নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

কে যেন ডাকে

১৯ শে মে, ২০১৮ রাত ১২:২১

সাগর আর চাঁদের মিতালি যেখানে
সেখানে তন্ময়তার এক প্রতিমা দেখেছি আমি
নিশ্চল, নিশ্চুপ, স্থির; যেন স্বর্গীয় অপ্সরা
ধ্যানমগ্ন সেই প্রতিমূর্তির দুর্নিবার আকর্ষণ...

চোখের মুগ্ধতার ক্যানভাসে তার অবয়ব
মনের গহিনে তার সচল উপস্থিতি
স্নিগ্ধ কোমল তার রূপের জোছনায়
ভিজতে চাই অহর্নিশি, আজীবন।

দু’ফোঁটা স্বচ্ছ স্ফটিকসম মায়াবি
কোমল দৃষ্টি, কেড়ে নেয়া হৃদয়ের অব্যক্ত কথা
মায়ায় জড়িয়ে রাখা তার দু’চোখে
ভালোবাসা আর বিমুগ্ধতার প্রতিফলন...

এমন মায়াবি চোখের আহবানে
বারবার হারাতে চাই, অস্তিত্ব বিলীন করে
দেয়া তার উন্মাতাল ভালোবাসার আকর্ষণে
হারাতে চাই নিজের সত্তা, জীবন, মন।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:২৮

রাকু হাসান বলেছেন: বাহ .ভাল লাগলো ।ধন্যবাদ

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়া ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

২| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্যও ভালো লাগল। ভালো থাকুন। ধন্যবাদ।

৩| ১৯ শে মে, ২০১৮ রাত ১:১১

নীহার দত্ত বলেছেন: এমন আহ্বানে সাড়া না দিয়ে উপায় থাকে না
চমৎকার কবিতায় মিতালি

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! সাড়া দেয়ার জন্য অপেক্ষায় থাকাতেও অন্যরকম রোমাঞ্চ। সাড়া তাকে দিতেই হবে।
এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ১৯ শে মে, ২০১৮ ভোর ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
কোন সে নারী রূপের আধার
কাজলকালো দুনয়ন যার
ভালো বাসিয়া তাঁরে ভুলে যাই বেদনারে
মায়াবতী বলি তাঁরে বেদনা সে দিতে পারে
জীবন টা ও নিতে পারে কেড়ে
তবু বলি সাধ্য আর নেই তার
আমার কলম আছে
আঁচড়ে তার যায় টলে অটল পাহাড়।
আমাকে ভালো বেসে মুক্তি মিলিবে তার
আমি ছাড়া জীবন তার অথৈ পাথার।
কাজল চোখে সোনার মেয়ে
মায়াবী চোখে আছে চেয়ে আমি সে শুধু তাঁর
বিধাতা জানে।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাব্যিক মন্তব্যটা দারুণ হয়েছে সেলিম ভাই! কবিতাটা খুব সুন্দর লিখেছেন! আমি সে শুধু তাঁর বিধাতা জানে
দারুণ!
খুব সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।

৫| ১৯ শে মে, ২০১৮ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: কবিতা মোটামোটি হয়েছে।

আজও হিউস্টনের টেক্সাসের একটি হাইস্কুলে গুলিতে প্রান গেল ১০ স্কুল ছাত্রছাত্রীর । আততায়ী ১৭ বছরের একই স্কুলের ছাত্র । তাকে আটক করা হয়েছে । আর কত মৃত্যু ??

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভালো না লাগলেও সমস্যা নেই। কিন্তু আপনার দেয়া খবরে মনটা খারাপ হয়ে গেল!

৬| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট ,




এ হলো নিশির ডাক । এই ডাকে নিজের জীবন,মন, স্বত্তা হারাবেন না । ওটা নিজের অস্তিত্ব বিলীনের সামিল ।
মোটামুটি ভালো লেগেছে ।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। নিশির ডাকে সব হারানোতেও সুখ আছে যদি সেই ডাকের পেছনে কোন আপনজনের হাত থাকে।
আপনার মন্তব্যে মনটা ভালোলাগায় ভরে উঠল। ভালো থাকুন সবসময়।

৭| ১৯ শে মে, ২০১৮ সকাল ১১:২০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমনদা। শুভকামনা সবসময়।

৮| ১৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এমন মায়াবী চোখের দৃষ্টিতে হারাতে চাই নিজের স্বত্বা দেহ মনে । বাস্তবে মনে দোলা দিয়ে গেল। ++++

অনেক অনেক শুভ কামনা প্রিয় সম্রাট ভাইকে।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন সবসময়।

৯| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

নীল মনি বলেছেন: "সাগর আর চাঁদের মিতালি যেখানে
সেখানে তন্ময়তার এক প্রতিমা দেখেছি আমি
নিশ্চল, নিশ্চুপ, স্থির; যেন স্বর্গীয় অপ্সরা
ধ্যানমগ্ন সেই প্রতিমূর্তির দুর্নিবার আকর্ষণ..."

আপনার কবিতা প্রাণবন্ত। আমি কবিতার লাইন ধরে কল্পনা করি চিত্র।আর সেই চিত্রটা তৈরী করেছেন আপনি।
নিয়মিত লেখা চাই।এক লেখা দিয়ে অনেকদিন আমাদেরকে ঝুলিয়ে রাখবেন না যেন :)
কবিতায় +++++

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমন সুন্দর আর আন্তরিক মন্তব্য আপনি ছাড়া আর কে করতে পারে? :) লেখা যদি পাঠকের মনকে না-ই আলোড়িত করতে পারল তাহলে সে লেখার সার্থকতা কোথায়? এমন পাঠকের জন্য একবার কেন হাজারবার এমন পোস্ট লেখা যায়। খুবই রোমাঞ্চিত হলাম! আশা করি সামনেও এভাবে লেখককে অনুপ্রেরণা দিয়ে যাবেন? :)

শুভকামনা আপনার জন্য। সবসময় ভালো, সুস্থ ও সুন্দর থাকুন। :)

১০| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:০৯

জাহিদ অনিক বলেছেন:
নীহার দত্ত বলেছেন: এমন আহ্বানে সাড়া না দিয়ে উপায় থাকে না
চমৎকার কবিতায় মিতালি


দত্ত ভালো ভালোছেন

১৯ শে মে, ২০১৮ রাত ১১:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ কবি। আপনার উপস্থিতিতে আনন্দিত হলাম। পাঠে ও কমেন্টে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ১৯ শে মে, ২০১৮ রাত ১১:২৫

নীল মনি বলেছেন: আপনি তো রীতিমতো আমায় প্রশংসিত করলেন।আলহামদুলিল্লাহ্‌। লজ্জা পাচ্ছি এত প্রশংসায়।আপনি বিশ্বাস রাখুন আপনার লেখার হাত চমৎকার। সব সময় ইন শা আল্লাহ সাথে আছি। আপনার শুভ কামনা ও দোয়া আন্তরিকতার সাথে গ্রহণ করলাম
আপনিও সুস্থ ও সুন্দর থাকুন।

১৯ শে মে, ২০১৮ রাত ১১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যার যেটা প্রাপ্য তাকে অবশ্যই সেটা দেয়া উচিত। আপনি এত সুন্দর আর প্রশংসা করে কমেন্ট করলেন আর আমি তার প্রতিউত্তরে আপনার সামান্য প্রশংসা করলে তো ক্ষতির কোন কারণ নেই। আপনার প্রাপ্যটাই আপনাকে দেয়া হয়েছে, এতে কোন অতিরঞ্জন করা হয়নি।
কমেন্টে আপনার অযাচিত প্রশংসায় একাধারে প্রীত ও অনুপ্রাণিত হলাম! সাথে থাকার ওয়াদা করে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন। আপনার দোয়া ও শুভকামনা আমিও আন্তরিকতার সাথে গ্রহণ করলাম। সর্বাঙ্গীন মঙ্গল কামনায়- একজন নগণ্য লেখক।

১২| ২০ শে মে, ২০১৮ ভোর ৪:১৫

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ আপনি আমায় একটু বেশিই প্রশংসা করলেন।আমার মন্তব্য কতটা আন্তরিক হয় জানি না তবে আপনার মন্তব্য আমার মন্তব্যের চেয়ে আন্তরিক হয়। আলহামদুলিল্লাহ্‌ অনেক ভালো লাগল আপনার মন্তব্য।সত্যি সত্যিই পাশে থাকুন।আর প্রার্থনায় এই অধমের জন্য দোয়া করতে ভুলবেন না। আস সালামু আলাইকুম :)

২০ শে মে, ২০১৮ সকাল ৮:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওয়া আলাইকুমুস্ সালাম!
আপনার বিনয় আমাকে মুগ্ধ করল। আপনার মন্তব্যগুলো সত্যিই উৎসাহব্যঞ্জক ও প্রেরণাদায়ক! এমন পাঠক আর মন্তব্যকারী পেলে কোনকিছু লেখার আগ্রহ হাজারগুণ বেড়ে যায়। আপনার জন্য অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা, দোয়া ও শুভকামনা! পাশে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ!

১৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:০১

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ তাহলে আশা করছি নিয়মিত আপনার লেখা পাচ্ছি :)। অনেক কিছু লিখে ফেলেছেন :) শুকরিয়া

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমনভাবে কোন শুভাকাঙ্ক্ষী আর সুহৃদ যদি আব্দার করে তাহলে তার আব্দার পূরণ না করে কি উপায় আছে? আপনার আব্দার ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টায় কোন কমতি থাকবে না। আপনাকেও শুকরিয়া জানাচ্ছি। আমার জন্যও দোয়া করবেন। ভালো থাকুন।

১৪| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৬

নীল মনি বলেছেন: ফী আমানিল্লাহ

২০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জাযাকিল্লাহ!

১৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

কাইকর বলেছেন: আহা...... কি গোছানো লেখা। শব্দচয়ন বেশি মার্জিত ও চমৎকার। মন কেড়েছে আপনার কবিতা। ধন্যবাদ ও ভালোবাসা রইলো। আমি ছোট গল্পকার। সময় পেলে ঘুরে আসবেন আআমার ব্লগে।ধন্যবাদ ও ভালোবাসা রইল।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ! আপনার ব্লগে যাওয়ার আশা রাখি। সময় করে আপনার ওখান থেকে ঘুরে আসব।
শুভকামনা রইল।

১৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৮

নূর-ই-হাফসা বলেছেন: যাক আপনার সেই মায়াবতী ,মায়াবী চোখের মানুষ এখনো আছে জেনে ভালো লাগলো ।
কবিতা দারুন লাগলো

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেমন আছেন আপনি? অনেকদিন পর এলেন। মনে হয় খুব বেশী ব্যস্ত ছিলেন? এখন কি ব্যস্ততা কমেছে? আশা করি ব্লগে আবার নিয়মিত হবেন?
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগল। আপনিও আবার লেখালেখি শুরু করুন। আপনার অনেক পাঠক অপেক্ষা করছে।

১৭| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

খায়রুল আহসান বলেছেন: এ মায়াবী আহ্বান, কভু কুহেলিকা, কভু মরীচিকা।
আহমেদ জী এস বলেছেন, এ হলো নিশির ডাক!
কবিতা ভাল লেগেছে। কবিতায় চতুর্থ প্লাস + +

০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই! আপনার মন্তব্যগুলো সত্যিই দারুণ! এত সুন্দর মন্তব্যে মনটা ভরে গেল। আপনার জন্য শুভকামনা সবসময়! ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.