজের স্বাস্থ্যের প্রতি সদয় দৃষ্টি রাখবেন।

জনস্বার্থে

#গুলশান

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে আমি বলেছিলাম না যে, আপনার একেকটা গুণের কথা জেনে ক্রমেই আরও বেশি করে মুগ্ধ হচ্ছি? কথাটা কি মিথ্যা ছিল? :)
আপনার এই লেখাটা মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসারই বহিঃপ্রকাশ! আপনার মনের আরেকটা জগৎ আজ উন্মোচিত হল! গ্রেট!!
আই স্যালুট ইউ!!! এত সুন্দর পরামর্শ দেয়ার জন্য আপনাকে স্যালুটই দিলাম।

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৬

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। এত কিছু আশা করিনি তো।আমি তো আমার মত ভুল কেউ যেন না করে তাই বলেছি।আমি কিন্তু গুণ খুঁজে পাই না আমার মধ্যে।আর আপনি শুধু গুণ খুঁজে পান।

আপনার স্যালুট আন্তরিকতার সাথে গ্রহণ করা হল। :) :D

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যার যেটা প্রাপ্য সেটা তাকে দিতে কার্পণ্য করা উচিত নয়। আপনার মাঝে অনেককিছু আছে যা হয়ত আপনার নিজের চোখে পড়ে না কিন্তু অনেকেই সেটা ঠিকই অনুধাবন করতে পারে।

২৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ সবার মাঝে মানবীয় গুণাবলি বাড়িয়ে দিক আমীন।

এটা ঠিক আমার চোখে পড়ে না। আবার বলি আলহামদুলিল্লাহ্‌

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও বলি আলহামদুলিল্লাহ্‌। আমার জন্য এবং আপনার জন্যও। আর দোয়া করি আল্লাহ সবার মাঝে মানবীয় গুণাবলি বাড়িয়ে দিন। আমীন।

২৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬

নীল মনি বলেছেন: হিহিহি

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: :) :) :)

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নীল মনি বলেছেন: B-)

১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন:

এই পেটুক লোকটিকে দেখেছেন কি? ;)

২৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

নীল মনি বলেছেন: নাহ তো :( কিডা

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটা যশোরে বেড়াতে গিয়ে তোলা। জায়গার নামটা মনে নেই তবে মিনি চিড়িয়াখানা সংলগ্ন লেক আছে। লেকে বোট আছে। পা দিয়ে প্যাডেল মেরে চালাতে হয়।

২৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ভাই, লেখিকার পেজে আসেন। আড্ডা চলছে।।

,

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন পেজে?

৩০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লগআউট করলাম।

শুভ রাত্রি।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরও কিছুক্ষণ আছি। শুভরাত্রি!

৩১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাটজ্বী (সম্রাট জিসান), আমি নির্দোষ!!!:(

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। ভাই, খাওযার সুযোগও দেবেন না? :P

৩২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ রাত্রি।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে এত তাড়াতাড়ি চলে গেলে চলবে কেন? এখনও তো কথা শেষ হয়নি?

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বলুন, লগআউট করি নি।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, বলছিলাম যে কুঁড়ের বাদশা নামে একজন ছিলেন তাকে অনেকদিন থেকে দেখছি না। আপনি কি তাকে চেনেন?

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১২:৪৫ লগআউট করবো।:)

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছে কুঁড়ের বাদশার সাথে আপনার কিছুটা মিল আছে।

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মিল থাকতে পারে, কিন্তু আমরা আলাদা।

সে কি রাজনীতি বুঝতো??
সে কি এখন আর ব্লগে আসে না??

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেশ কিছুদিন তাকে দেখি না। রাজনীতিসহ সবই বুঝতো কিন্তু ভাব ধরে থাকত কিছু বোঝে না। রম্য পোস্ট বেশি দিত।

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমরা আলাদা। তার প্রোফাইলে গিয়েছি। তিনি সবাইকে প্রতিউত্তর করেন না।।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা! ঠিক আছে। আপনার আগের নিকটা কী ছিল?

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল ভাই।

@"আপনার আগের নিকটা কী ছিল?"
------ পাঠক জাতীয় কিছু। সামনের পোস্টে বলবো।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুভ সকাল! সামনের পোস্টের অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.