| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আবারো বলেছেন, হরতাল সমর্থকদের ফটক আর স্তম্ভ ধরে 'টানাহেচড়ায়' সাভারের রানা প্লাজা ধসে পড়তে পারে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তথাকথিত হরতাল সমর্থক লোকজন কারখানা বন্ধ করার জন্য ফাটল ধরা স্তম্ভ নিয়ে টানাহেচড়া করেন।"
এর ফলে ধস হয়েছে কিনা বা ধস তরান্বিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে বলে তিনি জানান।
বুধবার বিসিসিকে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রীর এক সাক্ষাতকারে এ ধরনের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার জের ধরে সাংবাদিকরা প্রেস ব্রিফিংয়ে এ প্রশ্ন তোলেন।
বিবিসিকে দেয়া ওই সাক্ষাতকারে ভবন ধসের জন্য স্থানীয় বিরোধীদলীয় নেতা-কর্মীদের দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। ভবনটি ধসে পড়ার পেছনে এটি একটি সম্ভাব্য কারণ হতে পারে।
"এখানকার মৌলবাদী... বিএনপি... এদের হরতালের জন্য আহ্বান জানাচ্ছিল। আমাকে বলা হয়েছে, হরতাল-সমর্থক কতিপয় ভাড়াটে লোক সেখানে গিয়ে ওই যে ভাঙা দালান ছিল বা ফাটল ধরা দালান ছিল, সেই দালানের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং যে গেট বা দরজা ছিল, সেটা নিয়েও নাড়াচাড়া করে। এটাও এ ধরনের একটি দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচিত হতে পারে।"
ভবন ধরে নাড়াচাড়া করার কারণেই ভবনটি ধসে পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বিবিসিকে বলেছিলেন, "ভবন সম্পর্কে মনে রাখা দরকার, যখন একটি ভবন ধসে পড়া শুরু হয়, তখন তার একটি অংশ বা খানিকটা অংশ ধসে পড়লে বাকি অংশের ওপরও এর প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সে ধরনের প্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে।"
২|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
সৈয়দা বিলকিস বলেছেন: pagole kina bole sagole kina khai........................
৩|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯
আহমেদ রিজভী বলেছেন: মাইরালা আমারে মাইরালা ।
৪|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
চাঁন মিঞা সরদার বলেছেন:
আমি খালি হাসতেই আছি। এতো কষ্ট ও দুঃখের মধ্যেও উনি আমাদের হাসাতে পেরেছেন সে জন্য তাকে ধন্যবাদ।
এট লিষ্ট ধন্যবাদ টুকুও দিতে শিখুন।
৫|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪
বুড়া কাক্কু বলেছেন: মানুষের সহ্যের একটা সীমা থাকা দরকার। তবে বুঝতে পারছি, আমাদের সহনশীলতা এবং ধৈর্য্য দুনিয়ার আর অন্যান্য জাতির চাইতে বেশি। নাইলে এই লোকগুলাই আমাদের ঘাড়ে উইঠা চালায়া খায়!!!
"স্ব-রাষ্ট্র মন্ত্রণালয়" জায়গাটা কি বাংলাদেশের আদিকাল থেকে একইভাবে চলতেছে নাকি তা আমার জানা নাই। বুদ্ধি হওয়ার পর থেকে একই ধরনের লোকজন দেখি ওই মন্ত্রণালয়ের দাড় টানতেছে।
৬|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
আলোর মিছিল বলেছেন: ভাগ্যিস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বলেননি-
" হরতাল-সমর্থক কতিপয় ভাড়াটে লোক রানা প্লাজার সামনে দাড়িয়ে সজোরে পাদ দিয়েছেন। যার প্রচন্ড শব্দে ভবনটি ভেংগে পড়ে"
:-<
পুনশচ: যে অবস্থা চলছে, এ ধরনের মন্তব্য শুনতে আমাদের হয়ত বেশিদিন অপেক্ষা করতে হবেনা।
৭|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২
উৎস১৯৮৯ বলেছেন: @ আলোর মিছিল হাসতেই আছি। আপনার মন্তব্যে প্লাস।
৮|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
রাতুল রেজা বলেছেন: এই স্বরাষ্ট্রমন্ত্রি সম্পর্কে কিছু বলা মানের নিজের মুখের অবজ্ঞা করা। ছি
৯|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: শালারে এখনও কেউ থাবরাইতেছে না কেন।
১০|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯
পেন্সিল চোর বলেছেন: এখন যদি দেশে বন্যা হয় তাহলে মগা কইবো যে বিরোধী দল মুইত্তা দিছে
১১|
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
আলোর মিছিল বলেছেন: থাবরাইয়া লাভ নাই, শিক্ষা হইবেনা। হইলে তত্বাবধায়কের মাইর স্বচক্ষে দেখার পরই হইত।
শালা গুলা দেখেনা তারেকের কি অবস্থা হইছে?
অন্তত ১০ বছরের জন্য জরুরী অবস্থা জারী কইরা রাজনীতি নিষেধ করা দরকার। রাজনীতি না থাকলে সন্ত্রাস, চান্দাবাজি, দুর্নীতি,দলবাজি, হরতাল,ভাংচুর এইসব থাকবনা ।
তবে এইসব আকাম কুকাম বন্ধ হইলে রাজনীতিবিদ গুলাতো না খাইয়া মরব।তখন কি হপে?
নাহ, রাজনীতিবিদের কষ্ট বুকে সয়না রে
দরকার নাই আমার গনতন্ত্র। স্বৈরতন্ত্র ফিরাইয়া দে।
মাইরের নাম বাবাজি। বাংগালির জন্য লাঠিতন্ত্রই সর্বোওম।
১২|
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
রাকি২০১১ বলেছেন: দরকার নাই আমার গনতন্ত্র। স্বৈরতন্ত্র ফিরাইয়া দে।
মাইরের নাম বাবাজি। বাংগালির জন্য লাঠিতন্ত্রই সর্বোওম।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
রাকি২০১১ বলেছেন: ইতা আমাগো মন-তিরি--- আর আমরা-ই তাদের ভুট দিই-- হাউ রিডিকুলাস পিপল উই আর!!!!