![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷
আজ এই রাতে ঘুম নেই চোখে
জেগে আছি নিশ্চুপ,
বিমোহিত; মেখে দৃষ্টিতে কারো
স্নিগ্ধ কোমল রূপ।
অপরূপ আর মোহনীয় নিজে
তবুও জানি না কেন,
কাউকে দেখার বাসনায় সে যে
উতলা হয়েছে যেন।
সে তো কেউ নয় আকাশের চাঁদ
ভরা জোসনায় যারে,
দেখেও আশ যে মেটে না; দেখতে
মন চায় বারে বারে।
আকাশের সেই অপরূপা চাঁদ
বলছে আমায় ডেকে,
মনের বাসনা মেটাই আমরা
তোমার প্রিয়াকে দেখে।
তার মুখ আজ দেখছি না কেন,
রেখেছ কোথায় তারে?
দেবে কি সুযোগ, একবার যদি
দেখি তারে চুপিসারে?
তোমার প্রিয়ার সৌন্দর্যে যে
নিষ্প্রভ আমি হায়!
তাকে দেখে জানি অপ্সরাকুলও
মুখ ঢাকে লজ্জায়।
হতবাক আমি শুনে এই কথা
আমার প্রিয়া যে কে?
আমিই জানি না, চাঁদ তবে জানে!
কিভাবে জানল সে?
৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
কী সৌভাগ্য! অচেনা হৃদি! প্রথম কমেন্টে? তাও কাব্যকথনে মন্তব! এ যে দেখি না চাইতেই এক কাদি!
আমার এলোমেলো ব্লগে স্বাগতম! প্রথম মন্তব্যকারি হিসেবে আপনাকে শুকনো ধন্যবাদ দিলে খুবই আপসেট লাগবে।
আপনার জন্য ফুল!
সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য আলাদাভাবে ধন্যবাদ!
কী সৌভাগ্য! অচেনা হৃদি! প্রথম কমেন্টে? তাও কাব্যকথনে মন্তব! এ যে দেখি না চাইতেই এক কাদি!
আমার এলোমেলো ব্লগে স্বাগতম! প্রথম মন্তব্যকারি হিসেবে আপনাকে শুকনো ধন্যবাদ দিলে খুবই আপসেট লাগবে।
আপনার জন্য ফুল!
সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য আলাদাভাবে ধন্যবাদ!
২| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:২৫
শামচুল হক বলেছেন: হতবাক আমি শুনে এই কথা
আমার প্রিয়া যে কে?
চমৎকার কবিতা। খুব ভালো লাগল।
৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ শামচুল ভাই! মন্তব্য পড়ে ভালো লাগল!
৩| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:২৫
আখেনাটেন বলেছেন: সে তো কেউ নয় আকাশের চাঁদ
ভরা জোসনায় যারে,
দেখেও আশ যে মেটে না; দেখতে
মন চায় বারে বারে। --- সম্রাট সাহেব মরছে! খাদে পড়ছে! কালা বিলাই ধরছে! হা হা হা।
৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। এখনও মরতে পারিনি ভাই! খাদের কিনারেও নেই। কালা বিলাই দেখিনি।
৪| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা কঠিন হয়েছে মেয়াবাই ।
মানা যায় না ।
৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্য আরও সহজ করে লিখব মেয়াবাই। একটু কষ্ট করে মেনে নিন না!
৫| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: আহা!!!
চাঁদ কে চুপি চুপি জিজ্ঞেস করে নেন,একদিন সে ঠিক ঠিক বলে দেবে আপনাকে।
ভরা পূর্ণিমার মত হয়েছে কবিতা।
শুভ কামনা মিঃ বেষ্ট!
৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! ঠিক বলেছেন আপু। চাঁদকে জিজ্ঞেস করা ছাড়া উপায় নেই।
আপনার কাছে ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম! শুভকামনা!
৬| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৫৬
আখেনাটেন বলেছেন: এখনও মরতে পারিনি ভাই! খাদের কিনারেও নেই। কালা বিলাই দেখিনি। :`< -- ধুর মিঞা, এটা কি কন? খাদে না পড়লে এমন কবিতা কেউ লেখে?
যাহোক সাবধানে পথ চলুন। বিপদ বলে কয়ে আসে না। তখন কেঁদেও কূল পাবেন না। ভবের কালা বিলাই বহুৎ খচ্চর।
৩০ শে জুন, ২০১৮ রাত ১:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, আমি কিন্তু ভীষণ ভীতু! আপনি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন! বিপদে পড়লে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ভবের কালা বিলাইয়ের কথা শুনে কলজেয় ভয় ঢুকে গেল ভাই।
৭| ৩০ শে জুন, ২০১৮ রাত ১:১২
ভ্রমরের ডানা বলেছেন:
রাতের বেলা দাঁত মাজিতে যেই না নিলাম পেষ্ট
দেখি এক খাসা কোবতে লেখক সম্রাট ইস বেষ্ট!
গরম গরম ছন্দবদ্ধ ঠাস বুনটের লাইন
কবিতায় মুগ্ধ আমি লাগছে বেশ ফাইন!
৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
অবাক করা কমেন্ট পেয়ে মনটা গেল ভরে!
ধন্যবাদ আর শুভেচ্ছা হোক ডানা ভাইয়ের তরে।
কোবতে লেখায় অগ্রপথিক আমার ডানা ভাই
ডানা ভাইয়ের কোবতেগুলোর তুলনা যে নাই।
সালাম তারে কমেন্টে তার, আরো কমেন্ট চাই
ব্লগে আমি সবসময়ই তারে ভালো পাই!
আপনার কাব্যিক মন্তব্যও এক্সেলেন্ট ডানা ভাই! শুভকামনা!
৮| ৩০ শে জুন, ২০১৮ রাত ২:০৩
ইব্রাহীম আই কে বলেছেন: ভালো লাগলো
৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে ধন্যবাদ ও শুভকামনা!
৯| ৩০ শে জুন, ২০১৮ রাত ২:০৪
চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্য করার আগে ভ্রমরের ডানা ভাইয়ের ছড়া পড়ে একচোট হেসে নিলাম ।
প্রিয়াকে কবি নিজেই চেনেন না, চাঁদ কি করে চিনল ?
এই প্রশ্নেই আজ একটি নতুন কবিতা হল।
৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাসুন, হাসি স্বাস্থ্যের পক্ষে ভালো!
চাঁদের তো খেয়েদেয়ে কাজ নেই তাই আকাশ থেকে দৃষ্টি নিক্ষেপ করে আমার প্রিয়াকে খোঁজে।
কবিতা ভালো লেগে থাকলে আরেকটা হাসির ইমো হবে।
১০| ৩০ শে জুন, ২০১৮ রাত ২:৪৮
কাওসার চৌধুরী বলেছেন: সম্রাটের মতোই কবিতা!! সত্যি বেস্ট। কবিতায় লাইক।
৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কাওসার ভাইয়ের কমেন্ট যেন অমৃতসম! সকাল সকাল মনটা ফুরফুরে হয়ে গেল! ধন্যবাদ ও শুভেচ্ছা নিন।
১১| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৪:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অন্যরকম এক কাব্য।
৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়া ও কমেন্ট করার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা নিন হাসু মামা!
১২| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৬:০৭
জগতারন বলেছেন:
কবিতা খুব ভালো পাইলাম।
অচেনা হৃদি ও ভ্রমরের ডানা -এর
মন্তব্য অসাধারন +++
৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা! ভালো থাকুন।
১৩| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৭:০৪
সিগন্যাস বলেছেন:
বললেই হয় চাঁদই আপনার প্রিয়া।এতে করে কবিতার দরকার হতোনা
৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কনফিউজড্!
১৪| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৭:৩৫
চাঁদগাজী বলেছেন:
চাঁদও কবির মনে সুপ্ত এক কবি
৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক বলেছেন চাঁদগাজী ভাই। আপনার সুস্থতা কামনায়! ধন্যবাদ!
১৫| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: মিষ্টি সকাল, মিষ্টি কবিতা। এই না হলে সম্রাট ইজ বেস্ট? মন ছুঁয়ে গেল। শুধু ভাবছি জোছনা রাতে যমুনার ধারে বসে তাজমহলকে সামনে নিয়ে যদি এই কবিতা পাঠ করা যোতো , আহা!! অপূর্ব।
অনেক অনেক শুভ কামনা প্রিয় সম্রাট ভাইকে।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্যটা তো মনটাকে আলোড়িত করে গেল ভাই! আমার এই ছাইপাঁশ তাজমহলের সামনে পড়ার ইচ্ছে প্রকাশ করে লজ্জায় ফেলে দিলেন।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। আপনাকে অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা! ভালো থাকুন!
১৬| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই! ভালো থাকুন!
১৭| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
হতবাক আমি শুনে এই কথা
আমার প্রিয়া যে কে?
এক লাইনে যেন হাজার প্রশ্নের ঝড় লুকিয়ে আছে !!
কবিতা আবারও পড়লাম ভাই।
ভালো লিখেছেন।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আবারও আপনাকে ধন্যবাদ মেয়াবাই! প্রশংসা সাদরে গৃহীত হল! ভালো থাকবেন!
১৮| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৭
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা ++
৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসংখ্য ধন্যবাদ আলো ভাই! ভালো লেগেছে জেনে প্রীত হলাম! শুভকামনা জানবেন!
১৯| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৩
উম্মে সায়মা বলেছেন: বাহ বাহ বেশ বেশ!
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা! ভালো থাকুন সবসময়!
২০| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪২
নতুন নকিব বলেছেন:
কবিতায় প্লাস। দারুন লিখেছেন।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ নকিব ভাই! আপনার জন্যও শুভকামনা অফুরান! ভালো থাকবেন!
২১| ৩০ শে জুন, ২০১৮ রাত ১০:১০
নীলপরি বলেছেন: চাঁদ যে কত কী জানে !
সুন্দর লাগলো কবিতা । +++++
৩০ শে জুন, ২০১৮ রাত ১০:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চাঁদ তো অনেক কিছুর সাক্ষী। তাই সে অনেক কিছু জানে।
আপনার ভালোলাগায় প্রীত হলাম! শুভকামনা!
২২| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:১৯
নীল মনি বলেছেন: সবার সুন্দর সুন্দর মন্তব্য আর প্রতিউত্তর পড়ছিলাম। ফুলের পাপঁড়িতে যে কোমলতা থাকে কবিতাটি তেমনই কোমল হয়েছে।অনেক অনেক বেশি সুন্দর।
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফুলের মত কোমল মনে যে আন্তরিকতা থাকে মন্তব্যটি তেমনই আন্তরিকতাপূর্ণ হয়েছে। অনেক অনেক বেশী ধন্যবাদ!
২৩| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:২৬
সুমন কর বলেছেন: প্লাস কিন্তু মোটামুটি লাগল !!
০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চলবে। কোন সমস্যা নেই। আপনার জন্য শুভকামনা!
২৪| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:৫০
জাহিদ অনিক বলেছেন: চাঁদের আখরে ওই আকাশেরও গায় যেন আলোক লেখণি তব প্রেমের ও কবিতা লিখে যায়।
সুন্দর কবিতা
০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ কবি! ভালো থাকুন।
২৫| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৮:৫৬
খায়রুল আহসান বলেছেন: আকাশের চাঁদ তো জগতেরও কত কিছুর সাক্ষী হয়ে থাকে।
কবিতার রহস্যময়তা ভাল লেগেছে। + +
০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুঁজে বের করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই! আপনার প্রশংসায় প্রীত হলাম! খুব সুন্দর বলেছেন! আপনার জন্য শুভকামনা সবসময়! ভালো থাকুন।
২৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ!
২৭| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: দারুণ লিখেছেন ।
বেশ ভালো লাগলো ।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ভালোলাগায় প্রীত হলাম! অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা! ব্লগে আবার নিয়মিত হোন। ভালো থাকবেন!
২৮| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার, নিঃশ্বাসে বাধাহীন শব্দের খেলা।
১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার প্রশংসায় সত্যিই অনুপ্রাণিত হলাম! পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ! ভালো থাকুন!
২৯| ১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
ভুয়া মফিজ বলেছেন: আমি আধুনিক কবিতা পড়ি না, কিছুই বুঝি না বলে। একেবারে মাথার উপর দিয়ে যায়।
তবে ছোটবেলার মতো ছড়া পড়ি এখনও। আপনার ছড়া কাম কবিতা পড়ে অসম্ভব ভালো লাগলো। একেবারে আমার মতো অ-বোদ্ধাদের জন্য সহজ করে লিখেছেন।
একটার বেশী লাইক দেয়ার অপশান নাই, দুঃখিত।
১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একটার বেশী লাইক দেয়ার অপশান নাই, দুঃখিত।
আমার কবিতা কেমন হয়েছে জানি না তবে আপনি বুঝতে পেরেছেন আর আপনার পক্ষ থেকে উপরোক্ত লাইনটি পড়ে আমি ভীষণভাবে অনুপ্রাণিত। এই একটি লাইনেই আপনার যে অকপট প্রশংসা ফুটে উঠেছে তার প্রতিদান দেয়ার উপায় নেই। শুধু এতটুকু বলব- আপনার জন্য অফুরন্ত শুভকামনা! ভালো থাকুন সবসময়!
৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভরা জোসনায় যারে,
দেখেও আশ যে মেটে না; দেখতে
মন চায় বারে বারে।
আমি ও তো চাই আমার ব্লগে সম্রাট ইজ দ্য বেস্ট
এর অবাধ বিচরন......
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি আসলে সময়ই তেমন পাই না। তারপরও চেষ্টা করব আপনার ব্লগে বিচরণ করতে। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৮ রাত ১২:২৫
অচেনা হৃদি বলেছেন:
মন চায় যত দেখে নাও তত
কে করেছে আজ মানা,
আমি যে শুধুই তোমার হয়েছি
চাঁদের তো তাই জানা !
ভালো লাগলো কবিতা । +++