নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

স্পর্শের ঘ্রাণ

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮



অজস্র কথা হৃদয়ে পুষে রেখেছি জড়িয়ে মায়ায়
শোনাতে চাই কাউকে সকাল, সন্ধ্যা, রাতে
বা নির্জন অলস দুপুরে কোন গাছের ছায়ায়
বসে; পেলব, কোমল দুটো হাত রেখে হাতে।

আকাশের কান্নায় ভিজবো দুজন চোখে রেখে
চোখ, সমর্পণের আকুতিভরা বিশাল সাগরের মত;
সেথায় হারাবো তার অদ্ভুত সরলতা দেখে;
সব ভুলে পেছনে ফেলে জীবনের ব্যস্ততা যত।

পূর্ণিমা রাতে খোলা জানালার কাছে চেয়ারটা পেতে
অপেক্ষা করব, তোমার স্পর্শের মাতাল করা ঘ্রাণ
ভেসে আসবে যখন, প্রণয়ের সুখস্বপ্নে উঠব মেতে;
একাকার হয়ে বিলীন হবে তোমাতে এই মৃত্যুহীন প্রাণ।

মন্তব্য ১০০ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভালো লিখেছেন ভাই। সুন্দর কবিতার জন্য শুভকামনা।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল। শুভকামনা আপনার জন্যও।

২| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি পড়লাম। ভাল লেগে গেল।
ধন্যবাদ রইল।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনিও খুব ভালো লিখেন। আপনার প্রশংসায় প্রীত হলাম। ধন্যবাদ আপনার জন্যও।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

শাহরিয়ার কবীর বলেছেন: আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল,. শুধাইল না কেহ।

না,

তুমি চলে গেলে. তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম,. আমার বলার কিছু ছিল না,. না গো,


কবিতা পড়ে মনে হল এমন ঘটনা কবির জীবনে ঘটতে চলেছে। ;)

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই কি নিজেও এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন? :)

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩

নীল মনি বলেছেন: লেখার প্রতিটি কথার সাথে সাথে দেখে নিলাম ছায়ার মানব আর মানবীকে। অদ্ভুত সরল জীবনে গল্প চলছে।
স্পর্শের ঘ্রাণে কবিতা ভালো থাকুক,ভালো থাকুক মানুষ।

খুব সুন্দর লিখেছেন।জীবন্ত হয়ে উঠেছে লেখা :) শুভকামনা রইল।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সরল জীবনই ভালো। সরলদের জন্য পৃথিবীটাও জটিলতামুক্ত। তাই সরল জীবনের গল্পই লিখতে চাই। স্পর্শের ঘ্রাণে জীবনটা হয়ে উঠুক পরিপূর্ণ আর সুন্দর।

শুভকামনা আন্তরিকতার সাথে গ্রহণ করে তা আবার কোটিগুণ বাড়িয়ে তাকে উপহার দেয়া হল।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(


" পেলব, কোমল দুটো হাত রেখে হাতে।"

--- পেলব কী???

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যদিও অর্থটা আপনার এতক্ষণে জানা হয়ে গেছে তবুও বলছি, পেলব অর্থ অতি কোমল।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

নীল মনি বলেছেন: পেলব মানে কোমল নিজাম ভাইয়া।
জ্বালাতন শুরু হল বুঝি!

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: উত্তরটা দিয়ে দেয়ার জন্য স্পেশাল ধন্যবাদ।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
নীল মনিকে ধন্যবাদ।। লেখক কোথায় ডুব দিয়েছে??

কবিতার লাইন বিন্যাস এমন কেন।
কবিতা কঠিন। আবৃতি করে শোনান।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার আবৃত্তি শুনলে আপনার কান এবং মেজাজের বারোটা বেজে যেতে পারে তাই এমন ঝুঁকি না নেয়াই শ্রেয়।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: আমার অবস্থা নিন্মরুপ ;)

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল,. শুধাইল না কেহ।
:)

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হৃদয়ের কথা বলিতে কাহারও শুধানোর জন্য অপেক্ষা করিবার প্রয়োজন নাই। নিজেই তাহাকে শুনাইয়া দিলে আর কোন দুশ্চিন্তা থাকিবে না। :)

৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


একদিন, কারো কাছে কবিতার সব লাইনই অমৃতের মতো মনে হবে; আসবে মাহেন্দ্রক্ষণ কোন এক তিথীতে...

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্যটাও কিন্তু একেবারে কাব্যিক ঢঙে হল চাঁদগাজী ভাই। একটা-দুটো কবিতা আপনিও লিখুন না?

১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০

মিথী_মারজান বলেছেন: মাননীয় সম্রাট
খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
শেষের দিকটা অনেক বেশি সুন্দর! :)

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ যে দেখছি চন্দ্রমোহিয়ান রাজকন্যা!!! এতদিন পর আপনার উপস্থিতি আর সুন্দর মন্তব্য সত্যিই মনটাকে আনন্দে ভরিয়ে দিল। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। ভাল থাকুন নিরন্তর।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্পর্শের খোঁজে,

স্পর্শের ঘ্রাণ,


রহস্যের গন্ধ পাচ্ছি??:)

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কে? শার্লক হোমস, এরকুল পোয়ারো, ব্যোমকেশ, কিরিটী রায়, কাকাবাবু, ফেলুদা, মিসির আলী নাকি তিন গোয়েন্দার কোন সদস্য? :)

১২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি আমিই, নতুন গোয়েন্দা :P

ফেলুদা, মিসির আলী পছন্দের।।
আপনি মমি নিয়ে একটা গল্প লিখেন।।

ব্লগে কতক্ষণ আছেন?

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জীবন্ত মমি নিয়ে একটা গল্প শুরু করেছিলাম। অতিপ্রাকৃত নামে। পড়ে মতামত দিন, তারপর দেখি আপনার অাব্দার পূরণ করতে পারি কিনা? ব্লগে আছি আরো কিছুক্ষণ।

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাই গল্পটা পড়ি!!

কি যে দেখেছেন ভাই, বুঝতে পারছি না??:(

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়ে মতামত জানান।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একটু খোলাশা করে বলেন তো ভাই। বন্ধুর মধ্যে কোন লজ্জা নাই।:)

একটু বোকাসোকা, অলস আর নির্জনতাপ্রিয় মানুষ কি বুঝতে কি বুঝে ফেলে???

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার দুধকলা দিয়ে পোষা পাখি।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূর, আন্দাজে ঢিল মারছেন।।

পারলে সাহস করে বলুন। পরাজয়ে ডরে নাকো বীর।।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আন্দাজ যদি ভুল হয়ে থাকে তাহলে থাক ভাই। এ নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই।

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে থাক।

ঐ গল্পটা পড়লাম। স্লোলি আগাচ্ছে। বাকিটা সময় করে লিখুন।

শুভ রাত্রি।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুভরাত্রি।

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০১

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা !!
কি সুন্দর চাওয়া !! দারুন লাগল।
শুভ কামনা।

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চাওয়াটা সুন্দর না হলে তো সুন্দর কিছু পাওয়া মুশকিল। আপনার কবিতাগুলো কিন্তু সেইরকম হয়। কিন্তু আপনি এত গ্যাপ দিয়ে লিখেন কেন?
শুভকামনা আপনার জন্যও। ভালো থাকুন সবসময়।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৭

নীল মনি বলেছেন: ডুব দিইনি ঘুমিয়ে গেছিলাম :( সারারাত অনলাইনেই ঘুম :( কখন যে আসল বুঝলাম না

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুজনে মিলে জ্বালাতন করার প্ল্যান করে একজন ঘুমিয়ে গেলে কিভাবে হবে? :) একজন অবশ্য ছিল অনেকক্ষণ কিন্তু একসময় সে-ও দেখি হঠাৎ করেই উধাও।

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২০

নীল মনি বলেছেন: নিজাম ভাইয়া এদিকটায় এলে একটা উঁকি দিয়েন- রহস্যের কোন গন্ধ নাই। :) তবে রহস্য ভাবলে রহস্য

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! রহস্য ভাবলেই রহস্য। :)

২০| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৫

নীল মনি বলেছেন: হিহি আপনি জেনে গেলেন কেমন করে আমরা যে জ্বালাতন করতে চাইলাম।
দেখে ফেলেছিলেন বুঝি!

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পেলব মানে কোমল নিজাম ভাইয়া।
জ্বালাতন শুরু হল বুঝি!

একটা সূত্র তো আছে। :)

২১| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫০

নীল মনি বলেছেন: হো হো হো আমি তো ভুলেই গেছি। লেখক তো তাহলে প্রস্তুত হয়েই ছিল বোঝা যাচ্ছে :)

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, প্রস্তুতি নেয়ার সুযোগ আর কোথায় পেলাম? তবে একজনের রণে ভঙ্গ দেয়ায় ব্যাপারটা সহজ হয়ে গেছে। :)

২২| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৩

নীল মনি বলেছেন: আসি এখন

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নোটিস দেয়ার জন্য ধন্যবাদ। আবার কখন আসবেন? :)

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০০

দিবা রুমি বলেছেন: মনের আশা পূর্ণ হোক প্রিয় গল্পকার ও কবি সাহেব ;)
কবিতা ভাল হয়েছে।
প্লাস++++

♥শুভ নববর্ষ ১৪২৫♥
এবারের বৈশাখে নিজের হাতে তৈরি পান্তা, ইলিশ ও সপ্তপদী ভর্তা নিয়ে এলাম সবার জন্য :`>

সহব্লগারসহ আপনাকেও দাওয়াত...
আগে আসলে আগে পাবেন =p~


ইলিশ ভাজা


বেগুন ভাজা


ধনেপাতা ভর্তা

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রিয় গল্পকার ও কবি সাহেব বলে সকাল সকাল চেহারাটা লাল করে দেয়ার জন্য একটা থ্যাংকস্ আপনাকে দিয়েই দিই, কী বলেন?

দ্বিতীয় লাইন পড়ে মুখমন্ডল আবারও কিঞ্চিত রক্তিম হল!

দেখে তো মনে হচ্ছে বেশ উপাদেয় হবে। উমম্! ঘ্রাণেই অর্ধভোজন! এত ভালো ভালো খাবার কিন্তু আমি একাই খেতে চাইব। আগে এসেছি সুতরাং সবটুকুই আমার। :`<

২৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩১

দিবা রুমি বলেছেন: মৌখিক থ্যাংকস দিতেও আপনি অনুমতি চাচ্ছেন, আপনি তো ভাই বিরাট কিপ্টে! ;)

আর হে, বিরাট আয়োজন আমার ব্লগবাড়িতে। সেখানে না গেলে আপনি কিছুই পেলেন না ভেবে নিবেন!
সেখানেই মূল আয়োজন =p~

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার বাড়িতে এইমাত্র ঢুঁ মেরে এলাম। ওখানে বিশাল সমাহার আর এখানে মাত্র তিনটি আইটেম! তাই সবগুলো না দিলে খাবো না কিন্তু বলে দিচ্ছি? :P

২৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সোহেল ভাই।

২৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯

সুমন কর বলেছেন: ইচ্ছা পূরণ হোক.......কবিতা ভালো লেগেছে।
+।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্যও ভালো লাগল সুমনদা। লাইকের জন্য ধন্যবাদ।

২৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর এবং অত্যন্ত মনোরম।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X( ।। পরাজয়ে ডরে নাকো বীর।।

"এই ব্লগে যখন আমি আই(আসি)
মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই৷ :P
আলতা রাঙা পায় আবার নুপূর পড়েছে,
--- --- --- লেখককে পাগল করেছে৷" :P


শুভরাত্রি ছিল আমার যাবার সিগনাল।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার সেন্স অভ হিউমার দারুণ তো! :P

ঠাট্টা তো ভালই কিন্তু কারো জন্য এটা বিব্রতকর হতে পারে সেটাও ভেবে দেখতে হবে ভাই। :)

২৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪

নীল মনি বলেছেন: নিজাম ভাই হাজির, আমিও হাজির। আপনি তো নেই মনে হয়।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বান্দা গরহাজির কমই থাকে। :)

৩০| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৮

নীল মনি বলেছেন: নিজাম ভাই মেয়ে দেখতে পাই,আমি তো মহিলা দেখি।
আপনি কী দেখেন?

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তিনজনে মিলে তিনরকম দেখি।

৩১| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৮

নীল মনি বলেছেন: হাহাহ পরীক্ষায় পাসের পার্সেন্টেজ তো দেখি ভালো

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি সর্ষেফুল দেখি। :P

৩২| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
যেতেতো চাইছিলামই, তবে গেলাম না। ৩ নাম্বার ইডিয়েট হাজির।

@২৮ নাম্বারটা মুছে দিন।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: থাক না। কেউ আপত্তি না করলে সমস্যা কী?

৩৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাটজ্বী, উর্বানা অর্থ কি??

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানি না ভাই। কেন?

৩৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

নীল মনি বলেছেন: শর্ষে ফুল হাহাহা

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি তো তাই দেখি। :)

৩৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

মমি ও কালোযাদু নিয়ে আরো গল্প লিখুন।

আগ্রহ থাকলে প্লটটা আমি বলে দেব। আপনি নিজের মত করে লিখবেন।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি আসলে জন্মের অলস। লেখালেখি করতে দারুণ আলস্য লাগে। আর বড় লেখক বা সেলিব্রেটি হওয়ার কোন ইচ্ছে অন্তত আমার নেই। ব্লগে সময় কাটাতে পারলেই যথেষ্ট। :)

৩৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভালো কাজে সময়টা কাটলে সমস্যা কি??

@মো: নিজাম উদ্দিন মন্ডলবলেছেন: সম্রাটজ্বী, উর্বানা অর্থ কি??
@লেখকবলেছেন: জানি না ভাই। কেন?

একজনের কবিতায় পড়লাম, নেটে খুজে পেলাম না। ঐ লেখককে চিনিনা তাই প্রশ্নটা করি নি। আপনি, আমাদের নীল মনি এসব বিষয়ে এক্সপার্ট কিনা, তাই??

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সময় তো যে কোনভাবে কেটেই যাবে। তারপরও আপনি বললে আমি চেষ্টা করব। আমি ভাই এক্সপার্ট নই। যতটুকু দেখতে পাচ্ছেন তা শুধু বই পড়ার অবদান।

৩৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবির সাথে সহচার ও সহচারী হয়ে দারুণ মেতে উঠেছেন দুজন।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনিও যোগ দিন মাইদুল ভাই। আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম।

৩৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮

নীল মনি বলেছেন: উর্বশী অর্থ জানি কিন্তু উর্বানা বলে কোন শব্দ জানি না।

উর্বরা লিখতে গিয়ে উর্বানা লিখে ফেলেনি তো!

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার মাথায়ও আসছে না। আপনার কাছে ডিকশনারি থাকলে দেখে নিতে পারেন।

৩৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

নীল মনি বলেছেন: মমি ও কালো যাদুর রহস্য জাতি জানতে চায়।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: রহস্য যার কাছে আছে তিনিই বলতে পারবেন। আমি বলতে পারছি না।

৪০| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১

নীল মনি বলেছেন: আচ্ছা আমি আসি। ক্ষুধা লাগছে।আপনারা গল্প করেন।পরে আবার কথা হবে। মাইদুল ভাইয়া আমাদের আড্ডায় যোগ দিতে পারেন কিন্তু তবে একটা কথা মজার মজার গল্প করতে জানি নে কিন্তু

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: গল্প হলেই চলবে। মজার না হলেও ক্ষতি নেই।

৪১| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫

নীল মনি বলেছেন: নিজাম এলে বলবেন রহস্যের কথা।
তবে তাই হোক যেমন চলছে

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আদেশ শিরোধার্য।

৪২| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আড্ডাঘর ছেড়ে এখানেও আড্ডা মরার আমন্ত্রণ । ভালই।

নামজ পড়ে, খেয়ে নেই তারপর কথা হবে।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে ভাই। সময়-সুযোগমত এলেই হবে।

৪৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আচ্ছা স্বর্গের নারীদের অপ্সরা/উর্বশী বলা হয় কিন্তু স্বর্গের পুরুষদের এরকম আলাদা কোন নাম নেই কেন ?

আর থাকলে সেই নামটা কি ?

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানি না ভাই। তবে আমার মনে হয় নারীর সৌন্দর্যের বিভিন্ন রূপ প্রকাশ করার জন্য এবং তাদেরকে প্রশংসা করার জন্য এমন শব্দগুলো সৃষ্টি করা হয়েছে।

৪৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরুষের সৌন্দর্য কি কোন মুল্য নেই।

সাহিত্যে শুধু নারীর রূপের বর্ণনা অথচ পৃতিবীর সবচেয়ে সুন্দর দুজন মানুষ ছিলেন পুরুষ।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, যারা ভাষা তৈরী করেছে তাদের চোখে মনে হয় পুরুষের কোন রূপই ধরা পড়েনি। আর কবি-সাহিত্যিকরা তো বেশিরভাগ নারীর বন্দনা করেই নতুন নতুন শব্দ আবিষ্কার করেছেন। অবশ্য এটা আমার ধারণা মাত্র।

৪৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮

নতুন নকিব বলেছেন:



কবিতা মন্তব্য সব দেখলাম। ভাল লাগলো। শুভকামনা।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি ওসব পড়েছেন জেনে লজ্জা লাগছে নকিব ভাই। এগুলো সবই ছেলেমানুষী। আশা করি কিছু মনে করবেন না?

৪৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি ভাবছি আমার গল্পে পুরুষের সৌন্দর্যও তুলে ধরবো।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন সমস্যা নেই। আপনি প্রথা ভেঙ্গে শুরু করুন। আপনার সাথে আছি।

৪৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'স্পর্শের ঘ্রাণ' শিরোনাম দারুণ লাগলো। স্পর্শ এবং ঘ্রাণ আমার প্রিয় শব্দ।

শুভেচ্ছা।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার ব্লগে স্বাগতম ভাই। আপনার আগমনে প্রীত হলাম। আশা করি সবসময় উৎসাহ দিয়ে যাবেন? শুভকামনা আপনার জন্যও।

৪৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আখেনাটেন বলেছেন: হঠাৎ শাহরিয়ার কবীর ভাইয়ের রোমান্টিসিজম ভর করল ক্যানে আপনার উপর। :D

ভালোবাসায় সিক্ত হোক জগৎ সংসার। ভালো পেয়েছি পঙক্তিমালা।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যদিও সিজন শেষ তারপরও রোমান্টিসিজমের একটুআধটু হাওয়া আলতো পরশ বুলিয়ে যাচ্ছিল তো তাই একটু রোমান্টিক হওয়ার প্র্যাকটিস আর কি। ;)

পঙক্তিমালা ভালো লেগেছে জেনে রোমাঞ্চিত হয়ে গেলাম।
ধন্যবাদান্তে শুভকামনা।

৪৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬

ওমেরা বলেছেন: পাথরে ও ফুল ফোটে । খুব সুন্দর কবিতা।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাথরে ফুল ফোটাতে হলে সাধনা করতে হয়। সাধনা করার ধৈর্য সবার থাকে না। যারা সাধনায় ঊত্তীর্ণ হতে পারে তারাই সফলকাম।
আপনাকে বেশ কয়েকদিন পর দেখলাম। ব্যস্ততা বেশি না থাকলে ব্লগে আরেকটু সময় দিতে পারেন।
আবারও থ্যাংকস্!

৫০| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫

করুণাধারা বলেছেন: কবিতায় ভালোলাগা।
এই কবিতা যদি গান হয়, মনে হয় শুনতে খুব ভাল লাগবে।

প্রতিমন্তব্যগুলোও ভাল লেগেছে, বিশেষ করে ৪৩ নম্বর মন্তব্যের উত্তরে প্রতিমন্তব্য।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, গান নয় এটা আসলে কবিতাই। গানের লিরিক হিসেবে উৎরে যাওয়ার চান্স কম। আপনি প্রশংসা করে বললেন সেটা আপনার সুন্দর মনের প্রকাশ। প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ।

ওটা তো আসলে প্রশ্নের উত্তরকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা। তারপরও আপনার ভালো লেগে থাকলে অধম অনুপ্রাণিত।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.